মানবদেহ-৭

  • গলগন্ড রোগের কারণ কি?
  • উঃ আয়োডিনের অভাব।
  • মানবদেহে দক্ষ রসায়নবিদ কোনটি?
  • উঃ বৃক্ক।
  • বৃক্ককে কেন রসায়নবিদ বলা হয়?
  • উঃ দেহে পানি ও লবণের আনুপাতিক হারকে নিয়ন্ত্রণ করে।
  • নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি সেকেন্ডে কত?
  • উঃ ১২৫ মিটার।
  • রক্তের উপাদান গুলি কি কি?
  • উঃ রক্তরস ও রক্তকণিকা।
  • কোন হরমোন দাড়ি গজাতে সাহায্য করে?
  • উঃ টেস্টোস্টেরন।
  • পিত্তরস কি?
  • উঃ যকৃৎ থেকে নিঃসৃত গাঢ় সবুজ বর্ণের রস।
  • শর্করা রূপান্তরিত হয়ে কি হয়?
  • উঃ গ্লাইকোজেন।
  • এন্টিবডির কাজ কি?
  • উঃ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা।
  • আমিষ পরিপাক হয় কি হয়?
  • উঃ অ্যামাইনো এসিড।
  • কোনটি উদ্ভিজ্জ আমিষ?
  • উঃ ডাল।
  • কোনটি হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে?
  • উঃ আমিষ।
  • পেঁপেতে খাদ্য পরিপাকে সহায়তাকারী কোন এনজাইম থাকে?
  • উঃ পেপেইন।
  • কোষ গঠনে ভিটামিন অংশ নেয় কি?
  • উঃ না।
  • মানুষের শরীরে কত ধরনের ভিটামিন পাওয়া যায়?
  • উঃ ১২ ধরনের।
  • ভিটামিন ডি এর অভাবে কি কি রোগ হয়?
  • উঃ বাচ্চাদের রিকেটস বয়স্কদের অস্টিওমেলাশিয়া।
  • মানব দেহের ওজনের শতকরা কত ভাগ খনিজ লবণ?
  • উঃ ৭ ভাগ।
  • ব্যাকটেরিয়া বিনাশ করতে রসুন বেশ কার্যকরী কে আবিষ্কার করেন?
  • উঃ লুই পাস্তুর, ১৯৫৮ সালে।
  • বাদামে কোন মৌলিক উপাদান বিদ্যমান?
  • উঃ ম্যাগনেসিয়াম।
  • সয়াবিনে জেনিস্টেইন এর কাজ কি?
  • উঃ ক্যান্সারের ক্ষতিকর কোষগুলোকে বাধা দেওয়া।