১।
|
আমেরিকা |
আমেরিগো ভেসপুচি নামক একজন স্পেনীয় নাবিকের নাম অনুসারে আমেরিকার নামকরণ করা হয়। |
|
|
- ১।
- আমেরিকা
- আমেরিগো ভেসপুচি নামক একজন স্পেনীয় নাবিকের নাম অনুসারে আমেরিকার নামকরণ করা হয়।
২।
|
আফ্রিকা |
আফ্রিদি উপজাতির নাম থেকে মহাদেশের নামকরণ করা হয়েছে। |
|
|
- ২।
- আফ্রিকা
- আফ্রিদি উপজাতির নাম থেকে মহাদেশের নামকরণ করা হয়েছে।
৩।
|
আলেকজান্দ্রিয়া |
বিখ্যাত বীর আলেকজান্ডার এর নামানুসারে এই নামকরণ করা হয়। |
|
|
- ৩।
- আলেকজান্দ্রিয়া
- বিখ্যাত বীর আলেকজান্ডার এর নামানুসারে এই নামকরণ করা হয়।
৪।
|
ইন্ডিয়া |
গ্রিক প্রতিশব্দ ইন্ডিগো থেকে ইন্ডিয়া শব্দের উৎপত্তি। ইন্ডিগো শব্দের অর্থ নীল। ব্রিটিশরা বলপূর্বক ভারতের নীল উৎপাদন করত।
ইন্ডিগো থেকে ব্রিটিশরা ভারতের নাম ইন্ডিয়া রাখে। |
|
|
৫।
|
ফিলিপাইন |
স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপাইনের নামানুসারে। |
|
|
- ৫।
- ফিলিপাইন
- স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপাইনের নামানুসারে।
৬।
|
ফ্রান্স |
ফ্রাঙ্ক নামে এক প্রাচীন জনগোষ্ঠী নাম অনুসারে। |
|
|
- ৬।
- ফ্রান্স
- ফ্রাঙ্ক নামে এক প্রাচীন জনগোষ্ঠী নাম অনুসারে।
৭।
|
বলিভিয়া |
দক্ষিণ আমেরিকার সংগ্রামী নেতা সিমন বলিভার এর নাম অনুসারে। |
|
|
- ৭।
- বলিভিয়া
- দক্ষিণ আমেরিকার সংগ্রামী নেতা সিমন বলিভার এর নাম অনুসারে।
৮।
|
ব্রুনাই |
বোর্নিও দ্বীপ এর নামানুসারে ব্রুনাই নামের উৎপত্তি। |
|
|
- ৮।
- ব্রুনাই
- বোর্নিও দ্বীপ এর নামানুসারে ব্রুনাই নামের উৎপত্তি।
৯।
|
ভ্যাটিকান |
ভ্যাটিকান পাহাড়ের নাম অনুসারে। |
|
|
- ৯।
- ভ্যাটিকান
- ভ্যাটিকান পাহাড়ের নাম অনুসারে।
১০।
|
মেসোপটেমিয়া |
দুটি গ্রিক শব্দের সমন্বয়ে এই মেসো প্রতিমা নামটি হয়েছে। মেসো অর্থ মধ্যস্থল এবং পটেনূস অর্থ নদী। অর্থাৎ দুটি নদীর মধ্যস্থল। মেসোপটেমিয়া বর্তমানে ইরাক। |
|
|
১১।
|
সিয়েরা লিওন |
সিয়েরালিওন বা সিংহের পর্বত থেকে এ নামের উৎপত্তি। |
|
|
- ১১।
- সিয়েরা লিওন
- সিয়েরালিওন বা সিংহের পর্বত থেকে এ নামের উৎপত্তি।
১২।
|
ওয়েস্ট ইন্ডিজ |
কলম্বাস এই দ্বীপপুঞ্জ আবিষ্কার করে মনে করেছিলেন ভারতীয়
পশ্চিম উপকূলে এসেছেন ফলে তিনি নাম করেন ওয়েস্ট ইন্ডিজ। |
|
|
১৩।
|
কলম্বিয়া |
কলম্বাসের নাম অনুসারে কলম্বিয়া রাখা হয়। |
|
|
- ১৩।
- কলম্বিয়া
- কলম্বাসের নাম অনুসারে কলম্বিয়া রাখা হয়।
১৪।
|
মেক্সিকো |
মেক্সিটি দেবতার নাম অনুসারে মেক্সিকো নাম। |
|
|
- ১৪।
- মেক্সিকো
- মেক্সিটি দেবতার নাম অনুসারে মেক্সিকো নাম।
১৫।
|
রোম |
ল্যাটিন রাজা রোমিট্রলাস এর নাম অনুসারে |
|
|
- ১৫।
- রোম
- ল্যাটিন রাজা রোমিট্রলাস এর নাম অনুসারে
১৬।
|
ফ্রিটাউন |
মুক্তিপ্রাপ্ত ক্রীতদাসদের জন্য তৈরি করা শহর। |
|
|
- ১৬।
- ফ্রিটাউন
- মুক্তিপ্রাপ্ত ক্রীতদাসদের জন্য তৈরি করা শহর।