| বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রন্থের রচয়িতা কে? |
উঃ মযহারুল ইসলাম। |
| বুড়ো শালিকের ঘাড়ে রোঁ প্রহসনটি রচনা করেন কে? |
উঃ মাইকেল মধুসূদন দত্ত। |
| বিয়ে পাগল বুড়ো প্রহসনের রচয়িতা কে? |
উঃ দীনবন্ধু মিত্র। |
| বাংলা সাহিত্যে প্রথম সার্থক গীতি কবিতা রচনা করেন কে? |
উঃ বিহারী লাল চক্রবর্তী। |
| বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস বলে স্বীকৃত গ্রন্থের নাম কি? |
উঃ আলালের ঘরে দুলাল। |
| ব্যাথার দান গ্রন্থটির রচয়িতা কে? |
উঃ কাজী নজরুল ইসলাম। |
| বাঁধনহারা উপন্যাসটির রচয়িতা কে? |
উঃ কাজী নজরুল ইসলাম। |
| বাতায়ন পাশে গুবাক তরুর সারি কবিতাটির রচযিতা কে? |
উঃ কাজী নজরুল ইসলাম। |
| বেতাল পঞ্চ বিংশগতি রচনা করেন কে? |
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। |
| বিষের বাঁশি গ্রন্থের রচয়িতা কে? |
উঃ কাজী নজরুল ইসলাম। |
| বিলেতে সাড়ে সাতশ দিন গ্রন্থের রচয়িতা কে? |
উঃ মুহম্মদ আব্দুল হাই। |
| বিধ্বস্ত নীলিমা কাব্য গ্রন্থের রচয়িতা কে? |
উঃ শামসুর রাহমান। |
| বাংলা ছাড়ো গ্রন্থের রচয়িতা কে? |
উঃ সিকান্দার আবু জাফর। |
| বন্দী শিবির থেকে গ্রন্থের রচয়িতা কে? |
উঃ শামসুর রাহমান। |
| বঙ্কিম চন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি? |
উঃ দুর্গেশ নন্দিনী (১৮৬৫)। |
| বঙ্কিম চন্দ্র মৃত্যু কবে বরণ করেন? |
উঃ ১৮৯৪ সালে। |
| বসন্তকুমারী নাটকটি কে রচনা করেন? |
উঃ মীর মোশাররফ হোসেন। |
| বিশ শতকের মেয়ে গ্রন্থের রচয়িতা কে? |
উঃ নীলিমা ইব্রাহিম। |
| বন্দির বাঁশি কাব্যগ্রন্থের রচয়িতা কে? |
উঃ বেনজির আহমেদ। |
| বাঙ্গালীর ইতিহাস গ্রন্থটির রচয়িতা কে? |
উঃ নীহাররঞ্জন রায়। |
| ভদ্রার্জুন গ্রন্থের রচয়িতা কে? |
উঃ তারাচরন সিকদার। |
| ভবিষত্যের বাঙ্গালী গ্রন্থের রচয়িতা কে? |
উঃ এস. ওয়াজেদ আলী। |
| মনীষা মঞ্জুষা গ্রন্থের রচয়িতা কে? |
উঃ ডঃ মুহাম্মদ এনামুল হক। |
| মনসামঙ্গলের আদি রচয়িতা কে? |
উঃ কানাহরি দত্ত। |
| মধুমালতী কাব্য গ্রন্থের রচয়িতা কে? |
উঃ মুহম্মদ কবির। |
| মৃত্যুক্ষুধা উপন্যাসটির রচয়িতা কে? |
উঃ কাজী নজরুল ইসলাম। |
| মাইকেল মধুসূদন দত্তের কৃতিত্ব সবচেয়ে কি রচনার জন্য? |
উঃ চর্তুদশপদী কবিতা। |
| মামলার ফল গল্পটির রচয়িতা কে? |
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। |
| মুক্তধারা কোন জাতীয় নাটক? |
উঃ রূপক। |
| মাটির পৃথিবী গ্রন্থটির রচয়িতা কে? |
উঃ আবুল ফজল। |