আলোচিত সাহিত্য ও স্রষ্টা-৭

সোজন বা দিয়ার ঘাট কাব্যগ্রন্থটি রচনাা করেছেন কে? উঃ জসীম উদ্দিন।
সনেটের পংক্তি সংখ্যা এবং প্রতি পংক্তিতে অক্ষর সংখ্যা কতটি? উঃ ১৪ টি পংক্তি এবং ১৪ অক্ষর।
সৈয়দ মুজতবা আলীর খ্যাতি হয় কিসের জন্য? উঃ ব্যাঙ্গাত্মক রচনার জন্য।
সধবার একাদশী প্রহসের রচয়িতা কে? উঃ দীনবন্ধু মিত্র।
সুলতানার স্বপ্ন গ্রন্থের রচয়িতা কে? উঃ বেগম রোকেয়া।
সারদামঙ্গল কাব্যটি কার রচনা? উঃ বিহারীলাল চক্রবর্তী।
সঞ্চয়িতা কাব্যগ্রন্থের রচয়িতা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
সঞ্চিতা কাব্যগ্রন্থের রচয়িতা কে? উঃ কাজী নজরুল ইসলাম।
সঞ্চয়ন গ্রন্থটির রচয়িতা কে? উঃ কাজী মোতাহার হোসেন।
সাঁঝের মায়া কাব্যগ্রন্থের রচয়িতা কে? উঃ সুফিয়া কামাল।
স্পার্টাকাস বিষয়ক জটিলতা নাটকের রচয়িতা কে? উঃ মমতাজ উদ্দীন আহমেদ।
সভ্যতার সঙ্কট গ্রন্থের রচয়িতা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
সূর্যদীঘল বাড়ী ্উপন্যাসটির রচয়িতা কে? উঃ আবু ইসহাক।
সনেট শব্দটি কোন ভাষার শব্দ? উঃ ইটালিয়ান।
সনেটের পথিকৃত কে? উঃ পেত্রার্ক।
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর জন্মস্থান কোথায়? উঃ সিরাজগঞ্জ।
সন্ধ্যা কাব্যগ্রন্থের রচয়িতা কে? উঃ কাজী নজরুল ইসলাম।
সনেট সংকলন কাব্যগ্রন্থের রচয়িতা কে? উঃ সুফি মোতাহের হোসেন।
সংস্কৃতির ভাঙ্গা সেতু রচয়িতা কে? উঃ আখতারুজ্জামান ইলিয়াস।
সংস্কৃতির কথা গ্রন্থটির রচয়িতা কে? উঃ মোতাহার তোসেন চৌধুরী।
সংস্কৃতির চড়াই উৎরাই গ্রন্থটির রচয়িতা কে? উঃ শওকত ওসমান।
সীমান্তের চিঠি কার রচিত ভ্রমণ কাহিনী? উঃ ইব্রাহীম খলিল।
সাবাস বাঙ্গালী গ্রন্থটির রচয়িতা কে? উঃ অমৃত লাল বসু।
সুকান্ত ভট্টাচার্যের সাড়া জাগানো কাব্যগ্রন্থ কোনটি? উঃ ছাড়পত্র।
স্বাধীনতা তুমি কবিতাটির রচয়িতা কে? উঃ শামসুর রাহমান।
হাসন রাজা কি ছিলেন? উঃ মরমী কবি।
সাজাহান নাটকের প্রথম রচয়িতা কে? উঃ ক্ষীরদপ্রসাদ বিদ্যাবিনোদ।
হিতোপদেশ গ্রন্থের রচয়িতা কে? উঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
হুলিয়া কবিতার রচয়িতা কে? উঃ নির্মুলেন্দু গুণ।
হেমন্ত গোধুলি কাব্যগ্রন্থের রচয়িতা কে? উঃ মোহিতলাল মজুমদার।
Next >>
এ বিভাগের অন্যান্য টপিক
বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন সাহিত্যের পৃষ্ঠপোষকগণ প্রাচীন সাহিত্যে ধারা লোক সাহিত্য বৈষ্ণব পদাবলী মঙ্গলকাব্য মর্সিয়া সাহিত্য পুঁথি সাহিত্য নাথ সাহিত্য রোমান্টিক প্রণয়োপখ্যান কবিওয়ালা বা কবিগান সাহিত্যিকদের উপাধি/ছদ্মনাম মহাকবি ও মহাকাব্য গীতিকবি ও গীতিকাব্য বিখ্যাত বাংলা প্রহসন বিখ্যাত বাংলা উপন্যাস বিখ্যাত বাংলা ছোটগল্প বিখ্যাত বাংলা নাটক বিখ্যাত ঐতিহাসিক নাটক বিখ্যাত সামাজিক নাটক বিখ্যাত কবিয়াল ও বাউলগণ বিখ্যাত মঙ্গলকাব্যের কবি বাংলা সাহিত্যের ছন্দ বাংলা সাহিত্যের ভাষাতত্ত্ব ভাষা বিষয়ক গ্রন্থ ও ভাষাতাত্ত্বিক প্রাচীন বাংলা সাময়িকীপত্র আরাকান রাজসভায় বাংলা সাহিত্য বাংলা পত্রিকা/ সাময়িকী ও সম্পাদক বাংলা মূদ্রণশিল্প ও ভাষা উন্নয়ন আলোচিত সাহিত্য ও স্রষ্টা আলোচিত চরিত্র ও স্রষ্টা আলোচিত পঙতি ও স্রষ্টা বাংলা সাহিত্যে প্রথম কবি / সাহিত্যেকদের প্রথম গ্রন্থ