বিখ্যাত বাংলা নাটক

নাটক নাটকের নাম ও প্রকালকাল
মমতাজ উদ্দীন আহমেদ উঃ স্পাটাকাস বিষয়ক জটিলতা, বিবাহ, চয়ন তোমার ভালবাসা, নাট্যত্রয়ী এই সেই কন্ঠস্বর, প্রেম বিবাহ সুটকেস, রঙ্গ পঞ্চদশ, ক্ষতবিক্ষত, রাজা অনুস্বারের পালা।
রবীন্দ্রনাথ ঠাকুর উঃ তাসের দেশ(১৩৪০ বাং), রক্তকবরী (১৯২৪), মুকুট (১৩১৫), মুক্তধারা (১৯২২), বসন্ত (১৩২১), চিরকুমার সভা (১৩০৮), মায়ার খেলা (১২৯৫), বিসর্জন (১২৯৭), রথযাত্রা (১৩০০), প্রায়শ্চিত্ত (১৩১৬), শারদ্যোৎসব (১৩১৫), চন্ডিলিকা (১৯৩৮), চিত্রাঙ্গদা (১২৯৯)
হরচন্দ্র ঘোষ উঃ ভানুমতি চিত্তবিলাস (১৮৫২)
যোগেন্দ্রচন্দ্র উঃ কীর্তিবিলাস (১৮৫২)
তারাচরণ সিকদার উঃ ভদ্রার্জুন (১৮৫২)
রামনারায়ন তর্ক রত্ন উঃ কুলীনকুল সর্বস্ব (১৮৫৪), বেনীসংহার (১৮৫৬), রতœাবলী, রক্সিনীহরণ (১৮৭১), স্বপ্নধন (১৮৭৩), ধর্মবিজয় (১৮৭৫), কংসবধ (১৮৭৫), নবনাটক (১৮৮৬)।
নবীন চন্দ্র সেন উঃ শুভ র্নিমালা
আনিস চৌধুরী উঃ মানচিত্র (১৩৭০), এ্যালবাম (১৯৬৫)।
আকবর উদ্দিন উঃ সিন্ধু বিজয় (১৯৩০), নাদির শাহ (১৯৩২), মুজাহিদ, আজান (১৯৪৩), সুলতান মাহমুদ (১৯৫৪)।
আশকার ইবনে শাইখ উঃ বিরোধ, অনেক তারার হাতছানি, প্রচ্ছদপট, বিদ্রোহী পদ্ম, পদক্ষেপ, দুরন্ত ঢেউ, অগ্নিগিরি, প্রতীক্ষা, অনুবর্তন, এপার- ওপার, বিলবাওরের ঢেউ, রক্তপথ, তিতুমীর, লালন ফকির।
মাইকেল মধুসুদন দত্ত উঃ শর্মিষ্ঠা (১৯৫৯), পদ্মাবতী (১৮৬০), কৃষ্ণকুমারী (১৮৬১), মায়াকানন ।
গিরিশচন্দ্র ঘোষ উঃ সীতার বনবাস(১৮৮২), প্রফুল্ল (১৮৮৯), সিরাজদ্দৌলা (১৯০৬)।
দ্বিজেন্দ্রলাল রায় উঃ তারাবাঈ (১৯০৩), চন্দ্রগুপ্ত (১৯১১), সাজাহান (১৯০৯), নূরজাহান (১৯০৮), দুর্গাদাস (১৯০৬),  মেরার পতন (১৩১৫), সিংহল বিজয় (১৯১৬)।
আনম বজলুর রশীদ উঃ ঝড়ের পাখি (১৯৫৯), যা হতে পারে, (১৯৬২), উত্তর ফা-ুনি (১৯৬৪), সংযুক্ত (১৯৬৫), শিল্প ও শৈলী সুর ও ছন্দ (১৯৬৭) রূপান্তর (১৯৭০), উত্তরন (১৯৬৯)।
আলী মনসুর উঃ পোড়াবাড়ী. দুর্ণিবার।
আবদুল্লাহ আল মামুন উঃ সুবচন নির্বাসনে, এখন দুঃসময়, এবার ধরা দাও, শপথ, সেনাপতি, ক্রস রোডে ক্রসফায়ার, অরক্ষিত মতিঝিল, চারিদিকে যুদ্ধ, শাহজাদীর কালো নেকাব, আয়নায় বন্ধুর মুখ, কোকিলারা, তোমারই, এখনও ক্রীতদাস।
ইব্রাহিম খাঁ উঃ আনোয়ার পাশা (১৩৩৭), কামাল পাশা (১৩৩৪), কাফেলা (১৩৫৭), ঋন পরিশোধস (১৯৫৫), ওমর ফারুখ।
কাজী নজরুল ইসলাম আলেয়া (১৯৩১), পুতুলের বিয়ে, ঝিলিমিলি (১৯৩০), মধুমালা (১৯৫১)
কৃষ্ণচন্দ্র হালদার উঃ কৈবল্যতত্ত্ব, রাবনবধ।
জসীমউদ্দিন উঃ বেদের মেয়ে (১৯৫১), পল্লীবধু (১৯৫৬), মধুমালা (১৯৫১)।
দীনবন্ধু মিত্র উঃ নীল দর্পন (১৮৬০), লীলাবতী(১৮৬৭), নবীন তপস্বীনি (১৮৬৩), কমলে কামিনী (১৮৭৩), বিয়ে পাগলা বুড়ো (১৮৬৬), সধবার একাদশী (১৮৬৬), জামাই বারিক (১৮৭২)।
নারায়ন গঙ্গোপাধ্যায় উঃ আগন্তুক (১৯৬২), রামমোহন (১৯৫২), ভাড়াটে চাই (১৯৬২)।
নীলিমা ইব্রাহিম উঃ রোদ্রজ্জল বিকেলে, শাহী এলাকার পথে পথে, রমনা পার্কে।
