বাংলা সাহিত্যের ইতিহাস-৪

বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ
  • বাংলা গদ্যের জনক কে?
  • উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
  • আধুনিক যুগের শ্রেষ্ঠ প্রতিভু কে?
  • উঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
  • বাংলা ভাষার আদি কবি?
  • উঃ কানা হরিদত্ত।
  • বাংলা গদ্যর উৎপত্তি কখন?
  • উঃ আঠার শতকে।
  • কাঙ্গাল হরিনাথ কখন আবির্ভূত হন?
  • উঃ উনিশ শতকের শেষার্ধে।
  • বিষাদসিন্ধু কোন যুগের গ্রন্থ?
  • উঃ আধুনিক যুগের।
  • মধ্যযুগের অন্যতম সাহিত্য নিদর্শন কি?
  • উঃ পদ্মাবতী ও অন্নদামঙ্গল।
  • চন্ডীদাস কোন যুগের কবি?
  • উঃ মধ্যযুগের।
  • আধুনিক বাংলা গীতি কবিতার সূত্রপাত?
  • উঃ টপ্পাগান।
  • টপ্পা গানের জনক কে?
  • উঃ নিধুবাবু (রামনিধি গুপ্ত)।
  • কখন মীর মোশাররফ সাহিত্য ক্ষেত্রে আবির্ভূত হন?
  • উঃ উনিশ শতকের শেষার্ধে।
  • বাংলা সাহিত্যে মহাকাব্য ধারার অন্যতম মহাকবি?
  • উঃ মাইকেল মধুসুদন দত্ত।
  • বাংলা সাহিত্যে গীতিকাব্য ধারার প্রথম কবি?
  • উঃ বিহারীলাল চক্রবর্তী।
  • বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নির্দশন কি?
  • উঃ শ্রীকৃষ্ণ কীর্তন।
  • শ্রীকৃষ্ণ কীর্তনকাব্য কে রচনা করেন?
  • উঃ বড়ু চন্ডীদাস।
  • শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন যুগের নিদর্শন?
  • উঃ চৈতন্যপূর্ব যুগ।
  • বড়ু চন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে উদ্ধার করেন?
  • উঃ বসন্তরঞ্জন রায়, ১৯০৯।
  • উনিশ শতকের নাট্য সাহিত্য ধারার অন্যতম রূপকার?
  • উঃ মাইকেল মধুসুদন দত্ত।
  • বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?
  • উঃ আলালের ঘরের দুলাল।
  • ‘আলালের ঘরের দুলাল’ এর রচয়িতা কে?
  • উঃ প্যারীচাদ মিত্র।
  • বাংলা সাহিত্য কথ্যরীতির প্রবর্তক কে?
  • উঃ প্রমথ চৌধুরী।
  • ছোটগল্পের আরম্ভে ও উপসংহারে কোন গুনটি প্রধান?
  • উঃ নাটকীয়তা ।
  • বাংলা ভাষায় প্রথম সামাজিক নাটক কোনটি?
  • উঃ কুলীনকুল সর্বস্ব।
  • বাংলা ভাষায় রচিত প্রথম নাটক ও নাট্যকার কে?
  • উঃ ভদ্রার্জুন, তারাচরণ সিকদার।
  • বাংলা সাহিত্যর প্রথম সার্থক নাট্যকার কে?
  • উঃ মাইকেল মধুসুদন দত্ত।
  • বাংলা সাহিত্যর প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
  • উঃ কৃষ্ণকুমারী।
  • বাংলা সাহিত্যের প্রথম মূদ্রিত গ্রন্থ কোনটি?
  • উঃ ‘কথোপকথন’।
  • বাংলা উপন্যাস সাহিত্য ধারার জনক?
  • উঃ বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।
  • রোমান্টিক প্রণয় উপখ্যান ধারার অন্যতম গ্রন্থ?
  • উঃ ইউসূফ- জুলেখা।
  • মঙ্গলকাব্যর ধারার অন্যতম কবি?
  • উঃ মুকুন্দরাম চক্রবর্তী।
  • বাংলা সাহিত্য ছোটগল্পের প্রকৃত জনক?
  • উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
  • ‘কথোপকথন’ এর রচয়িতা কে?
  • উঃ উইলিয়াম কেরি।
  • ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি?
  • উঃ নীল দর্পণ।
  • কোরআন শরীফ প্রথম বাংলায় অনুবাদ কে করেন?
  • উঃ ভাই গিরিশচন্দ্র সেন।
  • বাংলা সনেটের জনক কে?
  • উঃ মাইকেল মধুসুদন দত্ত।
  • সনেটের জনক কে?
  • উঃ ইটালীর পেত্রাক।
  • ‘গাজীকালু ও চম্পাবতী’ কোন ধরনের সাহিত্য?
  • উঃ পুঁথি সাহিত্য।
  • বাংলাদেশের লোক সাহিত্যের বিখ্যাত গবেষক কে?
  • উঃ আশরাফ সিদ্দিকী।
  • রূপকথা কে সংগ্রহ করেছিলেন?
  • উঃ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।
  • বাংলা সাহিত্যের ইতিহাসে প্রধানত কয়টি যুগে ভাগ করা?
  • উঃ তিনটি। (প্রাচীন যুগ, মধ্যযুগ ও অধুনিক যুগ)
  • ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের পরিধি কত পর্যন্ত বিস্তৃৃত ছিল?
  • উঃ ৬৫০-১২০০ সাল পর্যন্তু।
  • মধ্য যুগের বাংলা ভাষার পরিধি কত সাল পর্যন্ত বিস্তৃৃত ছিল?
  • উঃ ১২০১-১৮০০ সাল পর্যন্তু।
এ বিভাগের অন্যান্য টপিক
বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন সাহিত্যের পৃষ্ঠপোষকগণ প্রাচীন সাহিত্যে ধারা লোক সাহিত্য বৈষ্ণব পদাবলী মঙ্গলকাব্য মর্সিয়া সাহিত্য পুঁথি সাহিত্য নাথ সাহিত্য রোমান্টিক প্রণয়োপখ্যান কবিওয়ালা বা কবিগান সাহিত্যিকদের উপাধি/ছদ্মনাম মহাকবি ও মহাকাব্য গীতিকবি ও গীতিকাব্য বিখ্যাত বাংলা প্রহসন বিখ্যাত বাংলা উপন্যাস বিখ্যাত বাংলা ছোটগল্প বিখ্যাত বাংলা নাটক বিখ্যাত ঐতিহাসিক নাটক বিখ্যাত সামাজিক নাটক বিখ্যাত কবিয়াল ও বাউলগণ বিখ্যাত মঙ্গলকাব্যের কবি বাংলা সাহিত্যের ছন্দ বাংলা সাহিত্যের ভাষাতত্ত্ব ভাষা বিষয়ক গ্রন্থ ও ভাষাতাত্ত্বিক প্রাচীন বাংলা সাময়িকীপত্র আরাকান রাজসভায় বাংলা সাহিত্য বাংলা পত্রিকা/ সাময়িকী ও সম্পাদক বাংলা মূদ্রণশিল্প ও ভাষা উন্নয়ন আলোচিত সাহিত্য ও স্রষ্টা আলোচিত চরিত্র ও স্রষ্টা আলোচিত পঙতি ও স্রষ্টা বাংলা সাহিত্যে প্রথম কবি / সাহিত্যেকদের প্রথম গ্রন্থ