প্রাণি বিজ্ঞান

  • মাছের পাখনার কাজ কি?
  • উঃ গতি ও দিক নিয়ন্ত্রণ করে।
  • কোষে খাদ্য জারিত করে শক্তি উৎপাদন করে থাকে?
  • উঃ মাইট্রোকন্ডিয়া।
  • কোষের 'জ্বালানি ঘর' কি?
  • উঃ মাইট্রোকন্ডিয়া।
  • জীবের বংশগতি বৈশিষ্ট্য বহন করে কে?
  • উঃ নিউক্লিক এসিড। (ডিএনএ, আরএনএ)
  • কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে?
  • উঃ নিউক্লিয়াস।
  • কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে?
  • উঃ পেশী কোষে।
  • বিপাকীয় বর্জ্য পদার্থ অপসারণ প্রক্রিয়াকে কি বলে?
  • উঃ রেচন প্রক্রিয়া।
  • মাকড়সার পা কয়টি?
  • উঃ ৮টি।
  • মাছির পা কয়টি?
  • উঃ ৬টি।
  • যৌন ও অযৌন উভয় ধরনের জনন প্রক্রিয়া কিসে দেখা যায়?
  • উঃ হাইড্রায়।
  • সাদা রক্ত বা বর্ণহীন রক্ত প্রাণী কোনটি?
  • উঃ তেলাপোকা।
  • মাছের হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে?
  • উঃ ২টি।
  • উভয়লিঙ্গ প্রাণী কোনটি?
  • উঃ কেঁচো।
  • ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়?
  • উঃ আইল্যেটস অব ল্যাঙ্গারহেন্স-এর বিটা কোষ।
  • জীবন রক্ষাকারী হরমোন বলা হয় কোনটিকে?
  • উঃ অ্যালডোস্টেরন।
  • প্রাণীজগতের শ্রেণীবিন্যাস পরিকল্পনা প্রথম কে করেন?
  • উঃ অ্যারিস্টোটল।
  • কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে?
  • উঃ প্লাটিপাস।
  • বৃহত্তম সামুদ্রিক পাখির নাম কি?
  • উঃ অ্যালবাট্রস।
  • পৃথিবীর ক্ষুদ্রতম পাখি কোনটি?
  • উঃ হামিং বার্ড।



  • Zoology শব্দটি কোন শব্দ থেকে আগত?
  • উঃ গ্রিক।
  • কর্মী মৌমাছির জীবনকাল কতদিন?
  • উঃ ২১ দিন।


  • দ্রুতগামী সামুদ্রিক প্রাণী কোনটি?
  • উঃ Sword Fish / তরোয়াল মাছ। ৯৫ কিলোমিটার।
  • সবচেয়ে বড় মেরুদণ্ডহীন প্রাণী কোনটি?
  • উঃ জায়ান্ট স্কুইড। ২০ মিটার লম্বা।
  • দুধকে টককারী ব্যাকটেরিয়া দুটির নাম কি?
  • উঃ Leuconostoc ও Streptococcus



  • দুধকে তিক্ত করে কোন ব্যাকটেরিয়া?
  • উঃ Coliform.