বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ


  • বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি?
  • উঃ প্রাকৃতিক গ্যাস।
  • প্রাকৃত গ্যাস কি ?
  • উঃ প্রাকৃত গ্যাস হচ্ছে প্রকৃতিতে তৈরী হাইড্রোকার্বন।
  • প্রাকৃত গ্যাস কিভাবে থাকে?
  • উঃ সাধারণত মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন 
         সামান্য পরিমাণে মিশ্রিত অবস্থায় থাকে।
  • বাংলাদেশের গ্যাস ও তেল ক্ষেত্রের তত্ত্বাবধানের মূল দায়িত্ব 
    পালন করে কোন মন্ত্রনালয়?
  • উঃ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়।
  • বাংলাদেশে বর্তমানে কত ভাগ মানুষ গ্যাস সুবিধা পাচ্ছে?
  • উঃ ১৪ ভাগ মানুষ।
  • সিলেটের হরিপুরে তথা বাংলাদেশের প্রথম কবে গ্যাস আবিষ্কৃত হয়েছে?
  • উঃ ১৯৫৫ সালে।
  • পাকিস্তান আমলে (১৯৫১-১৯৭১) পর্যন্ত কয়টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছিল?
  • উঃ ৮টি।
  • কোন সাল থেকে বাংলাদেশ ভূ-খন্ডে তেল গ্যাস অনুসন্ধান শুরু হয়?
  • উঃ ১৯১০ সালে।
  • কবে, কোথায় প্রথম অনুসন্ধান কূপ খনন করা হয়?
  • উঃ ১৯১০ সালে। চট্টগ্রামের সীতাকুন্ডে।
  • কোন সাল থেকে কোথায় বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়?
  • উঃ ১৯৫৭ সালে (সিলেটের হরিপুরে)।
  • কোন সালে ছাতকে গ্যাস আবিষ্কৃত হয়?
  • উঃ ১৯৫৯ সালে।
  • কবে পেট্রোলিয়াম আইন পাস হয়েছে?
  • উঃ ১৯৭৪ সালে।
  • পিএসসি পূর্ণরূপ কি?
  • উঃ (Production Sharing Contract) 
         প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের উৎপাদন বন্টন চুক্তি।
  • দেশের একমাত্র তেল শোধনাগার কোথায় অবস্থিত?
  • উঃ ইর্স্টান রিফাইনারী লিঃ চট্টগ্রামের পতেঙ্গায়।
  • বাংলাদেশে বর্তমানে জুন ২০০৫ পর্যন্ত গ্যাস ফিল্ডের সংখ্যা কত?
  • উঃ ২৫ টি।
  • সর্বশেষ গ্যাস ক্ষেত্রটির নাম কি?
  • উঃ কুমিল্লার ভাঙ্গুরা।
  • তিতাস গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত?
  • উঃ ব্রাহ্মনবাড়িয়া।
  • ঢাকার সরবরাহ কৃত গ্যাস কোন গ্যাস ক্ষেত্র থেকে আসে?
  • উঃ তিতাস গ্যাস ক্ষেত্র।
  • তিতাস-ঢাকা গ্যাস লাইন দৈর্ঘ্য কত?
  • উঃ ৯০ কিলোমিটার।
  • দৈনিক সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয় কোন গ্যাস ফিল্ড হতে?
  • উঃ বাখরাবাদ।
  • বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটি?
  • উঃ বিবিয়ানা।
  • ১৯৯৭ সালে ১৪ জুন কোন গ্যাস ক্ষেত্রে অগ্নিকান্ড ঘটে?
  • উঃ মাগুরছড়া গ্যাস ক্ষেত্র।
  • বাংলাদেশে চীনা মাটি পাওয়া গেছে?
  • উঃ নেত্রকোণার বিজয়পুর, নওগাঁর পত্নীতলা, চট্টগ্রামের পটিয়ায়।
  • মাগুরছড়া গ্যাসক্ষেত্র কোন থানায় অবস্থিত?
  • উঃ কমলগঞ্জ, মৌলভীবাজার।
  • মাগুরছড়া গ্যসক্ষেত্র কোন কোম্পানী ড্রিলি করে?
