স্মরনীয় ঘটনাবলী (খ্রিস্টপূর্ব-১৬০০ খ্রিঃ)

খ্রিস্ট পূর্ব স্মরনীয় ঘটনাবলী
৪০০০ মিশরে ও মেসোপটেমিয়ায় (বর্তমান ইরাক) প্রথম মানব সভ্যতার বিকাশ
৩০০০ ভারতে হিন্দু সভ্যতার বিকাশ।
২৫০০ ভারতে আর্যদের আগমন শুরু।
৯৫০ ভারতে কুরুক্ষেত্রের মহাসমর।
৭৭৬ গ্রীসে প্রথম অলিম্পিক শুরু।
৪৯০ গ্রীসে ম্যারাথনের যুদ্ধ।
৪২৭ দার্শনিক প্লেটোর জন্ম।
৩৯৯ দার্শনিক সক্রেটিস হেমলক পানে নিহত।
৩৪৭ দার্শনিক প্লেটোর মৃত্যু।
৩২৭ আলেকজান্ডারের মৃত্যু।
২৮৭ আর্কিমিডিসের জন্ম।
১৬৬ তাতারদের চীন অভিযান।
৫৫ জুলিয়াস সিজারের প্রথম প্রেট ব্রিটেন গমন।
৩০ এ্যান্টনিও ও ক্লিওপেট্রার মৃত্যু।
খ্রিস্ট পরবর্তী স্মরনীয় ঘটনাবলী
যীশু খ্রিষ্টের জন্ম।
৩০ যীশু খ্রিষ্টের মৃত্যু। (মতান্তরে ২৯ খ্রিষ্টাব্দে)
৩৪ রোমান সম্রাট নিরো কর্তৃক ধর্মীয় কারণে খ্রিষ্টানদের হত্যার আদেশ।
৭৯ বিসুভিয়াসের অগ্ন্যুপাতের ফলে পম্পেই নগরী ধ্বংশ।
৩৭৬ প্রসিদ্ধ জ্যোতিবিজ্ঞানী আর্যভট্টের জন্ম।
৫৭০ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্ম।
৬০০ রোমান সাম্রাজ্যের পতন।
৬০৬ হর্ষবর্ধনের সিংহাসনে আরোহণ।
৬১০ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নবুয়্যাত লাভ।
৬২২ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মদিনায় হিজরত পালন ও হিজরী সন গণনা শূরু।
৬৩২ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইন্তেকাল।
৬৩৪ মুসলমানগণ কর্তৃক সিরিয়া অধিকার। হযরত আবু বকর রাদ্বিয়াল্লাহ তায়ালা আনহু শাহাদাত লাভ করেন
৬৪৪ হযরত ওমর রাদ্বিয়াল্লাহ তায়ালা আনহু শাহাদাত লাভ।
৬৫৬ হযরত ওসমান রাদ্বিয়াল্লাহ তায়ালা আনহু মদীনায় শাহাদাত লাভ করেন
৬৬১ হযরত আলী রাদ্বিয়াল্লাহ তায়ালা আনহু কুফায় শাহাদাত লাভ করেন।
৭১১ মুর সম্রাট সারাসিনের স্পেন বিজয়।
৭১২ মোঃ বিন কাসিম কর্তৃক সিন্ধু আক্রমন ও বিজয়।
৭৭৮ ফরাসী লেখক রোমা রোলারের মৃত্যু।
৭৮৬ বাগদাদে হারুন অর রশিদ খলিফা নিযুক্ত।
৯০০ আলফ্রেড দি গ্রেটের মৃত্যু।
৯৯৭ সুলতান মাহমুদের গজনীর সিংহাসন লাভ।
১০২০ শাহনামা গ্রন্থের রচয়িতা মহা কবি ফেরদৌসির ইন্তেকাল।
১০২৬ সুলতান মাহমুদ কর্তৃক ভারতের সোমনাথ মন্দির লুণ্ঠন।
১০৭৬ তাতার বাহিনীর কর্তৃক পবিত্র জেরুজালেম দখল।
১০৯৬ গির্জা কর্তৃপক্ষের অনুরোধে খ্রিস্টানদের প্রথম ক্রসেডে যোগদান।
১০৯৯ খ্রীস্টান কর্তৃক জেরুজালেম অধিকার।
১১৪৭ দ্বিতীয় ক্রসেড।
১১৬২ মোঙ্গল নেতা চেঙ্গিস খানের জন্ম।
১১৮৭ মিশরের সুলতান সালাউদ্দিন কর্তৃক জেরুজালেম পুনরুদ্ধার।
১২০২ চতুর্থ ক্রসেড।
১২২৫ ইংল্যান্ডের রাজা জন কর্তৃক ম্যাগনাকার্টায় স্বাক্ষর প্রদান।
১২২৭ চেঙ্গিস খাঁর মৃত্যু।
১২৭১ মার্কো পোলোর দেশ ভ্রমণ আরম্ভ।
১২৯৫ বৃটিশ পার্লামেন্টের সূচনা।
১৩৩৮ ইউরোপে শতবর্ষব্যাপি যুদ্ধ শুরু।
১৩৯৮ তৈমুর লঙ্গের ভারত অভিযান।
