পদার্থ বিজ্ঞান-বিদ্যুৎ-২

  • অ্যামিটার কি?
  • উঃ তড়িৎ কারেন্ট মাপার যন্ত্র।
  • রোধ কি?
  • উঃ বিভাব অন্তর/ তড়িৎ কারেন্ট।
  • রোধের একক কি?
  • উঃ ওহম।
  • পরিবাহকের রোধ পরিবাহকের কোন কোন নিয়ামকের ওপর নির্ভর করে?
  • উঃ প্রস্থচ্ছেদ, দৈর্ঘ্য, উপাদান ও তাপমাত্রা।
  • বৈদ্যুতিক বর্তনীতে বাল্বের কেমন সংযোগ অধিক আলো বিতরণ করে?
  • উঃ সমান্তরাল সংযোগ।
  • ওয়াট কি?
  • উঃ জুল/সেকেন্ড।
  • ভোল্ট কি?
  • উঃ জুল/কুলম্ব।
  • তড়িৎ কারেন্ট হল কোন তড়িৎ পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত?
  • উঃ ইলেকট্রনের প্রবাহ।
  • ব্যাটারি থেকে কোন ধরনের কারেন্ট পাওয়া যায়?
  • উঃ ডিসি কারেন্ট।