চিকিৎসা ও পুষ্টি বিজ্ঞান-৫

  • মানব দেহে রক্তের পরিমাণ কত?
  • উঃ ৫-৬ লিটার।
  • মানুষের চোখে কি ধরনের লেন্স থাকে?
  • উঃ উত্তল লেন্স।
  • ০.৯% সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ কে কি বলা হয়?
  • উঃ নরমাল স্যালাইন।
  • চোখের জল কোন গ্রন্থি নিঃসরণ?
  • উঃ ল্যাক্রিমা।
  • মানুষের প্রতি কোষের সেক্স ক্রোমোজোম থাকে?
  • উঃ ২ টি।
  • রক্ত আমাশয়ের জীবাণুর নাম কি?
  • উঃ সিগেলা।
  • পেনিসিলিন কে আবিষ্কার করেন?
  • উঃ আলেকজান্ডার ফ্লেমিং।
  • অ্যানিমিয়া রোগ হয় কি কারনে?
  • উঃ লৌহের অভাবে।
  • এন্টামিবার সংখ্যাধিক্যে মানব দেহে কি সৃষ্টি করে?
  • উঃ আমাশয়।
  • হেপাটাইটিস রোগের প্রধান কারণ কি?
  • উঃ ভাইরাস।
  • টিউবার কিউলোসিস শরীরের কোন অংশে হয়?
  • উঃ ফুসফুসে।
  • পেনিসিলিন ঔষধটা তৈরি করা হয়?
  • উঃ ভাইরাস থেকে।
  • জীবদেহের শক্তির উৎস কি?
  • উঃ খাদ্য।
  • জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হওয়ার উপাদান কি?
  • উঃ উৎসেচক।
  • পুষ্টিকে দেহের কি প্রকার বিপাককরণ বলা হয়?
  • উঃ উপচিতি বিপাককরণ।
  • মনোস্যাকারাইড জাতীয় কয়েকটি সরল শর্করার নাম কি?
  • উঃ গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ ইত্যাদি
  • মেরাসমাস রোগ হয় কেন?
  • উঃ আমিষের স্বল্পতার কারণে।
  • কোন পদার্থকে হাড় তৈরীর জন্য দরকারি?
  • উঃ ক্যালসিয়াম, ফসফরাস, খনিজ লবণ ও ভিটামিন ডি।
  • কোন খাদ্যে তাপ উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি?
  • উঃ স্নেহ জাতীয় খাদ্যে।
  • বেরিবেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
  • উঃ ভিটামিন বি কমপ্লেক্স।
  • কোন ধরনের ভিটামিন 'বি'কে রিবোফ্লবিন বলে?
  • উঃ ভিটামিন বি ২
  • গলগন্ড বা ঘ্যাগ রোগ হয় কেন?
  • উঃ আয়োডিনের অভাবে।
  • কোন ফলে ভিটামিন সি সবচেয়ে বেশি থাকে?
  • উঃ আমলকী।