বাংলাদেশে প্রথম


  • বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি?
  • উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
  • বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ?
  • উঃ সৈয়দ নজরুল ইসলাম।
  • বাংলাদেশের প্রথম উপ-রাষ্ট্রপতি ?
  • উঃ সৈয়দ নজরুল ইসলাম।
  • বাংলাদেশের প্রথম স্পীকার (গণ পরিষদ) ?
  • উঃ শাহ আব্দুল হামিদ।
  • বাংলাদেশের প্রথম স্পীকার (জাতীয় সংসদ) ?
  • উঃ মোহাম্মদ উল্ল্যাহ।
  • বাংলাদেশের প্রথম সি.ইন.সি. ?
  • উঃ জেনারেল এম. এ. জি. ওসমানী
  • বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ?
  • উঃ এ. এস. এম. সায়েম
  • বাংলাদেশের প্রথম এটর্নী জেনারেল ?
  • উঃ এম. এইচ. খোন্দকার।
  • বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ?
  • উঃ তাজউদ্দিন আহমেদ।
  • বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ?
  • উঃ বেগম খালেদা জিয়া
  • বাংলাদেশের প্রথম মহিলা বিরোধী দলীয় নেত্রী ?
  • উঃ শেখ হাসিনা
  • বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশন ?
  • উঃ বিচারপতি মোহাম্মদ ইদ্রিস।
  • বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় ?
  • উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস-চ্যান্সেলর ?
  • উঃ স্যার পি. জে. হাটর্স।
  • ঢাকা পৌরসভার প্রথম চেয়ারম্যান ?
  • উঃ মিঃ স্কিনার।
  • ঢাকা পৌরসভার নির্বাচিত প্রথম চেয়ারম্যান ?
  • উঃ আনন্দ চন্দ্র রায়।
  • ঢাকা পৌর কর্পোরেশনের প্রথম মেয়র ?
  • উঃ ব্যারিস্টার আবুল হাসনাত।
  • ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রথম মেয়র ?
  • উঃ মোহাম্মদ হানিফ
  • প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী ?
  • উঃ আ. স. ম. আব্দুর রব।
  • বাংলদেশ ব্যাংকের প্রথম গর্ভনর ?
  • উঃ এ. এন. হামিদুল্লাহ
  • বাংলাদেশে প্রথম মুদ্রা প্রচলনের তারিখ ?
  • উঃ ০৪ মার্চ, ১৯৭২
  • বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ ?
  • উঃ ভারত
  • বাংলাদেশের প্রথম মহিলা নোটারী পাবলিক ?
  • উঃ মিসেস কামরুন্নাহার লাইলী
  • বাংলাদেশের প্রথম মহিলা পাইলট ?
  • উঃ কানিজ ফাতেমা রোকশানা।
  • বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত ?
  • উঃ মাহমুদা হক চৌধূরী
  • বাংলাদেশ পলিশ একাডেমীর প্রথম মহিলা প্যারেড কমান্ডার ?
  • উঃ এলিজা শারমিন (০২ সেপ্টেম্বর, ২০০৭)।
  • বাংলাদেশের প্রথম মডেল থানা কোনটি?
  • উঃ ভালুকা, ময়মনসিংহ।
  • বাংলাদেশের প্রথম এভারেষ্ট বিজয়ী কে?
  • উঃ মুসা ইব্রাহিম (২৩ মে, ২০১০)
  • বাংলাদেশের প্রথম মহিলা কুটনীতিবিদ?
  • উঃ তাহমিনা হক ডলি
  • বাংলাদেশের প্রথম মহিলা সচিব ?
  • উঃ জাকিয়া আখতার
  • বাংলাদেশের প্রথম মহিলা এস.পি ?
  • উঃ বেগম রওশন আরা
  • বাংলাদেশের প্রথম মহিলা কাস্টমস কমিশনার ?
  • উঃ হাসিনা খাতুন
  • বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা ব্যবস্থাপক ?
  • উঃ নাজনিন সুলতানা
  • বাংলাদেশের ব্যাংকিং জগতের প্রথম এম.ডি. ?
  • উঃ আনিসা হামেদ
  • বাংলাদেশের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি?
  • উঃ নাজমুন আরা সুলতানা
  • বাংলাদেশের আপীল প্রথম মহিলা বিচারপতি?
  • উঃ নাজমুন আরা সুলতানা
  • বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রেডিয়ার?
  • উঃ সুরাইয়া রহমান।
  • বাংলাদেশের প্রথম জেলা প্রকাশক?
  • উঃ কামরুন নেসা খানম, মোশফেক ইফফাত, 
    বেগম মমতাজ আহমেদ, রাবেয়া বেগম।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপ-উপাচার্য?
  • উঃ ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা
  • বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান?
  • উঃ ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা
  • বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র ?
  • উঃ বেতবুনিয়া, রাঙ্গামাটি।
  • প্রথম বাঙ্গালী ভাইস চ্যান্সেলর ?
