| বাংলাদেশে জনপ্রতি বনভুমির পরিমান কত? | উঃ ০.০১৮ হেক্টর। |  |  |  | 
      
      
      - বাংলাদেশে জনপ্রতি বনভুমির পরিমান কত?            
- উঃ ০.০১৮ হেক্টর।
                                | বাংলাদেশের বন এলাকা কটি অঞ্চলে বিভক্ত ও কি কি ? | উঃ ৪টি। যথা-      ১। পাহাড়ী বনাঞ্চল ২। ম্যনাগ্রোভ বনাঞ্চল       ৩। সমতল এলাকার শাল বনাঞ্চল ৪। গ্রামীন বন। |  |  |  | 
      
      
      - বাংলাদেশের বন এলাকা কটি অঞ্চলে বিভক্ত ও কি কি ?            
- উঃ ৪টি। যথা-      ১। পাহাড়ী বনাঞ্চল ২। ম্যনাগ্রোভ বনাঞ্চল       ৩। সমতল এলাকার শাল বনাঞ্চল ৪। গ্রামীন বন। 
                                | পাহাড়ী বনাঞ্চলের আয়তন কত ? | উঃ ১৫,৬৬,৯৩৫ একর। |  |  |  | 
      
      
      - পাহাড়ী বনাঞ্চলের আয়তন কত ?            
- উঃ ১৫,৬৬,৯৩৫ একর।
                                | ম্যানগ্রোভ বনের আয়তন কত ? | উঃ ১৪,০৫,০০০ একর। |  |  |  | 
      
      
      - ম্যানগ্রোভ বনের আয়তন কত ?              
- উঃ ১৪,০৫,০০০ একর।
                                | শাল বনাঞ্চলের আয়তন কত ? | উঃ ২,৮১,৯৫৩ একর। |  |  |  | 
      
      
      - শাল বনাঞ্চলের আয়তন কত ?            
- উঃ ২,৮১,৯৫৩ একর।
                                | বাংলাদেশের মোট আয়তনের কত অংশ বনাঞ্চল? | উঃ প্রায় ১৭ শতাংশ। |  |  |  | 
      
      
      - বাংলাদেশের মোট আয়তনের কত অংশ বনাঞ্চল?            
- উঃ প্রায় ১৭ শতাংশ।
                                | বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি? | উঃ পার্বত্য চট্টগ্রামের বনভূমি। |  |  |  | 
      
      
      - বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি?            
- উঃ পার্বত্য চট্টগ্রামের বনভূমি।
                                | বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনভুমি কোনটি ? | উঃ সুন্দরবন। (একক হিসেবে বৃহত্তম) |  |  |  | 
      
      
      - বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনভুমি কোনটি ?            
- উঃ সুন্দরবন। (একক হিসেবে বৃহত্তম)
                                | বাংলাদেশের তৃতীয় বনাঞ্চল কোনটি ? | উঃ মধুপুর জঙ্গল। |  |  |  | 
      
      
      - বাংলাদেশের তৃতীয় বনাঞ্চল কোনটি ?            
- উঃ মধুপুর জঙ্গল।
                                | সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটি? | উঃ সুন্দরী। |  |  |  | 
      
      
      - সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটি?            
- উঃ সুন্দরী।
                                | কোন কাঠ থেকে বাক্স ও দিয়াশলাইয়ের কাঠি প্রস্তুত হয়? | উঃ গেওয়া। |  |  |  | 
      
      
      - কোন কাঠ থেকে বাক্স ও দিয়াশলাইয়ের কাঠি প্রস্তুত হয়?            
- উঃ গেওয়া।
                                | ধুন্দল গাছের কাঠ থেকে কি প্রস্তুত করা হয়? | উঃ পেন্সিল। |  |  |  | 
      
      
      - ধুন্দল গাছের কাঠ থেকে কি প্রস্তুত করা হয়?            
- উঃ পেন্সিল।
                                | কোন গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয় ? | উঃ গরান। |  |  |  | 
      
      
      - কোন গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয় ?            
- উঃ গরান।
                                | কোন জাতীয় গাছ সবচেয়ে বেশী বৃদ্ধি পায়? | উঃ বাঁশ জাতীয় গাছ। |  |  |  | 
      
      
      - কোন জাতীয় গাছ সবচেয়ে বেশী বৃদ্ধি পায়?            
- উঃ বাঁশ জাতীয় গাছ।
                                | ভাওয়াল বনাঞ্চল কোথায় অবস্থিত? | উঃ গাজীপুর জেলায়। |  |  |  | 
      
