প্রতীক, পতাকা ও সংগীত


  • বাংলাদেশের জাতীয় প্রতীক কি?
  • উঃ উভয় পাশে ধানের শীষে বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। তার মাথায় পাটগাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয পাশে দুটি করে তারকা।
  • জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করেন?
  • উঃ তৎকালীন ছাত্র নেতা আ.স.ম আবদুর রব।
  • জাতীয় পতাকা পরিমাপের অনুপাত কত?
  • উঃ দৈর্ঘ্য : প্রস্থ = ৫:৩
  • বাংলাদেশের জাতীয় সংগীত কোনটি?
  • উঃ আমার সোনার বাংলা প্রথম ১০ চরন।
  • আমার সোনার বাংলা কবিতাটিতে কতটি চরণ আছে?
  • উঃ ২৫টি।
  • আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থের অর্ন্তগত?
  • উঃ গীতবিতান এর অর্ন্তগত।
  • আমার সোনার বাংলা-র সুরকার কে?
  • উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
  • আমার সোনার বাংলা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
  • উঃ বঙ্গদর্শন।
  • আমার সোনার বাংলা প্রথম প্রকাশিত হয় কোন সালে?
  • উঃ ১৯০৫ সালে।
  • বাংলাদেশের রণ সংগীত কোনটি?
  • উঃ চল চল চল চল কবিতার প্রথম দুই স্তবক।
  • বাংলাদেশের রণ সঙ্গীতের গীতিকার কে?
  • উঃ কাজী নজরুল ইসলাম।
  • উৎসব অনুষ্ঠানে বাজানো হয় রণ সঙ্গীতের কত চরণ?
  • উঃ প্রথম ২১ চরন।
  • বাংলাদেশের রণ সঙ্গীতের সুরকার কে?
  • উঃ কাজী নজরুল ইসলাম।
  • বাংলাদেশের রণ সংগীত চল্‌ চল্‌ চল্‌ কোন কাব্যর অর্ন্তগত?
  • উঃ সন্ধ্যা কাব্য।
  • রণ সঙ্গীত বাংলা কত সালে প্রথম প্রকাশিত হয়?
  • উঃ ১৩৩৫ সালে।
  • রণ সঙ্গীত কোন পত্রিকায় প্রকাশিত হয়?
  • উঃ শিখায় ।
  • বাংলাদেশের ক্রীড়া সংগীত কোনটি?
  • উঃ সেলিমা রহমান রচিত বাংলাদেশের দুরন্ত সন্তান আমরা দুর্দম দুর্জয় নামক গানটি।
এ বিভাগের অন্যান্য টপিক
বাঙালী জাতির অভ্যুদ্বয় প্রাক সুলতানী আমল - মৌর্য বংশ প্রাক সুলতানী আমল -গুপ্ত বংশ প্রাক সুলতানী আমল -গৌড় বংশ প্রাক সুলতানী আমল -পাল বংশ প্রাক সুলতানী আমল -চন্দ্র বংশ প্রাক সুলতানী আমল -দেব বংশ প্রাক সুলতানী আমল -সেন বংশ সুলতানী আমল/ মুসলিম রাজত্ব মুঘল আমল উপনিবেশিক শাসন স্বাধীকার আন্দোলন ও ইংরেজ শাসনের অবসান পাকিস্তান আমল (১৯৪৭-৭১) ৫২-এর ভাষা আন্দোলন যুক্তফ্রন্ট গঠন ও ৫৪-এর নির্বাচন ৬ দফা ও গন অভ্যুথান প্রতীক, পতাকা ও সংগীত মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা জাতীয় দিবস সমূহ স্বীকৃতি প্রদানকারী দেশ আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশ আর্ন্তজাতিক সংস্থায় সদস্যপদ লাভ বাংলাদেশের ভৌগলিক অবস্থান আবহাওয়া ও জলবায়ু বাংলাদেশের নদ-নদী নদী সংশ্লিষ্ট স্থাপনা জেলাভিত্তিক নদ-নদী নদী তীরবর্তী শহর ঐতিহাসিক গুরুত্বপূর্ন স্থান বাংলাদেশের জাতীয় বিষয়াবলী গুরুত্বপূর্ন সীমান্ত বাংলাদেশের কৃষি বাংলাদেশের বনাঞ্চল বাংলাদেশের মৎস্য সম্পদ বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বাংলাদেশের শিক্ষা তথ্য বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল বাংলাদেশের শিল্প ও বানিজ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংসদ ও সংবিধান সংসদ ও মেয়াদকাল সরকারী কর্মকমিশন প্রশাসনিক কাঠামো প্রধানমন্ত্রী ও মেয়াদকাল প্রধান নির্বাচন কমিশনার সামরিক ও প্রতিরক্ষা তথ্য শিল্প সংস্কৃতি ও চলচিত্র গ্যাস ক্ষেত্রসমূহ বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি প্রশাসনিক/সাংবিধানিক প্রধান বাংলাদেশের বিচার বিভাগ রাষ্ট্রপতি ও মেয়াদকাল বাংলাদেশে প্রথম বাংলাদেশে বৃহত্তম/সর্বোচ্চ/দীর্ঘতম বাংলাদেশের স্থাপত্য ও ভাস্কর্য জনপদের পরিবর্তিত নাম বাংলাদেশের উপজাতীয় সম্প্রদায়