  • উঃ স্যার এফ রহমান
  • প্রথম বাঙ্গালী বিলেত গমণকারী ?
  • উঃ রাজা রামমোহন রায়।
  • প্রথম বাঙ্গালী বিচারপতি?
  • উঃ স্যার সৈয়দ আমির আলী
  • প্রথম বাঙ্গালী নোবেল বিজয়ী ?
  • উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
  • বাংলাদেশের প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত?
  • উঃ শরদিন্দু শেখর চাকমা
  • বাংলাদেশের প্রথম বানিজ্য জাহাজ ?
  • উঃ বাংলার দূত
  • বাংলাদেশের প্রথম রণতরী ?
  • উঃ বি. এন. এস. পদ্মা
  • প্রথম বাংলা চলচ্চিত্র?
  • উঃ মুখ ও মুখোশ, ৩ আগষ্ট, ১৯৫৬।
  • প্রথম মুসলিম অভিনেত্রী ?
  • উঃ বনানী চৌধুরী
  • প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী বাঙ্গালী ?
  • উঃ ব্রজেন দাশ (৬ বার)
  • বিটিভি’র প্রথম মহিলা মহাপরিচালক ?
  • উঃ ফেরদৌস আরা বেগম
  • বাংলাদেশের প্রথম নারী ওসি কে?
  • উঃ হোসনে আরা বেগম।
  • জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের প্রথম (মহিলা) স্থায়ী প্রতিনিধি কে?
  • উঃ ইসমাত জাহান।
  • বাংলাদেশের প্রথম মহিলা এভারেষ্ট বিজয়ী কে?
  • উঃ নিশাত মজুমদার (২০ মে, ২০১২)
  • বাংলাদেশের প্রথম মহিলা পারাট্রুপার কে?
  • উঃ সেনাবাহিনীর ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস। (০৭/০২/২০১৩)
  • বাংলাদেশের প্রথম নারী সহকারী ট্রেন কে?
  • উঃ সালমা খাতুন।
  • সুপ্রিমকোর্টের প্রথম রেজিস্ট্রার জেনারেল কে?
  • উঃ সৈয়দ আমিনুল ইসলাম।
এ বিভাগের অন্যান্য টপিক
বাঙালী জাতির অভ্যুদ্বয় প্রাক সুলতানী আমল - মৌর্য বংশ প্রাক সুলতানী আমল -গুপ্ত বংশ প্রাক সুলতানী আমল -গৌড় বংশ প্রাক সুলতানী আমল -পাল বংশ প্রাক সুলতানী আমল -চন্দ্র বংশ প্রাক সুলতানী আমল -দেব বংশ প্রাক সুলতানী আমল -সেন বংশ সুলতানী আমল/ মুসলিম রাজত্ব মুঘল আমল উপনিবেশিক শাসন স্বাধীকার আন্দোলন ও ইংরেজ শাসনের অবসান পাকিস্তান আমল (১৯৪৭-৭১) ৫২-এর ভাষা আন্দোলন যুক্তফ্রন্ট গঠন ও ৫৪-এর নির্বাচন ৬ দফা ও গন অভ্যুথান প্রতীক, পতাকা ও সংগীত মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা জাতীয় দিবস সমূহ স্বীকৃতি প্রদানকারী দেশ আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশ আর্ন্তজাতিক সংস্থায় সদস্যপদ লাভ বাংলাদেশের ভৌগলিক অবস্থান আবহাওয়া ও জলবায়ু বাংলাদেশের নদ-নদী নদী সংশ্লিষ্ট স্থাপনা জেলাভিত্তিক নদ-নদী নদী তীরবর্তী শহর ঐতিহাসিক গুরুত্বপূর্ন স্থান বাংলাদেশের জাতীয় বিষয়াবলী গুরুত্বপূর্ন সীমান্ত বাংলাদেশের কৃষি বাংলাদেশের বনাঞ্চল বাংলাদেশের মৎস্য সম্পদ বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বাংলাদেশের শিক্ষা তথ্য বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল বাংলাদেশের শিল্প ও বানিজ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংসদ ও সংবিধান সংসদ ও মেয়াদকাল সরকারী কর্মকমিশন প্রশাসনিক কাঠামো প্রধানমন্ত্রী ও মেয়াদকাল প্রধান নির্বাচন কমিশনার সামরিক ও প্রতিরক্ষা তথ্য শিল্প সংস্কৃতি ও চলচিত্র গ্যাস ক্ষেত্রসমূহ বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি প্রশাসনিক/সাংবিধানিক প্রধান বাংলাদেশের বিচার বিভাগ রাষ্ট্রপতি ও মেয়াদকাল বাংলাদেশে প্রথম বাংলাদেশে বৃহত্তম/সর্বোচ্চ/দীর্ঘতম বাংলাদেশের স্থাপত্য ও ভাস্কর্য জনপদের পরিবর্তিত নাম বাংলাদেশের উপজাতীয় সম্প্রদায়