নুরুল মোমেন উঃ হিংটিং ছট (১৯৭০), আইনের অন্তরালে, (১৯৬৭), যদি এমন হতো (১৯৬০), শতকরা আশি (১৯৬৭), নয়া খান্দান (১৯৬২), যেমন ইচ্ছো তেমন (১৯৭০), রূপান্তর (১৯৪৭), আলোছায়া (১৯৬২), নেমেসিস (১৯৪৮)।
মুনীর চৌধুরী উঃ কবর (১৯৬৬), চিঠি (১৯৬৬), দন্ড কারন্য (১৯৬৬), পলাশী ব্যারাক ও অন্যান্য।
মামুনুর রশীদ উঃ স্বপ্নে শহর, সুপ্রভাত ঢাকা, গিনিপিগ, ইবলিশ, সময় অসময়, সমতট, ইতি আমার বোন, ওরা কদম আলী, ওরা আছে বলেই, এখানে নোঙ্গর।
শাহাদাৎ হোসেন উঃ সরফরাজ খাঁ (১২৩৬), আনারকলি (১৯৪৫)।
শওকত ওসমান উঃ আমলার মামলা (১৯৫২), তস্কর ও লঙ্কর (১৯৪৪), কাকঁরমনি (১৯৫২), ডাক্তার আবদুল্লাহর কারখানা (১৯৭৩), বাগদাদের কবি।
হেমচন্দ্র চট্রোপাধ্যায় নলিনী বসন্ত।
সিকান্দার আবু জাফর উঃ মহাকবি আলাওল (১৯৬৫), সিরাজ-উ-দ্দৌল্লা (১৯৬৫), শকুন্ত উপখ্যান( ১৯৫৮)।
হুমায়ুন আহমেদ উঃ এইসব দিনরাত্রি, বহুব্রীহি, অয়োময়।
সৈয়দ ওয়ালী উল্লাহ উঃ বহ্নিপীর (১৯৬০), তরঙ্গ ভঙ্গ (১৯৬৫), উজানে মৃত্যু।
সাঈদ আহমদ উঃ মাইলপোষ্ট, তৃষ্ণায়, কালবেলা।
অমৃতলাল বসু উঃ তিতলবর্ণ (১৮৮১), তরুবালা (১৮৯১), আদর্শ বন্ধু (১৩০৭ বাং), নবযৌবন, বজ্রলীলা, বিমাতা বা বিজয় বসন্ত (১৩০০ বাং)
ক্ষীরোদপ্রসাধ বিদ্যাবিনোদ। উঃ সাবিত্রী (১৯০২), কুমারী (১৮৯৯), আলীবাবা (১৮৯৭), জুলিয়াস, প্রমোদরঞ্জন, প্রেমাঞ্জলী বভ্রবাহন, কিন্নরী, প্রতাপাদিত্য, রঘুবীর।
সেলিম আলদীন উঃ ভাঙ্গনের শব্দ শুনা যায়, আয়না, মোন্তাসির ফ্যান্টাসী, কীর্ত্তনখোলা, হাত হদাই, চাঁকা।
  • নাটকের উৎপত্তি কোথায়?
  • উঃ গ্রীসে।
  • বাংলা নাটক মঞ্চায়ন, রচনায় ও অনুবাদে কোন বিদেশীর নাম প্রথমে আসে?
  • উঃ হেরাসিম লেবেডফ
  • ‘দি ডিসগাইজ’ নাটকের বাংলা আনুবাদক কে?
  • উঃ হেরাসিম লেবেডফ।
  • নাটক কি?
  • উঃ দৃশ্যকাব্য
  • ট্রাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য কোথায়?
  • উঃ জীবনানুভূতির গভীরতায়
  • নাটক ও প্রহসনের মূল পার্থক্য কোথায়?
  • উঃ ব্যঙ্গ বিদ্রুপ
এ বিভাগের অন্যান্য টপিক
বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন সাহিত্যের পৃষ্ঠপোষকগণ প্রাচীন সাহিত্যে ধারা লোক সাহিত্য বৈষ্ণব পদাবলী মঙ্গলকাব্য মর্সিয়া সাহিত্য পুঁথি সাহিত্য নাথ সাহিত্য রোমান্টিক প্রণয়োপখ্যান কবিওয়ালা বা কবিগান সাহিত্যিকদের উপাধি/ছদ্মনাম মহাকবি ও মহাকাব্য গীতিকবি ও গীতিকাব্য বিখ্যাত বাংলা প্রহসন বিখ্যাত বাংলা উপন্যাস বিখ্যাত বাংলা ছোটগল্প বিখ্যাত বাংলা নাটক বিখ্যাত ঐতিহাসিক নাটক বিখ্যাত সামাজিক নাটক বিখ্যাত কবিয়াল ও বাউলগণ বিখ্যাত মঙ্গলকাব্যের কবি বাংলা সাহিত্যের ছন্দ বাংলা সাহিত্যের ভাষাতত্ত্ব ভাষা বিষয়ক গ্রন্থ ও ভাষাতাত্ত্বিক প্রাচীন বাংলা সাময়িকীপত্র আরাকান রাজসভায় বাংলা সাহিত্য বাংলা পত্রিকা/ সাময়িকী ও সম্পাদক বাংলা মূদ্রণশিল্প ও ভাষা উন্নয়ন আলোচিত সাহিত্য ও স্রষ্টা আলোচিত চরিত্র ও স্রষ্টা আলোচিত পঙতি ও স্রষ্টা বাংলা সাহিত্যে প্রথম কবি / সাহিত্যেকদের প্রথম গ্রন্থ