প্রাণি বিজ্ঞান-২

  • দুধের রং নীল হয় কোন ব্যাকটেরিয়ার জন্য?
  • উঃ Pseudomonas Syncyanea ও Streptococcus Lactis 



  • দুধের রং হলুদকারী ব্যাকটেরিয়ার নাম কি?
  • উঃ Pseudomonas Syncyanea ও Flavobacterium



  • দুধকে লালকারি অনুজীবটির নাম কি?
  • উঃ Brevibacterium Erthrogenes



  • কোন জীবের জন্য দুধের বর্ণ বাদামি হয়?
  • উঃ Pseudomonas Putrefaciens



  • বিশ্বের সবচেয়ে বড় মাকড়সার নাম কি?
  • উঃ গোলিয়াথ মাকড়সা।
  • কোন প্রাণী সবচেয়ে বড় ডিম পারে?
  • উঃ হোয়েল শার্ক।
  • কোন প্রাণী একই সময়ে সমানভাবে সবদিক দেখতে পায়?
  • উঃ ক্যামেলিয়ন গিরগিটি।
  • সাপের কামড়ে কোন দেশে বেশি লোক মারা যায়?
  • উঃ শ্রীলংকা।
  • ফ্লেমিঙ্গো কি?
  • উঃ আফ্রিকার বিরল প্রজাতির মরাল বা রাজহাঁস।
  • ডেনড্রন কি?
  • উঃ কোষদেহের চারদিক থেকে উৎপন্ন শাখা-প্রশাখা



  • ডেনড্রন থেকে সৃষ্ট শাখাগুলোকে কী বলে?
  • উঃ ডেনড্রাইট।
  • কোন ভিটামিনের অভাবে রড কোষ নষ্ট হয়ে যায়?
  • উঃ ভিটামিন এ।
  • বিড়াল থেকে কোন রোগ ছড়ায়?
  • উঃ ডিপথেরিয়া।
  • পানিতে অক্সিজেন সরবরাহকারী জীব কোনটি?
  • উঃ ডায়াটম।
  • মৌমাছির অনিষিক্ত ডিম থেকে কোন মৌমাছির জন্ম হয়?
  • উঃ পুরুষ মৌমাছি।
  • রেশম সুতার পুরো অংশ কি দিয়ে তৈরি?
  • উঃ প্রোটিন।
  • কোন প্রাণীর চারটি পাকস্থলী আছে?
  • উঃ গরু।
  • প্রজাপতি কি ধরনের খাদ্য গ্রহণ করে?
  • উঃ তরল।
  • কোন প্রজাতি থেকে প্রবাল উৎপন্ন হয়?
  • উঃ অ্যান্থজোয়া শ্রেণীভূক্ত সামাজিক প্রাণী।
  • পূর্ণাঙ্গ মৌমাছিকে কি বলে?
  • উঃ ইমাগো।
  • মাশরুম গ্ল্যান্ড কি?
  • উঃ আরশোলার প্রজননতন্ত্রের একটি অংশ।
  • সর্বাধিক বিপদজনক ধারালো দাঁত বিশিষ্ট মাছ কোনটি?
  • উঃ পিরানহা।
  • গন্ডার কোথায় পাওয়া যায়?
  • উঃ ভারতের আসামের জঙ্গলে।
  • বানরের কয়টি পা আছে?
  • উঃ বানরের কোন পা নেই। সবগুলো হাত।
  • বানরের কয়টি পা আছে?
  • উঃ বানরের কোন পা নেই। সবগুলো হাত।