জাতিসংঘের পূর্বে ’লীগ অব নেশনস’ এর জন্ম কোন সালে? | উঃ ১৯২০ সালে। | |||
‘লীগ অব নেশনস’ এর বিলুপ্তি হয় কোন সালে? | উঃ ১৯৩৯ সালে। | |||
জাতিসংঘ গঠনের প্রস্তাব প্রথম কে করেন? | উঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাংকলিন রুজভেল্ট। | |||
জাতিসংঘ (United Nation) নাম করণ কে করেন? | উঃ ফ্রাংকলিন রুজভেল্ট, জানুয়ারী, ১৯৪২। | |||
জাতিসংঘ গঠনের জন্য আটলান্টিক চার্টার কবে গৃহীত হয়? | উঃ ১৯৪১ সালে। | |||
জাতিসংঘ গঠনের লক্ষ্যে প্রথম কোথায় সম্মেলন হয়? | উঃ তেহরানে, ১৯৪৩ সালে। | |||
জাতিসংঘ সনদ প্রনয়ণ করা হয় কোন সালে? | উঃ ১৯৪৪ সালে। | |||
জাতিসংঘ সনদের লেখক কে? | উঃ Archibald Macleish | |||
জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? | উঃ ২৪ অক্টোবর, ১৯৪৫। | |||
জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? | উঃ কোস্টারিকার রাজধানী সানজোসে, ১৯৮০। | |||
জাতিসংঘের সনদ কবে প্রথম স্বাক্ষরিত হয়? | উঃ ২৬ জুন, ১৯৪৫ (৫০ টি দেশ) | |||
জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয়? | উঃ যুক্তরাষ্ট্রের সানফ্রানসিস্কোতে। | |||
কোন দেশ সনদে স্বাক্ষর না করে প্রাথমিক ৫১টি সদস্য রাষ্ট্রের অর্ন্তভূক্ত হয়? | উঃ পোল্যান্ড। | |||
জাতিসংঘের সদস্য নয় কোন কোন দেশ? | উঃ তাইওয়ান, ভ্যাটিকান ও ফিলিস্তিনী। | |||
জাতিসংঘের স্থায়ী সদস্য কয়টি ও কি কি? | উঃ ৫টি, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, চীন, যুক্তরাজ্য। | |||
কোন দেশ পূর্বে জাতিসংঘের সদস্য ছিল কিন্তু বর্তমানে নেই? | উঃ তাইওয়ান। | |||
বর্নবাদী নীতির কারণে কোন দেশকে জাতিসংঘ থেকে বহিস্কার করা হয়েছিল? | উঃ দক্ষিণ আফ্রিকা। | |||
কবে আবার দক্ষিণ আফ্রিকাকে জাতিসংঘের সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়? | উঃ ১৯৯১ সালে। | |||
তাইওয়ান কার কাছে জাতিসংঘের সদস্য পদ হারায়? | উঃ চীন। | |||
তাইওয়ান কবে জাতিসংঘের সদস্য পদ হারায়? | উঃ ১৯৭১ সালে। | |||
জাতিসংঘের অফিসিয়াল ভাষা কতটি? | উঃ ৬টি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ, স্প্যানিশ ও আরবি। | |||
জাতিসংঘের কার্যকরী ভাষা কতটি? | উঃ ২ টি, ইংরেজি ও ফরাসি। | |||
জাতিসংঘের মহাসচিবের কার্যকাল কত বছর? | উঃ ৫ বছর। | |||
জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? | উঃ বান কি মুন (দক্ষিণ কোরিয়া) | |||
জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? | উঃ ট্রিগভেলী (নরওয়ে)। | |||
জাতিসংঘের প্রথম নন ইউরোপিয়ন মহাসচিব কে ছিলেন? | উঃ উ থান্ট (মায়ানমার)। | |||
জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান? | উঃ দ্যাগ হেমারশোল্ড (১৯৬১ সালে।) | |||
জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কয়টি? | উঃ দুইটি, ভ্যাটিকান ও ফিলিস্তিনী | |||
এসকাপ এর প্রধান কার্যালয় কোথায়? | উঃ ব্যাংকক। | |||
জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায় অবস্থিত? | উঃ জেনেভায়। | |||
যুক্তরাষ্ট্র ইউনোস্ক ত্যাগ কবে করে? | উঃ ১৯৮৫ সালে। | |||
জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ কোনটি? | উঃ মন্টিনেগ্রো (২৮/০৬/২০০৬)। | |||
