পদার্থ বিজ্ঞান-বিদ্যুৎ

  • সর্বপ্রথম বিদ্যুতের অস্তিত্ব কে আবিষ্কার করেন?
  • উঃ থেলিস।
  • যেকোনো দুটি বস্তুর ঘর্ষণের ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়, কে আবিষ্কার করেন?
  • উঃ ডাঃ গিলবার্ট।
  • তারের মধ্য দিয়ে ইলেক্ট্রন চলাচলের জন্য যে শক্তির প্রয়োজন হয় তাকে কি বলে?
  • উঃ বিদ্যুৎ শক্তি।
  • তড়িৎ প্রবাহের হারকে কি বলে?
  • উঃ তড়িৎ কারেন্ট।
  • তড়িৎ প্রবাহের একক কি?
  • উঃ অ্যাম্পিয়ার।
  • প্রতি সেকেন্ডে ১ কুলম্ব প্রবাহকে কি বলে?
  • উঃ ১ অ্যাম্পিয়ার।
  • ওহমের সূত্রের গাণিতিক রূপ কি?
  • উঃ ধ্রুবক = বিভব অন্তর/তড়িৎ কারেন্ট।
  • বৈদ্যুতিক ক্ষমতার একক কি?
  • উঃ ওয়াট।
  • বৈদ্যুতিক ক্ষমতার ব্যবহারিক একক কি?
  • উঃ কিলোওয়াট-আওয়ার।
  • শুষ্ক কোষের তড়িৎ চালক শক্তি কত?
  • উঃ 1.5 ভোল্ট।
  • দূরের বিদ্যুৎ পাঠানোর সময় ভোল্টেজ বৃদ্ধির কারণ কি?
  • উঃ কারেন্ট ও তাপক্ষয় রোধ।
  • বৈদ্যুতিক মোটরের কাজ কি?
  • উঃ তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর।
  • টেলিভিশন ইউটিউব এর ভেতরে পর্দায় যে রাসায়নিক পদার্থ দ্বারা লেপন করা থাকে তার কাজ কি?
  • উঃ তড়িৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করা।
  • বৈদ্যুতিক ঘন্টায় কোন চুম্বক ব্যবহার করা হয়?
  • উঃ এসি তড়িৎ চুম্বক।
  • বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি?
  • উঃ টাংস্টেন।
  • বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারের কি তার ব্যবহৃত হয়?
  • উঃ নাইক্রোম তার।
  • আমরা টর্চ লাইটে যে ব্যাটারি ব্যবহার করি তার নাম কি?
  • উঃ শুষ্ক বিদ্যুৎ কোন।
  • বৈদ্যুতিক আবেশ তারা চার্জ উৎপাদনে আধুনিক যন্ত্রের নাম কি?
  • উঃ ভ্যান ডি গ্রাফ।
  • টেলিফোন লাইনের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়?
  • উঃ বিদ্যুৎ শক্তি।
  • যে তাপমাত্রায় উত্তপ্ত করলে চুম্বকের চুম্বকত্ব নষ্ট হয় তাকে কি বলে?
  • উঃ কুরি বিন্দু।
  • তড়িৎ এককের নাম কি?
  • উঃ কুলম্ব।
  • অ্যাম্পিয়ার কি?
  • উঃ কুলম্ব/সেকেন্ড।