আরাকান রাজসভায় বাংলা সাহিত্য

  • আরাকানকে বাংলা সাহিত্য কি নামে উল্লেখ করা হয়েছে?
  • উঃ রোসাং বা রোসাঙ্গ নামে।
  • আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য সাহিত্যিকের নাম কি কি?
  • উঃ দৌলত কাজী, আলাওল, কোরেশী মাগন ঠাকুর, মরদন, আব্দুল করিম খোন্দকর।
  • কবি আলাওল কোথায় জন্মগ্রহন করেন?
  • উঃ ফতেহাবাদের জালালপুরে।
  • মাগন ঠাকুর কে ছিলেন?
  • উঃ রোসাঙ্গ রাজ্যের প্রধানমন্ত্রী।
  • 'নসীহত নামা' কোন জাতীয় গ্রন্থ ? কে রচনা করেছেন?
  • উঃ মরদন রচিত কাব্যগ্রন্থ।
  • "পদ্মাবতী" কোন জাতীয় রচনা?
  • উঃ ঐতিহাসিক প্রণয় উপাখ্যান।
  • কোন ঐতিহাসিক কাহিনী নিয়ে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন?
  • উঃ চিতোরের রানী পদ্মীনির কাহিনী।
  • আলাওলের অন্যান্য রচনা কি কি?
  • উঃ তোহফা, সেকান্দারনামা, সঙ্গীতন শাস্ত্র (রাগতাল নামা), 
        বাংলা ও ব্রজবুলি ভাষায় রাধাকৃষ্ণ রূপকে রচিত পদাবলী ইত্যাদি।



  • কার আদেশে দৌলত কাজী সতি ময়না ও লোরচন্দ্রানী’ কাব্য রচনা করেন?
  • উঃ শ্রী সুধর্ম রাজার আমলে তাঁর লঙ্কর উজির আশরাফ খানের।
  • 'সতি ময়না ও লোরচন্দ্রানী' কোন শতকের কাব্য?
  • উঃ সপ্তদশ শতাব্দী।
  • সতী ময়না ও লোরচন্দ্রানী হিন্দি ভাষার কোন কাব্য অবলম্বনে রচিত?
  • উঃ হিন্দী কবি সাধন এর 'মৈনাসত'।
  • "পদ্মাবতী" কে রচনা করেন?
  • উঃ মহাকবি আলাওল।
এ বিভাগের অন্যান্য টপিক
বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন সাহিত্যের পৃষ্ঠপোষকগণ প্রাচীন সাহিত্যে ধারা লোক সাহিত্য বৈষ্ণব পদাবলী মঙ্গলকাব্য মর্সিয়া সাহিত্য পুঁথি সাহিত্য নাথ সাহিত্য রোমান্টিক প্রণয়োপখ্যান কবিওয়ালা বা কবিগান সাহিত্যিকদের উপাধি/ছদ্মনাম মহাকবি ও মহাকাব্য গীতিকবি ও গীতিকাব্য বিখ্যাত বাংলা প্রহসন বিখ্যাত বাংলা উপন্যাস বিখ্যাত বাংলা ছোটগল্প বিখ্যাত বাংলা নাটক বিখ্যাত ঐতিহাসিক নাটক বিখ্যাত সামাজিক নাটক বিখ্যাত কবিয়াল ও বাউলগণ বিখ্যাত মঙ্গলকাব্যের কবি বাংলা সাহিত্যের ছন্দ বাংলা সাহিত্যের ভাষাতত্ত্ব ভাষা বিষয়ক গ্রন্থ ও ভাষাতাত্ত্বিক প্রাচীন বাংলা সাময়িকীপত্র আরাকান রাজসভায় বাংলা সাহিত্য বাংলা পত্রিকা/ সাময়িকী ও সম্পাদক বাংলা মূদ্রণশিল্প ও ভাষা উন্নয়ন আলোচিত সাহিত্য ও স্রষ্টা আলোচিত চরিত্র ও স্রষ্টা আলোচিত পঙতি ও স্রষ্টা বাংলা সাহিত্যে প্রথম কবি / সাহিত্যেকদের প্রথম গ্রন্থ