পদার্থ বিজ্ঞান-তাপবিদ্যা

  • তাপের একক কি?
  • উঃ ক্যালোরি।
  • তাপের একক কি?
  • উঃ ক্যালোরি।
  • তাপমাত্রার একক কি?
  • উঃ ডিগ্রি (সেলসিয়াস, ফারেনহাইট ও রোমার কেলভিন)।
  • তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি?
  • উঃ থার্মোমিটার।
  • তাপ পরিবহন পদ্ধতি কয়টি?
  • উঃ ৩ টি, পরিবহন, পরিচলন ও বিকিরণ।
  • কঠিন পদার্থের তাপ পরিবাহিতা হয় কোন পদ্ধতিতে?
  • উঃ পরিবহন পদ্ধতি।
  • তরল পদার্থের তাপ পরিবাহিত হয় কোন পদ্ধতিতে?
  • উঃ পরিচলন পদ্ধতি।
  • কোন পদ্ধতিতে তাপ পরিবহনে কোন মাধ্যমে প্রয়োজন হয় না?
  • উঃ বিকিরণ পদ্ধতি।
  • স্থলভাগ অপেক্ষা সমুদ্র ধীরে ধীরে উত্তপ্ত হয় কেন?
  • উঃ আপেক্ষিক তাপ বেশি বলে।
  • আপেক্ষিক তাপ কি?
  • উঃ কোনো পদার্থের একক ভরের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে 
    পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে ।



  • আপেক্ষিক তাপের একক কি?
  • উঃ জুল।
  • থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কেন?
  • উঃ অল্প তাপে আয়তন অনেক বৃদ্ধি পায়।
  • ডাক্তারি থার্মোমিটারে ধাক্কাটা থাকে কত থেকে কত ডিগ্রী ফারেনহাইট?
  • উঃ ৯৫ ডিগ্রী থেকে ১১০ ডিগ্রি ফারেনহাইট।
  • ডাক্তারি থার্মোমিটার কোন স্কেলের পরিমাপ করে?
  • উঃ ফারেনহাইট স্কেল।
  • সবচেয়ে ভালো তাপ পরিবাহক কি?
  • উঃ কপার বা তামা।
  • ১ গ্রাম পানির তাপমাত্রা ১ ডিগ্রি সেন্টিগ্রেট বাড়াতে কতো তাপের প্রয়োজন?
  • উঃ ১ ক্যালরি।
  • এক বিটিইউ -তে কত ক্যালরি?
  • উঃ ৮০ ক্যালোরি।
  • পরম শূন্য স্কেলে নিম্নতম তাপমাত্রা কত?
  • উঃ ২৭৩ ডিগ্রী সেন্টিগ্রেড।
  • পরম শূন্য তাপমাত্রার মান সেলসিয়াস স্কেলে কত ?
  • উঃ -২৭৩ ডিগ্রী সেলসিয়াস।
  • কেলভিন স্কেলে পরম তাপমাত্রার মান কত ?
  • উঃ 273 K
  • তাপমাত্রার পরম স্কেলে পানির স্ফুটনাঙ্কের মান কত ?
  • উঃ (273 + 100) K = 373K
  • ফারেনহাইট স্কেলে পরমশূন্যের মান কত ?
  • উঃ -৪৫৯.৪ ডিগ্রী ফারেনহাইট।
  • তাব তরঙ্গ চলে কোন পথে?
  • উঃ সরল পথে।
  • একটি বদ্ধ ঘরে একটা চালু ফ্রিজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা?
  • উঃ কোন পরিবর্তন হবে না।
  • এভারেস্ট পর্বতের উপর পানি ফুটে কত সেন্টিগ্রেট উষ্ণতায়?
  • উঃ ৭০ ডিগ্রী সেঃ।
  • পানির গলনের লীনতাপ কত?
  • উঃ ৩৩৪ জুল/গ্রাম
  • পানির বাষ্পীভবনে লীনতাপ কত?
  • উঃ ২২৬০ জুল/গ্রাম
  • তাপমাত্রা ও পানির ঘনত্বের মধ্যে সম্পর্ক কি?
  • উঃ 4° নিচে বা উপরে ঘনত্ব কমে।
  • প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ কি?
  • উঃ উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি।
  • বর্ষাকালে ভিজে কাপড় শুকাতে দেরি হয় কেন?
  • উঃ বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে বলে।
  • এক ব্রিটিশ থার্মাল ইউনিট সমান কত?
  • উঃ ২৫১ ক্যালোরি।
  • পেট্রোল ইঞ্জিন সফলতার সাথে প্রথম চালু করেন কে?
  • উঃ জেমস ওয়াট।
  • সাধারণ মোটর গাড়ির ইঞ্জিনের পিস্টন থাকে?
  • উঃ চারটি।
  • সর্বাপেক্ষা বেশি কর্ম দক্ষতা সম্পন্ন ইঞ্জিন কি?
  • উঃ বৈদ্যুতিক মোটর।
  • একটি মোটর গাড়ি সোজা সমতলে দ্রুতগতিতে চললে কি পরিমান কর্মদক্ষতা পাওয়া যায়?
  • উঃ 25%।