মানবদেহ-৫

  • আমাদের দেহে কোষের তুলনায় কতগুন বেশি অনুজীব বাস করে?
  • উঃ ১০ গুন
  • মানবদেহের ক্ষুদ্র অনুজীব সংখ্যা কত?
  • উঃ ১০ ১৩ (অর্থাৎ একের পরে ১৩টি শূন্য)
  • দুটি নিউরনের মধ্যবর্তী ফাঁককে কি বলে?
  • উঃ সাইনাপস (Synapse)
  • মস্তিস্ক কয় ভাগে বিভক্ত ও কি কি?
  • উঃ ৩ ভাগে। অগ্রমস্তিস্ক (প্রোসেনসেফালন) মধ্যমস্তিষ্ক (মেসেনসেফালন) পশ্চাৎমস্তিষ্ক (রম্বেনসেফালন)।
  • মস্তিস্কের সবচেয়ে বড় অংশ কোনটি?
  • উঃ অগ্রমস্তিস্ক (প্রোসেনসেফালন)



  • করোটির অভ্যন্তরে মস্তিষ্ক কিভাবে অবস্থান করে?
  • উঃ তরল পদার্থে।
  • মস্তিষ্কের কত অংশ মানুষের কাজে লাগে?
  • উঃ শতকরা 10 ভাগ
  • গর্ভসঞ্চারের প্রথমদিকে ভ্রূণের মস্তিষ্কে কি হারে নিউরন সৃষ্টি হয়?
  • উঃ মিনিটে আড়াই লাখ।
  • নারী ও পুরুষের মধ্যে কার তথ্য ধারণ ক্ষমতা বেশি?
  • উঃ নারীর।
  • কার মস্তিষ্ক যেকোনো সিদ্ধান্ত দ্রুত দিতে পারে?
  • উঃ পুরুষ।
  • মানব মস্তিষ্কের গড় ওজন কত?
  • উঃ নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে ১.৪ কেজি।
  • আলঝিমারস কি?
  • উঃ মস্তিষ্কের রোগ। মনের কর্ম ক্ষমতা হারিয়ে ফেলা।
  • মানবদেহের ক্ষুদ্রতম কোষের নাম কি?
  • উঃ শ্বেত কণিকা।
  • পুরুষ মানুষের জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী কোন ক্রোমোজোম?
  • উঃ Y ক্রোমোজোম।
  • স্ত্রী জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী কোন ক্রোমোজোম?
  • উঃ X ক্রোমোজোম।
  • মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত?
  • উঃ 23 জোড়া।
  • মানুষের সাধারণত কত জোড়া স্পাইনাল নার্ভ থাকে?
  • উঃ 31 জোড়া।
  • চোখের আইরিসের কেন্দ্রে অবস্থিত ছিদ্রটির কি?
  • উঃ পিউপিল।
  • মানুষের অ্যাপেন্ডিক্স কোথায় অবস্থিত?
  • উঃ সিরামে।
  • মানুষের অ্যাপেন্ডিক্স কোথায় অবস্থিত?
  • উঃ সিরামে।