আলোচিত সাহিত্য ও স্রষ্টা

Next >>
  • হেমচন্দ্র বন্দোপাধ্যায় রচিত মহাকাব্যর নাম কি?
  • উঃ বৃত্রসংহার।
  • লালন ফকির নাটকের নাট্যকার কে?
  • উঃ কল্যান মিত্র।
  • সিরাজদ্দৌলা নাটকের নাট্যকার কে?
  • উঃ গিরিশ চন্দ্র।
  • অশ্রুমালা কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  • উঃ কায়কোবাদ।
  • অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতা কে?
  • উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
  • অপরাজিতা গ্রন্থটির লেখক কে?
  • উঃ বিভুতিভূষন।
  • আত্মঘাতি বাঙ্গালী এর রচয়িতা কে?
  • উঃ নীরদ চন্দ্র চৌধুরী।
  • অনল প্রবাহ ও রায় নন্দিনী কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  • উঃ ইসমাইল হোসেন সিরাজী।
  • আবদুল্লাহ উপন্যাসটি কে রচনা করেন?
  • উঃ কাজী ইমদাদুল হক।
  • আবার আসিব ফিরে কবিতাটির রচয়িতা কে?
  • উঃ জীবনানন্দ দাশ।
  • আমার পূর্ব বাংলা কবিতাটির রচয়িতা কে?
  • উঃ সৈয়দ আলী আহসান।
  • আনন্দ মঠ ও দেবী চৌধুরানী গ্রন্থ দুটির রচয়িতা কে?
  • উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
  • আমি বিজয় দেখিছি গ্রন্থের রচয়িতা কে?
  • উঃ এম, আর, আখতার মুকুল।
  • আলালের ঘরের দুলাল গ্রন্থের রচয়িতা কে?
  • উঃ প্যারীচাঁদ মিত্র।
  • আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থের রচয়িতা কে?
  • উঃ আবুল মনসুর আহমেদ।
  • আমি সৈনিক রচনাটি নজরুলের কোন গ্রন্থের অর্ন্তভুক্ত?
  • উঃ দুর্দিনের যাত্রী।
  • আগুন নিয়ে খেলা গ্রন্থটির রচয়িতা?
  • উঃ অন্নদাশঙ্কর রায়।
  • আমলার মামলা গ্রন্থটির রচয়িতা?
  • উঃ শওকত ওসমান।
  • আলাওলের শ্রেষ্ঠ কীর্র্তি কি?
  • উঃ পদ্মাবতী।
  • আব্দুল কাদেরের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
  • উঃ দিলরুবা।
  • আলো ও ছায়া কাব্যগ্রন্থের রচিয়তা কে?
  • উঃ কামিনী রায়।
  • আবোল তাবোল কার রচনা?
  • উঃ সুকুমার রায়।
  • আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
  • উঃ রাত্রি শেষ।
  • আহসান হাবিবের বিখ্যাত উপন্যাস কোনটি?
  • উঃ অরণ্য নীলিমা।
  • নোলক কবিতা আল মাহমুদের কোন গ্রন্থের অর্ন্তগত?
  • উঃ লোক লোকান্তর।
  • আকাঙ্খিত অসুন্দর কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  • উঃ ফজল শাহাবুদ্দীন।
  • আমি কিংবদন্তীর কথা বলাছি কাব্যগ্রন্থের রচিয়তা কে?
  • উঃ আবু জাফর উবায়দুল্লাহ।
  • ইস্তাম্বুল যাত্রীর পত্র এর রচিয়তা কে?
  • উঃ ইব্রাহিম খাঁ।
  • ঈশ্বর পাটনী চরিত্রের স্রষ্টা কে?
  • উঃ ভারতচন্দ্র রায়গুনকর (অন্নদামঙ্গল)।
  • ইউসূফ-জুলেখা কাব্যের রচিয়তা কে?
  • উঃ শাহ মুহাম্মদ সগীর।
এ বিভাগের অন্যান্য টপিক
বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন সাহিত্যের পৃষ্ঠপোষকগণ প্রাচীন সাহিত্যে ধারা লোক সাহিত্য বৈষ্ণব পদাবলী মঙ্গলকাব্য মর্সিয়া সাহিত্য পুঁথি সাহিত্য নাথ সাহিত্য রোমান্টিক প্রণয়োপখ্যান কবিওয়ালা বা কবিগান সাহিত্যিকদের উপাধি/ছদ্মনাম মহাকবি ও মহাকাব্য গীতিকবি ও গীতিকাব্য বিখ্যাত বাংলা প্রহসন বিখ্যাত বাংলা উপন্যাস বিখ্যাত বাংলা ছোটগল্প বিখ্যাত বাংলা নাটক বিখ্যাত ঐতিহাসিক নাটক বিখ্যাত সামাজিক নাটক বিখ্যাত কবিয়াল ও বাউলগণ বিখ্যাত মঙ্গলকাব্যের কবি বাংলা সাহিত্যের ছন্দ বাংলা সাহিত্যের ভাষাতত্ত্ব ভাষা বিষয়ক গ্রন্থ ও ভাষাতাত্ত্বিক প্রাচীন বাংলা সাময়িকীপত্র আরাকান রাজসভায় বাংলা সাহিত্য বাংলা পত্রিকা/ সাময়িকী ও সম্পাদক বাংলা মূদ্রণশিল্প ও ভাষা উন্নয়ন আলোচিত সাহিত্য ও স্রষ্টা আলোচিত চরিত্র ও স্রষ্টা আলোচিত পঙতি ও স্রষ্টা বাংলা সাহিত্যে প্রথম কবি / সাহিত্যেকদের প্রথম গ্রন্থ