  • উঃ অক্সিডেন্টাল।
  • দেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্রের নাম কি?
  • উঃ সাংগু।
  • সাঙ্গু গ্যাস ক্ষেত্রে গ্যাস উত্তোলন করে কোন কোম্পানী?
  • উঃ কেয়ার্ন এনার্জি।
  • গ্যাস ক্ষেত্রে অনুসন্ধান ও সম্প্রসারনের লক্ষ্যে সারাদেশকে কতটি ব্লকে বিভক্ত করেছে?
  • উঃ ২৩ টি ব্লকে।
  • বাংলাদেশে গ্যাস উত্তোলনের জন্য আবেদনকৃত আইরিশ কোম্পানীটি কি?
  • উঃ ট্যাল্লো।
  • বাংলাদেশে কোন গ্যাস ফিল্ডে প্রথম অগ্নিকান্ড ঘটে?
  • উঃ হরিপুর গ্যাস ক্ষেত্রে ১৯৫৫ সালে।
  • পেট্টোবাংলা পরিত্যক্ত কোন গ্যাস ক্ষেত্রে গ্যাসের সন্ধান পায়?
  • উঃ ফেনী গ্যাস ক্ষেত্র।
  • খনিজ তেল কি?
  • উঃ জটিল হাইড্রোকার্বন সমূহের মিশ্রন।
এ বিভাগের অন্যান্য টপিক
বাঙালী জাতির অভ্যুদ্বয় প্রাক সুলতানী আমল - মৌর্য বংশ প্রাক সুলতানী আমল -গুপ্ত বংশ প্রাক সুলতানী আমল -গৌড় বংশ প্রাক সুলতানী আমল -পাল বংশ প্রাক সুলতানী আমল -চন্দ্র বংশ প্রাক সুলতানী আমল -দেব বংশ প্রাক সুলতানী আমল -সেন বংশ সুলতানী আমল/ মুসলিম রাজত্ব মুঘল আমল উপনিবেশিক শাসন স্বাধীকার আন্দোলন ও ইংরেজ শাসনের অবসান পাকিস্তান আমল (১৯৪৭-৭১) ৫২-এর ভাষা আন্দোলন যুক্তফ্রন্ট গঠন ও ৫৪-এর নির্বাচন ৬ দফা ও গন অভ্যুথান প্রতীক, পতাকা ও সংগীত মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা জাতীয় দিবস সমূহ স্বীকৃতি প্রদানকারী দেশ আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশ আর্ন্তজাতিক সংস্থায় সদস্যপদ লাভ বাংলাদেশের ভৌগলিক অবস্থান আবহাওয়া ও জলবায়ু বাংলাদেশের নদ-নদী নদী সংশ্লিষ্ট স্থাপনা জেলাভিত্তিক নদ-নদী নদী তীরবর্তী শহর ঐতিহাসিক গুরুত্বপূর্ন স্থান বাংলাদেশের জাতীয় বিষয়াবলী গুরুত্বপূর্ন সীমান্ত বাংলাদেশের কৃষি বাংলাদেশের বনাঞ্চল বাংলাদেশের মৎস্য সম্পদ বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বাংলাদেশের শিক্ষা তথ্য বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল বাংলাদেশের শিল্প ও বানিজ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংসদ ও সংবিধান সংসদ ও মেয়াদকাল সরকারী কর্মকমিশন প্রশাসনিক কাঠামো প্রধানমন্ত্রী ও মেয়াদকাল প্রধান নির্বাচন কমিশনার সামরিক ও প্রতিরক্ষা তথ্য শিল্প সংস্কৃতি ও চলচিত্র গ্যাস ক্ষেত্রসমূহ বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি প্রশাসনিক/সাংবিধানিক প্রধান বাংলাদেশের বিচার বিভাগ রাষ্ট্রপতি ও মেয়াদকাল বাংলাদেশে প্রথম বাংলাদেশে বৃহত্তম/সর্বোচ্চ/দীর্ঘতম বাংলাদেশের স্থাপত্য ও ভাস্কর্য জনপদের পরিবর্তিত নাম বাংলাদেশের উপজাতীয় সম্প্রদায়