মোট কয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
|
উঃ ৬টি (পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, অর্থনীতি ও শান্তি)। |
|
|
|
নোবেল পুরস্কার ঘোষনাকারী প্রতিষ্ঠান কতটি?
|
উঃ ৪টি। |
|
|
|
চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষনা করে কোন প্রতিষ্ঠান?
|
উঃ সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। |
|
|
|
সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষনা করে কোন প্রতিষ্ঠান?
|
উঃ সুইডিস একাডেমী। |
|
|
|
পদার্থ, রসায়ন ও অর্থনীতির নোবেল পুরস্কার ঘোষনা করে কোন প্রতিষ্ঠান?
|
উঃ রয়েল সুইডিস একাডেমী অব সায়েন্সস। |
|
|
|
শান্তির ক্ষেত্রে নোবেল পুরস্কার ঘোষনা করে কোন প্রতিষ্ঠান?
|
উঃ নোবেল কমিটি অব নরওয়েজিয়ান পার্লামেন্ট। |
|
|
|
একটি বিষয়ে সর্বোচ্চ কতজন নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত হতে পারে?
|
উঃ ৩ জন। |
|
|
|
নোবেল কোন পুরস্কারের জন্য ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানকে বিবেচনা হয়?
|
উঃ শান্তিতে। |
|
|
|
নোবেল পুরস্কারের জন্য বিবেচনা করা যাবে না
|
উঃ কোন মৃত ব্যক্তিকে। |
|
|
|
মরণোত্তর নোবেল বিজয়ী তিনজন কে কে?
|
উঃ এরিখ কালফেল্ট (১৯৩১), দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১) এবং রালফ স্টেইনম্যান (নোবেল কমিটি জানত না) (২০১১)। |
|
|
|
অর্থনীতিতে নোবেল পুরস্কার কবে থেকে চালু করা হয়?
|
উঃ ১৯৬৯ সালে। |
|
|
|
ঐতিহ্যগতভাবে কোন নোবেল পুরস্কার বৃহস্পতিবার ঘোষনা করা হয়?
|
উঃ সাহিত্যে। |
|
|
|
শান্তিতে প্রথম এশীয় হিসেবে নোবেল পুরস্কার বিজয়ী কে?
|
উঃ ভিয়েতনামের ‘ওলি ডাক থো’ ১৯৭৩,
তিনি পুরস্কার গ্রহণে অসম্মতি জানান। |
|
|
|
অর্থনীতিতে নোবেল বিজয়ী প্রথম এশীয় কে?
|
উঃ ভারতের ‘অমর্ত্য সেন’ (১৯৯৮ সাল)। |
|
|
|
চিকিৎসা বিজ্ঞানে প্রথম এশীয় নোবেল বিজয়ী কে?
|
উঃ ভারতের ‘হরগোবিন্দ খোরানা’ (১৯২৯ সাল)। |
|
|
|
প্রথম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার বিজয়ী কে?
|
উঃ মিশরের ‘আনোয়ার সাদাত’ (১৯৭৮ সাল)। |
|
|
|
প্রথম দুবার নোবেল পুরস্কার বিজয়ী কে?
|
উঃ বিজ্ঞানী মাদাম কুরি (১৯০৩ ও ১৯১১ সাল)। |
|
|
|
নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মার্কিন প্রেসিডেন্ট কে?
|
উঃ থিওডর রুজভেল্ট (১৯০৬ সাল)। |
|
|
|
প্রথম মুসলিম হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী কে?
|
উঃ মিশরের ‘নাগিব মাহফুজ (১৯৮৮ সাল)। |
|
|
|
পদার্থ বিজ্ঞানে প্রথম ও একমাত্র মুসলিম নোবেল পুরস্কার জয়ী কে?
|
উঃ পাকিস্তানের আব্দুস সালাম (১৯৭৯ সাল)। |
|
|
|
প্রথম ও একমাত্র মুসলিম হিসেবে রসায়নে নোবেল পুরস্কার জয়ী কে?
|
উঃ মিশরের ‘আহমেদ এইচ. জেবাইল’ (১৯৯৯ সাল)। |
|
|
|
নোবেল বিজয়ী প্রথম নারী কে?
|
উঃ ফ্রান্সের ‘মাদাম কুরী’ (১৯০৩ সাল)। |
|
|
|
সাহিত্যে প্রথম নোবেল বিজয়ী নারী কে?
