চিকিৎসা ও পুষ্টি বিজ্ঞান-৪

  • এক্স রশ্মি মূলত কি?
  • উঃ এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ।
  • তাপমাত্রা নির্ণয় করতে কতক্ষণ থার্মোমিটার 
    দেহের সংস্পর্শে রাখতে হয়?
  • উঃ 30-35 সেকেন্ড।



  • ডেসিবল মিটার কি কাজে ব্যবহৃত হয়?
  • উঃ শব্দ দূষণ পরিমাপে।
  • শিশুদের জন্য অত্যাবশ্যকীয় টিকা কি কি?
  • উঃ যক্ষার জন্য বিসিজি, ডিফথেরিয়া জন্য ডিপিটি, 
    টাইফয়েড এর জন্য টিসিভি, ধনুষ্টংকার এর জন্য টিটি।



  • মেডিসিনের জনক কে?
  • উঃ হিপোক্রেটিস।
  • ইলেক্ট্রো এনসেফালোগ্রাফি কি?
  • উঃ মানুষ ও অন্যান্য প্রাণীর মগজ থেকে সূক্ষ্ম বিদ্যুৎপ্রবাহ উৎপাদন রেকর্ড 
    করার জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান সম্মত পদ্ধতি।



  • প্লাস্টিক সার্জারির প্রচলন প্রথম কোথায় হয়?
  • উঃ ব্রিটেনে, ১৭৯৪ খ্রিস্টাব্দে।
  • দাঁত বাধানোর প্রচলন প্রথম কোন দেশে এবং কবে হয়?
  • উঃ সুইজারল্যান্ডে, 15 শতাব্দীতে।
  • হৃদযন্ত্র প্রথম অস্ত্রোপচার কোথায় কত সালে হয়?
  • উঃ জার্মানিতে, ১৮৯৬ সালে।
  • অ্যাম্বুলেন্স প্রথম কোন দেশে কত সালে ব্যবহৃত হয়?
  • উঃ ফ্রান্সে, ১৭৯২ সালে।
  • ইনসুলিন প্রথম কোন দেশে কত সালে আবিষ্কৃত হয়?
  • উঃ কানাডায়, ১৯২১ সালে।
  • ম্যালেরিয়া রোগের চক্র কারণ কে আবিষ্কার করেন?
  • উঃ স্যার রোনাল্ড রস।
  • ডেঙ্গু জ্বর কি ধরনের মশায় কামড়ে হয়?
  • উঃ জীবাণুবাহী এডিস মশার কামড়ে।
  • ডেঙ্গু জ্বর কিভাবে ছড়ায়?
  • উঃ মশার দ্বারা মানুষের শরীরের ছড়ায়।
  • ক্ষুরা রোগের ইংরেজি নাম কি?
  • উঃ Foot and Mouth Disease (FMD)
  • ক্ষুরা রোগের জীবাণুর নাম কি?
  • উঃ Picorna Viridae
  • ইনফ্লুয়েঞ্জা, হাম, মাম্পস প্রভৃতি রোগ কে সৃষ্টি করে?
  • উঃ ভাইরাস।
  • কলেরা, টাইফাইড, যক্ষা প্রভৃতি রোগ সৃষ্টি করে?
  • উঃ ব্যাকটেরিয়া।
  • হৃদপিন্ডের প্রকোষ্ঠ সংখ্যা কাকে বলা হয়?
  • উঃ সিস্টোল।