চিকিৎসা ও পুষ্টি বিজ্ঞান-৩

Next >>
  • প্লেগ কত প্রকার ও কি কি?
  • উঃ তিন প্রকার। বিউবোনিক, নিউমোনিক, সেপ্টিসেমিক।
  • চিকিৎসা বিজ্ঞানীদের মতে প্লেগ রোগের 
    উৎপত্তি হয় কিভাবে?
  • উঃ ইঁদুর, তীক্ষ্ণ প্রাণী অথবা নীল দংশনে।



  • প্লেগ রোগের উৎপত্তি বিষয় কে, কবে আবিষ্কার করেন?
  • উঃ আলেকজান্ডার ইয়াসিন, শিবাসা ব্যুরো কিটাসাটো, ১৯৯৪।
  • ম্যালেরিয়া জীবাণুকে কি বলে?
  • উঃ প্লাসমোডিয়াম।
  • বিশ্বের সবচেয়ে কার্যকর নব আবিস্কৃত ওষুধটির নাম কি?
  • উঃ আর্টমেথেরী।
  • পুরনো ধরনের কলেরা জীবানুর নাম কি?
  • উঃ ০-১
  • নতুন ধরনের কলেরা জীবানুর নাম কি?
  • উঃ ০-১৩৯
  • মানুষ চিকন হওয়ার কারণ কি?
  • উঃ শরীরে ব্রাউন অ্যাডিপোজ টিস্যু থাকা।
  • ব্রাউন এডিপোজ টিস্যু কি?
  • উঃ একটি বিশেষ ধরনের চর্বি জমাট অন্য 
    চর্বিগুলোকে পুড়িয়ে শক্তি উৎপন্ন করে।



  • বিশ্বের প্রথম টেস্টটিউব বেবি কে?
  • উঃ লুইস ব্রাউন, ইংল্যান্ড।
  • লুইস ব্রাউন কবে কোথায় জন্মগ্রহণ করেন?
  • উঃ ১৯৭৮ সালের 25 শে জুলাই, 
    ইংল্যান্ডের ওল্ডহোম শহরে।



  • ডায়াবেটিসকে সারা জীবনের রোগ বলা হয় কেন?
  • উঃ ডায়াবেটিস হলে নিরাময় হয় না বলে।
  • মাইগ্রেন কি?
  • উঃ এ ধরনের মাথাব্যথা রোগ
  • পেসমেকার রোগীর দেহে কোথায় 
    স্থাপন করা হয়?
  • উঃ মানবদেহের বুকের মাংশ পেশীর তলায় বৈদ্যুতিক 
    তারের সাথে সংযুক্ত করা হয়।



  • পেসমেকার কে আবিষ্কার করেন?
  • উঃ জার্মানির সিমেন্স এলিয়া কম্পানি। ১৯৫৮ সালে।