|
উঃ সুইডেনের ‘সেলমা লাগেরলফ’ (১৯০৯ সাল)। |
|
|
|
শান্তিতে প্রথম নোবেল বিজয়ী নারী কে?
|
উঃ অষ্ট্রিয়ার ‘বার্থাভন সুটনার (১৯০৫ সাল)। |
|
|
|
পদার্থ বিজ্ঞানের প্রথম এশীয় নোবেল বিজয়ী কে?
|
উঃ ভারতের ‘সিভি রমন’ (১৯৩০ সাল)। |
|
|
|
আফ্রিকার প্রথম নোবেল বিজয়ী কে?
|
উঃ দঃ আফ্রিকার ‘ম্যাক্স থেইলা’ (১৯৫১ সাল)। |
|
|
|
সর্বাধিক দু‘বার করে নোবেল পুরস্কার বিজয়ী কে কে?
|
উঃ মাদাম কুরী, লিনাস পাউলিং, জন বার্ডেন ও ফ্রেডারিখ সেঙ্গার। |
|
|
|
অর্থনীতিতে প্রথম ও একমাত্র নোবেল বিজয়ী মহিলা কে?
|
উঃ এলিনর অসট্রম(২০০৯)। |
|
|
|
মোট কত জন নারী (২০১৮) নোবেল পুরস্কার লাভ করেছেন?
|
উঃ ৫১ (৫২ বার) জন। |
|
|
|
কোন বিষয়ে (২০১৮) সর্বাধিক নারী নোবেল পুরস্কার লাভ করেছেন?
|
উঃ শান্তিতে (১৭ জন) । |
|
|
|
কোন বিষয়ে (২০১৮) দ্বিতীয় সর্বাধিক নারী নোবেল পুরস্কার লাভ করেছেন?
|
উঃ সাহিত্যে (১৪ জন)। |
|
|
|
মোট মুসলিম নোবেল পুরস্কার (২০১৮) বিজয়ী কত জন?
|
উঃ ১২ জন। |
|
|
|
শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মুসলিম কত জন?
|
উঃ ৬ জন-আনোয়ার সাদাত-(১৯৭৮), ইয়াসির আরাফাত (১৯৯৪), শিরিন এবাদি (২০০৩), মোঃ এল বারাদি (২০০৫), ডঃ মুঃ ইউনুস (২০০৬) ও মালালা ইউসুফজাই (২০১৪)। |
|
|
|
২০১৮ পর্যন্তু ভারতীয় উপমহাদেশে নোবেল পুরস্কার বিজয়ী কত জন?
|
উঃ ৯ জন (ভারত-৬, পাকিস্তান-২ ও বাংলাদেশ-১)। |
|
|
|
শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী একমাত্র হিন্দু কে?
|
উঃ কৈলাশ সত্যার্থী (২০১৪)। |
|
|
|
সর্বাধিক ৩ বার নোবেল বিজয়ী সংস্থা কোনটি?
|
উঃ রেডক্রোস কমিটি-১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ (শান্তিতে)। |
|
|
|
রাজনীতিবিদ হয়ে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
|
উঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল (১৯৫৩)। |
|
|
|
কে মনোবিজ্ঞানী হয়েও অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন?
|
উঃ যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল ক্যানেম্যান (২০০২)। |
|
|
|
কে অর্থনীতিবিদ হয়ে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন?
|
উঃ ডঃ মুহম্মদ ইউনুস (২০০৬)। |
|
|
|
কে রসায়ন ও শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন?
|
উঃ রিনাস পাউলিং (রসায়ন-১৯৫৪ ও শান্তি-১৯৬২)। |
|
|
|
কে রসায়ন ও পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন?
|
উঃ মাদাম কুরী (পদার্থ-১৯০৩ ও রসায়ন-১৯১১)। |
|
|
|
২০১৮ পর্যন্তু জাতিসংঘের কতজন মহাসচিব নোবেল পুরস্কার লাভ করেন?
|
উঃ ২ জন; দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১) ও কফি আনান (২০০১)। |
|
|
|
কে একমাত্র ব্যক্তি যিনি নোবেল পুরস্কার ও অস্কার পুরস্কার লাভ করেন?
|
উঃ জর্জ বার্নার্ড শ’। |
|
|
|
কারা একমাত্র সহোদর যারা নোবেল পুরস্কার লাভ করেন?
|
উঃ জন টিনবারজেন ও নিকো টিনবারজেন। |
|
|
|
২০১৮ পর্যন্তু কতজন মার্কিন প্রেসিডেন্ট নোবেল পুরস্কার লাভ করেন?
