বিখ্যাত বাসভবন/অফিস


  • বাসভবন/ প্রাসাদ/ অফিস
  • বিখ্যাত হওয়ার কারণ
  • অবস্থান
  • এলিসি প্রাসাদ
  • ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারী বাসভবন
  • প্যারিস
  • ওভাল অফিস
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়
  • ওয়াশিংটন
  • ক্রেমলিন
  • রাশিয়ার প্রেসিডেন্টের সরকারী বাসভবন।
  • মস্কো
  • হোয়াইট হাউজ
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারী বাসভবন
  • ওয়াসিংটন
  • বাকিংহাস প্যালেস
  • ইংল্যান্ডের রাজা ও রানীর সরকারী বাসভবন
  • লন্ডন
  • জনপথ রোড
  • ভারতের প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন।
  • নয়াদিল্লী
  • ১১ নং ডাইনিং স্ট্রিট
  • ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন।
  • লন্ডন
  • প্রধানমন্ত্রী ভবন (পূর্বে)
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারী বাসভবন
  • ঢাকা
  • গণভবন (বর্তমানে)
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারী বাসভবন
  • ঢাকা
  • উত্তরা গণভবন
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের সচিবালয়
  • নাটোর
  • সিংহ দরবার
  • নেপাল সরকারের সদরদপ্তর
  • কাঠমুন্ড
  • রাইটার্স বিল্ডিং
  • পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয়
  • কলকাতা
  • বুশ হাউজ
  • বিবিসি কার্যালয়
  • লন্ডন
  • হোয়াইট হল
  • ব্রিটিশ সরকারের কার্যালয়, রানীর সাবেক সরকারী বাসভবন
  • লন্ডন।
  • ব্লু হাউস
  • দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারী বাসভবন
  • সিউল
  • ফ্লাসিং মিডোস
  • জাতিসংঘের সভাস্থল
  • নিউইয়র্ক
  • মালবরো হাউস
  • কমনওয়েলথ কার্যালয়
  • লন্ডন।
  • পেন্টাগণ
  • যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অফিস
  • ওয়াসিংটন।
এ বিভাগের অন্যান্য টপিক
সভ্যতার ইতিহাস এশিয়ার ইতিহাস ইউরোপের ইতিহাস আফ্রিকার ইতিহাস উত্তর আমেরিকার ইতিহাস দঃ আমেরিকা ও ওশেনিয়ার ইতিহাস স্বাধীনতা আন্দোলনের নেতা বিশের রাজনৈতিক হত্যাকান্ড বিশ্ব অর্থনীতি আন্তর্জাতিক সংস্থা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠাকাল জাতিসঙ্ঘের মহাসচিবগণ আন্তর্জাতিক দিবসসমূহ আন্তর্জাতিক দিবস বিষয়ক বিভিন্ন দেশের জাতীয় দিবস বিখ্যাত ব্যক্তিদের জীবিকা বিখ্যাত ব্যক্তিদের উপাধি আন্তর্জাতিক চুক্তি ও সনদসমূহ আন্তর্জাতিক চুক্তি ও সনদ বিভিন্ন যুদ্ধ ও গৃহযুদ্ধসমূহ যুদ্ধাস্ত্র ও মারনাস্ত্র দেশের পার্লামেন্ট ও জাতীয় প্রতীক বিশ্বখ্যাত সংবাদ সংস্থা বিখ্যাত বিমান সংস্থা বিখ্যাত বাসভবন/অফিস বিখ্যাত লাইব্রারী সমূহ বিখ্যাত মিউজিয়াম বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা বিশ্বের সর্বোচ্চ স্তম্ভ বিখ্যাত ভাস্কর্য ও স্মৃতিসৌধ বিখ্যাত কবি ও দার্শনিক নোবেল প্রাইজ সংক্রান্ত নোবেল বিজয়ী মহিলা মুসলীম নোবেল বিজয়ী হিন্দু নোবেল বিজয়ী নোবেল বিজয়ী (অর্থনীতি) নোবেল বিজয়ী (রসায়ন) নোবেল বিজয়ী (চিকিৎসা) নোবেল বিজয়ী (সাহিত্য) নোবেল বিজয়ী (শান্তি) নোবেল বিজয়ী (পদার্থ) নোবেল বিজয়ীদের পরিসংখ্যান বিভিন্ন দেশের ও স্থানের প্রাচীন নাম দেশ ও স্থানের নামের উৎপত্তি দেশভিত্তিক কেন্দ্রীয় ব্যাংক পশু পাখি বিষয়ক স্মরনীয় ঘটনাবলী (খ্রিস্টপূর্ব-১৬০০ খ্রিঃ) স্মরনীয় ঘটনাবলী (১৬০০-১৯০০) স্মরনীয় ঘটনাবলী (১৯০০-২০০০)