মানবদেহ-৪

  • মাইটোসিস কোথায় সংগঠিত হয়?
  • উঃ দেহ কোষে
  • রক্তে লোহিত ও শ্বেত কণিকার অনুপাত কত?
  • উঃ ৫০০ঃ১
  • রক্ত জমাট বাধার পার রক্তের হালকা অবশিষ্ট তরল অংশকে কি বলে?
  • উঃ সিরাম
  • মানব দেহের সর্বাপেক্ষা দৃঢ় ও দীর্ঘ অস্থি কোনটি?
  • উঃ উরুর অস্থি
  • অনুচক্রিকার কাজ কি?
  • উঃ রক্ত জমাট বাধাঁয়
  • লিউকোমিয়া রোগের কারণ কি?
  • উঃ রক্তে শ্বেত কণিকার মাত্রা বেড়ে যাওয়া
  • দেহের শক্তির প্রধান মাধ্যম কি?
  • উঃ শ্বসন
  • দেহে মেলানিনের প্রধান কাজ কি?
  • উঃ সূর্য রশ্নীর ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করা
  • কোন গ্রন্থির রসে রক্তে গ্লুকোজ হ্রাস পায়?
  • উঃ অগ্নাশয়
  • অক্ষি গোলকের প্রাচীরের নাম কি?
  • উঃ রেটিনা
  • রক্তে প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ পাওয়া গেলে কোন রোগ বুঝা যায়?
  • উঃ ডায়াবেটিস
  • কোন হরমোনের প্রভাবে মেয়েদের অঙ্গসৌষ্ঠব বৃদ্ধি পায়?
  • উঃ ইস্ট্রোজেন (Estrogen)
  • নালী বিহীন গ্রন্থী গুলোর মধ্যে কোনটি প্রধানতম?
  • উঃ পিটুইটারি
  • থাইরয়েডের অবস্থান কোথায়
  • উঃ গলায় ল্যারিংসের উপরে , দু'পাশে
  • মানুষের আ্যাপেডিক্স কোথায় অবস্থান করে?
  • উঃ সিকামে
  • ক্ষুদ্রান্ত্র এর বিশোসক একক কি?
  • উঃ ভিলাস
  • ভিটামিন K এবং B কোথায় সংশ্লেষিত হয়?
  • উঃ বৃহদন্ত্রে
  • ব্লাড ক্যান্সার কেন হয়?
  • উঃ রক্তে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে গেলে
  • চোখে আলো প্রবেশ করে কোন অংশ দিয়ে?
  • উঃ কর্ণিয়া
  • ইনসুলিন অগ্নাশয়ের কোথায় তৈরী হয়?
  • উঃ বিটা কোষে
  • চোখের পানির উত্স কোথায়?
  • উঃ ল্যাক্রিমাল গ্রন্থি
  • মানব চোখে পেশীর সংখ্যা কত?
  • উঃ ৬ টি
  • মানব চোখে কয়টি অশ্রু গ্রন্থি থাকে?
  • উঃ ২ টি