প্রাচীন বাংলা সাময়িকীপত্র

  • বেগম কোথা থেকে প্রকাশিত হয়?
  • উঃ ঢাকা থেকে।
  • খ্রিষ্টান মিশনারিদের হিন্দু প্রতিপক্ষ কর্তৃক প্রকাশিত পত্রিকা-?
  • উঃ সম্বাদ কৌমুদী।
  • রাম মোহন প্রথম সম্পাদনা করেন?
  • উঃ প্রভাকর।
  • ইংরেজী ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন কে?
  • উঃ ব্রাসি হ্যালহেড।
  • সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়-?
  • উঃ ২৮ জানুয়ারী, ১৮৩১।
  • তত্ত্ববোধীনি পত্রিকায় প্রকাশকাল হলো- ?
  • উঃ ১৮৪৩।
  • মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা?
  • উঃ সমাচার সভারাজেন্দ্র।
  • লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন?
  • উঃ কাজী নজরুল ইসলাম।
  • ইংরেজ সরকার কবে কঠোর সেন্সর ব্যবস্থা প্রবর্তন করেন?
  • উঃ ১৭৯৯ সালে।
  • প্রথম সচিত্র মাসিক পত্রিকা কোনটি?
  • উঃ বিবিধার্থ সংগ্রহ।
  • কোন পত্রিকাকে ঘিরে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ন প্রতিভা বিকশিত হয়?
  • উঃ সাধনা।
  • মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র হিসাবে প্রকাশিত পত্রিকা?
  • উঃ শিখা।
  • কোন পত্রিকাতে বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত ঘটেছিল?
  • উঃ শিখাকে ঘিরে।
  • রংপুরের কাকিনা থেকে প্রকাশিত পত্রিকার নাম- ?
  • উঃ বাসনা।
এ বিভাগের অন্যান্য টপিক
বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন সাহিত্যের পৃষ্ঠপোষকগণ প্রাচীন সাহিত্যে ধারা লোক সাহিত্য বৈষ্ণব পদাবলী মঙ্গলকাব্য মর্সিয়া সাহিত্য পুঁথি সাহিত্য নাথ সাহিত্য রোমান্টিক প্রণয়োপখ্যান কবিওয়ালা বা কবিগান সাহিত্যিকদের উপাধি/ছদ্মনাম মহাকবি ও মহাকাব্য গীতিকবি ও গীতিকাব্য বিখ্যাত বাংলা প্রহসন বিখ্যাত বাংলা উপন্যাস বিখ্যাত বাংলা ছোটগল্প বিখ্যাত বাংলা নাটক বিখ্যাত ঐতিহাসিক নাটক বিখ্যাত সামাজিক নাটক বিখ্যাত কবিয়াল ও বাউলগণ বিখ্যাত মঙ্গলকাব্যের কবি বাংলা সাহিত্যের ছন্দ বাংলা সাহিত্যের ভাষাতত্ত্ব ভাষা বিষয়ক গ্রন্থ ও ভাষাতাত্ত্বিক প্রাচীন বাংলা সাময়িকীপত্র আরাকান রাজসভায় বাংলা সাহিত্য বাংলা পত্রিকা/ সাময়িকী ও সম্পাদক বাংলা মূদ্রণশিল্প ও ভাষা উন্নয়ন আলোচিত সাহিত্য ও স্রষ্টা আলোচিত চরিত্র ও স্রষ্টা আলোচিত পঙতি ও স্রষ্টা বাংলা সাহিত্যে প্রথম কবি / সাহিত্যেকদের প্রথম গ্রন্থ