      
      - ভাওয়াল বনাঞ্চল কোথায় অবস্থিত?            
- উঃ গাজীপুর জেলায়।
                                | মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ কি? | উঃ শাল বা গজারী। |  |  |  | 
      
      
      - মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ কি?            
- উঃ শাল বা গজারী।
                                | কোন গাছ কে সুর্যের কন্যা বলা হয়? | উঃ তুলা গাছকে। |  |  |  | 
      
      
      - কোন গাছ কে সুর্যের কন্যা বলা হয়?            
- উঃ তুলা গাছকে।
                                | দেশের কোন বনাঞ্চলকে চিরহরিৎ বন বলা হয়? | উঃ পার্বত্য বনাঞ্চল। |  |  |  | 
      
      
      - দেশের কোন বনাঞ্চলকে চিরহরিৎ বন বলা হয়?            
- উঃ পার্বত্য বনাঞ্চল।
                                | বরেন্দ্র ভুমিতে কোন গাছ সবচেয়ে বেশি ? | উঃ শাল গাছ। |  |  |  | 
      
      
      - বরেন্দ্র ভুমিতে কোন গাছ সবচেয়ে বেশি ?            
- উঃ শাল গাছ।
                                | দেশের প্রথম ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেন কবে কোথায় উদ্ধোধন করা হয় ? | উঃ ১৭ জানু ২০০১, চন্দ্রনাথ পাহাড়ে। |  |  |  | 
      
      
      - দেশের প্রথম ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেন কবে কোথায় উদ্ধোধন করা হয় ?            
- উঃ ১৭ জানু ২০০১, চন্দ্রনাথ পাহাড়ে।
                                | সুন্দরবন কোন দুটি দেশে বিস্তৃত? | উঃ বাংলাদেশ-ভারত। |  |  |  | 
      
      
      - সুন্দরবন কোন দুটি দেশে বিস্তৃত?            
- উঃ বাংলাদেশ-ভারত।
                                | বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি ? | উঃ বৈলাম গাছ। |  |  |  | 
      
      
      - বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি ?            
- উঃ বৈলাম গাছ।
                                | সুন্দরবনের মোট আয়তন কত ? | উঃ ৬০১৭ বর্গ কি. মি। |  |  |  | 
      
      
      - সুন্দরবনের মোট আয়তন কত ?            
- উঃ ৬০১৭ বর্গ কি. মি।
                                | বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় ? | উঃ চট্টগ্রামে। |  |  |  | 
      
      
      - বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় ?            
- উঃ চট্টগ্রামে।
                                | উপকুলীয় সবুজ বেষ্টনীয় বনাঞ্চলে সৃজন করা হয়েছে ? | উঃ ১০টি জেলায়। |  |  |  | 
      
      
      - উপকুলীয় সবুজ বেষ্টনীয় বনাঞ্চলে সৃজন করা হয়েছে ?            
- উঃ ১০টি জেলায়।
                                | ক্রান্তীয় বনাঞ্চলের প্রধান গাছ হল কোনটি? | উঃ শাল বা গজারী। |  |  |  | 
      
      
      - ক্রান্তীয় বনাঞ্চলের প্রধান গাছ হল কোনটি?            
- উঃ শাল বা গজারী।
                                | পরিবেশ রক্ষার ক্ষেত্রে কোন গাছটি ক্ষতিকারক? | উঃ ইউক্লিপটাস। |  |  |  | 
      
      
      - পরিবেশ রক্ষার ক্ষেত্রে কোন গাছটি ক্ষতিকারক?            
- উঃ ইউক্লিপটাস।
                                | কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল থাকা প্রয়োজন মোট ভুমির? | উঃ ২৫ শতাংশ। |  |  |  | 
      
      
      - কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল থাকা প্রয়োজন মোট ভুমির?            
- উঃ ২৫ শতাংশ।
                                | বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভুমির কত শতাংশ? | উঃ ১৭%। |  |  |  | 
      
      
      - বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভুমির কত শতাংশ?            
- উঃ ১৭%।
                                | বাংলাদেশের জাতীয় বননীতি কোন সালে প্রনীত হয়? | উঃ ১৯৭৯ সালে। |  |  |  | 
      
      
      - বাংলাদেশের জাতীয় বননীতি কোন সালে প্রনীত হয়?            
- উঃ ১৯৭৯ সালে।