|
উঃ ৪ জন-রুজভেল্ট(১৯০৬), উড্রো উইলসন(১৯১৯), জিমি কার্টার (২০০২) ও বারাক ওবামা (২০০৯)। |
|
|
|
কোন বিষয়ে ভারতীয় উপ মহাদেশের কেউ নোবেল পুরস্কার লাভ করেনি?
|
উঃ রসায়ন। |
|
|
|
দু’বার যৌথভাবে নোবেল পুরস্কার প্রাপ্ত একমাত্র ব্যক্তি কে?
|
উঃ যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী জন বার্ডেন |
|
|
|
সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখানকারী দু’জন কে?
|
উঃ রাশিয়ার ‘বরিস পাস্তেরনাক’ (১৯৫৮) ও ফ্রান্সের ‘জ্যাঁ পল সার্ত্রে’ (১৯৬৪)। |
|
|
|
একমাত্র পিতা-পুত্র যারা একত্রে নোবেল পুরস্কার লাভ করেছেন?
|
উঃ উইলিয়াম ব্রাগ ও লরেন্স ব্রাগ (পদার্থ বিজ্ঞান-১৯১৫)। |
|
|
|
একমাত্র পিতা-পুত্র যারা আলাদাভাবে নোবেল পুরস্কার লাভ করেছেন?
|
উঃ ডঃ রজার ক্রর্নবার্গ (২০০৬) এবং বাবা ডঃ আর্থার ক্রর্নবার্গ (১৯৫৯)। |
|
|
|
এডলফ হিটলারের চাপে কে কে নোবেল পুরস্কার প্রত্যাখান করেছেন?
|
উঃ এডলফ বুটেনন্টি (রসায়ন), গেরহার্ড গোমাহফ (চিকিৎসা)-১৯৩৯ এবং রিচার্ড কুন (রসায়ন)-১৯৩৮। |
|
|
|
নোবেল ইতিহাসে পুরস্কার প্রদান করা হয়নি কোন কোন সালে?
|
উঃ ১৯৪০, ১৯৪১ ও ১৯৪২। |
|
|
|
সর্বাধিক নোবেল পুরস্কার লাভ করেছেন কোন দেশের নাগরিক?
|
উঃ আমেরিকা। |
|
|
|
২০১৮ পর্যন্তু এশিয়ার কোন দেশ সর্বাধিক নোবেল পুরস্কার পেয়েছে?
|
উঃ জাপান। |
|
|
|
কোন পরিবার সর্বাধিক ৪ জন ৫ বার নোবেল পুরস্কার লাভ করেছেন?
|
উঃ কুরী পরিবার। মাদাম কুরী (১৯০৩ ও ১৯১১), পিয়েরে কুরী (১৯০৩), আইরিন জুলিয়েট কুরী (১৯৩৫) ও ফ্রেডারিখ কুরী (১৯৫০)। |
|
|
|
সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী কে?
|
উঃ মালালা ইউসুফ জাই (২০১৪ শান্তি); ১৭ বছর। |
|
|
|
সবচেয়ে বেশী বয়সে নোবেল বিজয়ী কে?
|
উঃ আর্থার আশকিন (২০১৮ পদার্থ); ৯৬ বছর। |
|
|
|
সবচেয়ে বেশী নোবেল বিজয়ী কোন প্রতিষ্ঠানের?
|
উঃ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। |
|
|
|
নোবেল বিজয়ীদের মধ্যে সবচেয়ে বেশী দিন জীবিত ছিলেন?
|
উঃ রিটা লেভি মনটালচিনি (১৯৮৬); ১০৩ (জন্মঃ ২২/০৪/১৯০৯- মৃতঃ ৩০/১২/২০১২ সালে) বছর। |
|
|
|
জাতিসংঘ ও এর অঙ্গসংস্থাগুলো কতবার নোবেল পুরস্কার লাভ করে?
|
উঃ ৮ বার। |
|
|
|
কত জন নোবেল বিজয়ী পুরস্কার ঘোষনার সময় গ্রেপ্তার ছিলেন?
|
উঃ ৩ জন (শান্তিতে)। (ক্যারল ভন ওসিয়েটজকি -জার্মানী ১৯৩৫, অং সাং সুকী -মায়ানমার ১৯৯১ এবং লিউ জিয়াবাও -চীন ২০১০। |
|
|
|