উদ্ভিদ বিজ্ঞান

  • উদ্ভিদ বিজ্ঞানের জনক কে?
  • উঃ থিওফ্রাস্টাস।
  • জীনের রাসায়নিক গঠন উপাদান কি?
  • উঃ ডিএনএ।
  • সিঙ্কোনা কি কাজে ব্যবহৃত হয়?
  • উঃ ম্যালেরিয়া রোগের ঔষধ।
  • তামাকের বৈজ্ঞানিক নাম কি?
  • উঃ Nicotiana Tobacum
  • সাইট্রিক এসিড চক্রের অপর নাম কি?
  • উঃ ক্রেবস চক্র।
  • উদ্ভিদ কি প্রক্রিয়ায় পানি শোষণ করে?
  • উঃ ব্যাপন ও অভিস্রবণ প্রক্রিয়া।
  • তামাকের মোজাইক ভাইরাস কি নামে পরিচিত?
  • উঃ TMV (Tobacco Mosaic Virus)
  • এগারিকাস কোন ধরনের ছত্রাক?
  • উঃ মৃতজীবী ছত্রাক।
  • এন্টিবায়োটিক ওষুধ কি দিয়ে তৈরি?
  • উঃ ছত্রাক, ব্যাকটেরিয়া ও অ্যাকটিনোমাইসিস।
  • এগ্যার এগ্যার প্রস্তুত করা হয় কি দিয়ে?
  • উঃ সামুদ্রিক শৈবাল।
  • পাকসিনিয়া কোন জাতীয় উদ্ভিদ?
  • উঃ পরজীবী ছত্রাক।



  • ফার্ন কোন জাতীয় উদ্ভিদ?
  • উঃ টেরিডোফাইটা।
  • মিউকর কোন জাতীয় উদ্ভিদ?
  • উঃ মৃতজীবী ছত্রাক।
  • ডিম্বাশয় থাকেনা কোন জাতীয় উদ্ভিদে?
  • উঃ নগ্নবীজী উদ্ভিদ।
  • কোন উদ্ভিদের রাইজয়েড ক্ষুদ্র কান্ড এবং ক্ষুদ্র ক্ষুদ্র পাতা আছে?
  • উঃ মস।
  • কোন প্রক্রিয়ায় পানি উদ্ভিদের মূলরোমের কোষে প্রবেশ করে?
  • উঃ অভিস্রবণ।
  • ভেদ্য পর্দা কোনটি?
  • উঃ সেলুলোজ কোষ প্রাচীর।
  • উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কি তৈরি করে?
  • উঃ শর্করা।
  • উদ্ভিদের পুষ্টির জন্য তিনটি মুখ্য উপাদান কি কি?
  • উঃ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম।
  • উদ্ভিদ বায়ু হতে কোন উপাদান সরাসরি গ্রহণ করতে পারেন?
  • উঃ কার্বন ডাই অক্সাইড।
  • উদ্ভিদ ইউরিয়া তৈরি হয় কি দিয়ে?
  • উঃ প্রাকৃতিক গ্যাস ও নাইট্রোজেন।
  • শর্করা খাদ্যের প্রাথমিক উৎস কি?
  • উঃ সবুজ উদ্ভিদ।
  • সালোকসংশ্লেষণের সময় উদ্ভিদ কি ত্যাগ করে?
  • উঃ অক্সিজেন।
  • সূর্যালোকিত বর্ষায় ধান গাছের সালোকসংশ্লেষণ কিসের পরিমাণ দিয়ে নিয়ন্ত্রিত হয়?
  • উঃ কার্বন ডাই অক্সাইড।