১৪৫৬ জন গুটেনবার্গ কর্তৃক আবিস্কৃত ধাতব ছাপার অক্ষরে প্রথম বাইবেল মুদ্রণ।
১৪৬৯ শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের জন্ম।
১৪৯২ ক্রিস্টোফার কলম্বাস আটলান্টিক মহাসাগর অতিক্রম করে আমেরিকা উপনীত।
১৪৯৮ পর্তুগীজ নাবিক ভাস্কো-দা-গামা আফ্রিকা ঘুরে ভারতবর্ষে আগমণ।
১৪৯৯ স্বাধীন প্রজাতন্ত্রী রাষ্ট্র হিসেবে সুইজারল্যান্ডের আত্মপ্রকাশ।
১৫০১ পর্তুগীজ কর্তৃক ভারতের গোয়া দখল।
১৫২০ পঞ্চম চার্লস রোমান সাম্রাজ্যের সম্রাট হিসেবে নির্বাচিত হন।
১৫২৬ পানিপথের ১ম যুদ্ধে বাবরের জয়লাভ এবং দিল্লীতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা।
১৫২৯ মার্টিন লুথার কর্তৃক পেপের নিরঙ্কুশ ক্ষমতা অস্বীকার।
১৫৩৫ রানী এলিজাবেথের জন্ম।
১৫৪১ হারনান্ডো সোটো কর্তৃক মিসিসিপি নদী আবিস্কার।
১৫৪৬ মার্টিন লুথারের মৃত্যু।
১৫৪৭ রাশিয়ার সম্রাট চতুর্থ আইভান (দি টেরিবল) কর্তৃক জার উপাধি গ্রহণ।
১৫৫৬ সম্রাট আকবরের রাজম্ব শুরু।
১৫৫৬ পানিপথের ২য় যুদ্ধ।
১৫৫৮ ইংল্যান্ডের রাণী এলিজাবেথের ১ম শাসনকালের শুরু।
১৫৬৪ ২৬ এপ্রিল উইলিয়াম শেক্সপিয়রের জন্ম।
১৫৭৪ হলদিঘাটের যুদ্ধ। সম্রাট আকবর কর্তৃক বাংলা বিজয়।
১৫৮২ আকবর কর্তৃক দীন-ই-ইলাহী প্রবর্তন।
Next >>
এ বিভাগের অন্যান্য টপিক
সভ্যতার ইতিহাস এশিয়ার ইতিহাস ইউরোপের ইতিহাস আফ্রিকার ইতিহাস উত্তর আমেরিকার ইতিহাস দঃ আমেরিকা ও ওশেনিয়ার ইতিহাস স্বাধীনতা আন্দোলনের নেতা বিশের রাজনৈতিক হত্যাকান্ড বিশ্ব অর্থনীতি আন্তর্জাতিক সংস্থা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠাকাল জাতিসঙ্ঘের মহাসচিবগণ আন্তর্জাতিক দিবসসমূহ আন্তর্জাতিক দিবস বিষয়ক বিভিন্ন দেশের জাতীয় দিবস বিখ্যাত ব্যক্তিদের জীবিকা বিখ্যাত ব্যক্তিদের উপাধি আন্তর্জাতিক চুক্তি ও সনদসমূহ আন্তর্জাতিক চুক্তি ও সনদ বিভিন্ন যুদ্ধ ও গৃহযুদ্ধসমূহ যুদ্ধাস্ত্র ও মারনাস্ত্র দেশের পার্লামেন্ট ও জাতীয় প্রতীক বিশ্বখ্যাত সংবাদ সংস্থা বিখ্যাত বিমান সংস্থা বিখ্যাত বাসভবন/অফিস বিখ্যাত লাইব্রারী সমূহ বিখ্যাত মিউজিয়াম বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা বিশ্বের সর্বোচ্চ স্তম্ভ বিখ্যাত ভাস্কর্য ও স্মৃতিসৌধ বিখ্যাত কবি ও দার্শনিক নোবেল প্রাইজ সংক্রান্ত নোবেল বিজয়ী মহিলা মুসলীম নোবেল বিজয়ী হিন্দু নোবেল বিজয়ী নোবেল বিজয়ী (অর্থনীতি) নোবেল বিজয়ী (রসায়ন) নোবেল বিজয়ী (চিকিৎসা) নোবেল বিজয়ী (সাহিত্য) নোবেল বিজয়ী (শান্তি) নোবেল বিজয়ী (পদার্থ) নোবেল বিজয়ীদের পরিসংখ্যান বিভিন্ন দেশের ও স্থানের প্রাচীন নাম দেশ ও স্থানের নামের উৎপত্তি দেশভিত্তিক কেন্দ্রীয় ব্যাংক পশু পাখি বিষয়ক স্মরনীয় ঘটনাবলী (খ্রিস্টপূর্ব-১৬০০ খ্রিঃ) স্মরনীয় ঘটনাবলী (১৬০০-১৯০০) স্মরনীয় ঘটনাবলী (১৯০০-২০০০)