মানবদেহ-৬

  • 1 গ্রাম ফ্যাট থেকে কত কিলো ক্যালরি তাপ উৎপন্ন হয়?
  • উঃ 93 কিলোক্যালরি।
  • অন্ত্রে U আকৃতির অংশ কোনটি?
  • উঃ ডিউডেনাম।
  • লালার পিএইচ (PH) কত?
  • উঃ ৬-৭।
  • কোনটি জীবদেহের একক?
  • উঃ কোন।
  • কোন কলা দেহের উন্মুক্ত অংশ পূরণ করে?
  • উঃ আবরণী কলা।
  • কোনটি কার্যকরী কলা?
  • উঃ পেশী কলা।
  • কোনটি সমন্বয়কারী কলা?
  • উঃ স্নায়ু কলা।
  • একটি পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে কি বলে?
  • উঃ নিউরন।
  • একই প্রকার, একই কাজের উপযোগী বহু কোষ মিলে কি তৈরি করে?
  • উঃ কলা।
  • রক্ত কি ধরনের কলা?
  • উঃ যোজক কলা।
  • স্নেহপদার্থ কোনটিতে দ্রবণীয়?
  • উঃ জৈব দ্রাবকে। কিন্তু পানিতে অদ্রবণীয়।
  • লোহিত কণিকার পূর্ণতা প্রাপ্তিতে সহায়তা করে কোন ভিটামিন?
  • উঃ বি-১২ ভিটামিন।
  • বন্ধ্যাত্ব নিবারক ভিটামিন কি?
  • উঃ ভিটামিন ই।
  • মানবদেহে শতকরা কত ভাগ খনিজ লবণ থাকে?
  • উঃ ৪%
  • অস্থি ও দাঁত গঠনে সহায়তা করে কোনটি?
  • উঃ ক্যালসিয়াম ও ফসফরাস।
  • প্রোটিনের অভাবে মানব দেহে কি রোগ হয়?
  • উঃ বেরিবেরি।
  • মানবদেহে ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনটি?
  • উঃ যক্ষা।
  • সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত?
  • উঃ ৪ : ১ : ১
  • মায়ের দুধের কোন উপাদানটি শিশুর রোগ প্রতিরোধ করে?
  • উঃ এন্টিবডি।
  • অস্থি বৃদ্ধিতে সবচেয়ে বেশি প্রয়োজন?
  • উঃ ক্যালসিয়াম।
  • মানবদেহের শব্দ উৎপন্ন হয় কোথায়?
  • উঃ স্বরযন্ত্র।
  • পাকস্থলী থেকে কি ক্ষরিত হয়?
  • উঃ পেপসিন ও হাইড্রোক্লোরিক অ্যাসিড।
  • মানবদেহে রোগ প্রতিরোধক হিসেবে রক্তের কোন কণিকা কাজ করে?
  • উঃ শ্বেত কণিকা।
  • মানুষের লালারসে থাকা এনজাইমের নাম কি?
  • উঃ টায়ালিন।