জীব বিজ্ঞান

১। জীব বিজ্ঞানের মৌলিক শাখা গুলি কি কি? 

উঃ মরফোলজি বা অঙ্গসংগঠন, সাইটোলজি বা কোষ বিদ্যা,  হিস্টলজি বা টিস্যুতন্ত্র,  ফিজিওলজি বা শরীরতন্ত্র, ট্যাক্সোনমি বা শ্রেণিবিন্যাস বিদ্যা,  জেনেটিক্স বা বংশগতিবিদ্যা,  ইকোলজি বা বাস্তুবিদ্যা,  ইভোলিউশন বা অভিব্যক্তি ইত্যাদি। 

২। জীব বিজ্ঞানের ফলিত শাখা গুলি কি কি?

উঃ কৃষিবিজ্ঞান, চিকিৎস্‌ প্রজননবিদ্যা, বনবিজ্ঞান, মৎস্য প্রতিপালন,  পোকাদমন, পশুপালন এগুলি ফলিত জীববিজ্ঞান অন্তর্ভুক্ত।

  • বিজ্ঞানকে প্রধানত কয়টি শাখায় বিভক্ত করা হয়?
  • উঃ জড় বিজ্ঞান ও জীববিজ্ঞান।
  • জীববিজ্ঞান প্রধান কয়টি শাখায় বিভক্ত?
  • উঃ ২ টি, যথাঃ উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান।
  • জড় বিজ্ঞান এর আরেক নাম কি?
  • উঃ ভৌত বিজ্ঞান।
  • বায়োলজির বাংলা পরিভাষা কি?
  • উঃ জীববিজ্ঞান।
  • Biology শব্দটির উৎস কি?
  • উঃ গ্রিক শব্দ bios ও logos
  • Biology এর bios অর্থ কি?
  • উঃ জীবন।
  • Biology এর logos অর্থ কি?
  • উঃ জ্ঞান।
  • Genera Plantarum এর লেখক কে?
  • উঃ জর্জ বেন্থাম।
  • Bengal Plants এর লেখক কে?
  • উঃ ডেভিড প্রেইন।
  • জীবের শ্বসন প্রক্রিয়া ক্রেবস কে আবিষ্কার করেন?
  • উঃ স্যার হেন্স ক্রেবস।
  • ডিএনএ অনুর আণবিক গঠন আবিষ্কার করেন?
  • উঃ ওয়াটসন ও ক্রিক।
  • জীব বিজ্ঞানের জনক?
  • উঃ অ্যারিস্টটল।
  • জীবের বাহ্যিক গঠন সম্পর্কে কোন শাখায় আলোচনা করা হয়?
  • উঃ মরফোলজি।
  • জীবের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে কোন শাখায় আলোচনা করা হয়?
  • উঃ এ্যানাটমী।
  • জীবের কোষের গঠন ও কার্যাবলী নিয়ে কোন শাখায় আলোচনা করা হয়?
  • উঃ সাইটোলজি।
  • জীবের জৈবিক প্রক্রিয়া নিয়ে কোন শাখায় আলোচনা করা হয়?
  • উঃ ফিজিওলজি।
  • পৃথিবী প্রথমে কোন অবস্থায় ছিল?
  • উঃ উত্তপ্ত গ্যাসীয় অবস্থায়।
  • প্রকৃতিতে জীবনের উৎপত্তি সম্বন্ধে কোন বিজ্ঞানীর মতামত সবচেয়ে গ্রহণযোগ্য?
  • উঃ ওপরিনের মতবাদ।
  • জীববিজ্ঞানীরা কাকে জীবনের প্রথম অনু মনে করে?
  • উঃ অ্যামাইনো এসিড।
  • প্রকৃতির কোন পরিবেশে প্রথম জীবনের উদ্ভব হয়?
  • উঃ জলজ পরিবেশ।
  • দ্বিপদ নামকরনের প্রবক্তা কে?
  • উঃ ক্যারোলাস লিনিয়াস।
  • অরিজিন অফ স্পিসিস বইটির রচয়িতা কে?
  • উঃ ডারউইন।
  • কোন বিজ্ঞানী জীবাণুবিদ ছিলেন?
  • উঃ আলেকজান্ডার ফ্লেমিং।