উদ্ভিদ বিজ্ঞান-৪

  • সালোকসংশ্লেষণের আলোক তরঙ্গের সীমা কত?
  • উঃ ৩৯০-৭৬০ মিউ।
  • চায়ের উপক্ষারের নাম কি?
  • উঃ ক্যাফেইন।
  • যে ফুল কখনই প্রস্ফুটিত হয় না?
  • উঃ কিটোগ্যামি।
  • কুমড়ার ফুল কি ধরনের ফুল?
  • উঃ একলিংগ ফুল।
  • ক্যাপসিউল ফল কোনটি?
  • উঃ কার্পাস।
  • উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কি রূপে থাকে?
  • উঃ গ্লাইকোজেন। 



  • ধান গাছের ক্রোমোজম সংখ্যা কত?
  • উঃ ২৪ টি।
  • উড ফাইবার কোনটির উপাদান?
  • উঃ ট্রাকিড।
  • কোন গাছের পাতা ২২ মিটার লম্বা হয়?
  • উঃ রাফিয়া পাম।
  • অ্যালগোলজি বলতে কি বুঝায়?
  • উঃ শৈবাল বিদ্যা।
  • ছত্রাক সম্পর্কিত বিদ্যা কে কি বলে?
  • উঃ মাইকোলজি।
  • ব্যক্তবীজী কথাটি প্রথম কে ব্যবহার করে?
  • উঃ থিওফ্রাস্টাস।
  • চায়ের রস যুক্ত হয় কোন উপাদানের কারণে?
  • উঃ ট্যানিন, ক্যাফেইন এবং থিওফাইলিন থাকায়।
  • চা পাতায় কোন ভিটামিন থাকে?
  • উঃ ভিটামিন বি কমপ্লেক্স।
  • চা পাতার উপক্ষার থেকে কোন এসিড পাওয়া যায়?
  • উঃ গ্যালিক এসিড।
  • তামাকে বিষাক্ত কোন পদার্থ বিদ্যমান?
  • উঃ নিকোটিন।
  • লিপিড, শৈবাল ও পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর কার?
  • উঃ ছত্রাক।
  • প্লাস্টিড কোথায় থাকে?
  • উঃ সাইটোপ্লাজমে।
  • সর্বপ্রথম রাবার চাষ কোথায় শুরু হয়?
  • উঃ দক্ষিণ-পূর্ব এশিয়ায়।
  • কোন উদ্ভিদ দলে মূল, কাণ্ড ও পাতা নেই তবে ক্লোরোফিল আছে?
  • উঃ শৈবাল।
  • সালোকসংশ্লেষণে কার্বন-ডাই-অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে?
  • উঃ গ্লুকোজ ও অক্সিজেন।
  • সালোকসংশ্লেষ সবচেয়ে বেশি পরিমাণে হয় কোন আলোতে?
  • উঃ লাল আলোতে।