আয়তনও জনসংখ্যায় পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি? | উঃ ভ্যাটিকান সিটি, ০.৪৪ বর্গ কি. মি., ৮০০ জন। | |||
আয়তনে জাতিসংঘের ক্ষুদ্রতম সদস্য রাষ্ট্র কোনটি? | উঃ মেনাকো, ১.৯৫ বর্গ কি মি | |||
জাতিসংঘের কাছে সবচেয়ে বড় ঋনগ্রস্থ দেশ কোনটি? | উঃ যুক্তরাষ্ট্র। | |||
নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কতটি? | উঃ ১৫ টি, (৫ টি স্থায়ী এবং ১০ অস্থায়ী।) | |||
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় কত বছরের জন্য? | উঃ ২ বছর। | |||
সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন? | উঃ ১ বছরের জন্য। | |||
আর্ন্তজাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? | উঃ হেগ, নেদারল্যান্ড। | |||
আর্ন্তজাতিক আদালতের বিচারক কতজন? | উঃ ১৫ জন। | |||
আর্ন্তজাতিক আদালতের বিচারক নির্বাচিত হন কত বছরের জন্য? | উঃ ৯ বছর। | |||
আর্ন্তজাতিক আদালতের প্রথম মহিলা বিচারপতি কে? | উঃ রোজানিল হিগিন্স (বৃটেন)। | |||
বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে? | উঃ ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪। | |||
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? | উঃ ১৩৬ তম। | |||
বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্যপদ লাভ করে? | উঃ ২৯ তম। | |||
বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ প্রদান করেন? | উঃ ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ (২৯ তম অধিবেশনে) | |||
বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতিত্ব করে কবে? | উঃ ১৯৮৬ সালে (৪১ তম অধিবেশনে)। | |||
বাংলাদেশের পক্ষে কে সাধারণ পরিষদে সভাপতিত্ব করেন? | উঃ হুমায়ুন রশীদ চৌধুরী। | |||
জাতিসংঘের প্রথম ন্যায়পাল কে? | উঃ জ্যামাইকার রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া ডুরাই। | |||
কবে থেকে জাতিসংঘের সদর দপ্তরে ধুমপান নিষেধাজ্ঞা কার্যকর হয়? | উঃ ১ সেপ্টেম্বর, ২০০৩। | |||
আর্ন্তজাতিক অপরাধ আদালতের সদস্য সংখ্যা কত? | উঃ ১০৫। | |||
তিমুর লেসেথে কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? | উঃ ২৮ জুন, ২০০৬। | |||
কোন আর্ন্তজাতিক সংস্থার লিখিত সংবিধান নাই? | উঃ কমনওয়েলথ। | |||
কমনওয়েলথের সচিবালয় কোথায় অবস্থিত? | উঃ লন্ডন (মার্লবরো হাউজ)। | |||
আরবলীগের প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র কতটি? | উঃ ৭ টি। (ইরাক, সিরিয়া, মিশর, লেবানন, জর্ডান, ইয়েসেন ও সৌদি আরব।) |
|||
ন্যটোর একমাত্র মুসলিম দেশ কোনটি? | উঃ তুরস্ক। | |||
সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন? | উঃ বাংলাদেশের আবুল আহসান। | |||
ইইউ পূর্বে কি নামে ছিল? | উঃ ইইসি। | |||
কোন দেশে এখনো সার্ক সম্মেলন হয়নি? | উঃ ভুটান। | |||
ইউরোপীয় পার্লামেন্টের আসন সংখ্যা কত? | উঃ ৭৮৫ টি। | |||
ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কত? | উঃ ২৭ টি। | |||
আফ্রিকান ইউনিয়ন সংস্থা কবে স্থাপিত হয়? | উঃ ১৯৬৩ সালে। | |||
আফ্রিকান ইউনিয়ন সংস্থা বর্তমান সদস্য সংখ্যা কত? | উঃ ৫৩ টি। | |||
ওয়ারশ জোট কার পাল্টা ব্যবস্থা হিসেবে তৈরী হয়েছিল? | উঃ ন্যাটো। | |||
রেড ক্রসের প্রতিষ্ঠাতা কে? | উঃ হেনরী ডুনান্ট (১৯৬৩ সালে।) |