আলোচিত সাহিত্য ও স্রষ্টা-৫

বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রন্থের রচয়িতা কে? উঃ মযহারুল ইসলাম।
বুড়ো শালিকের ঘাড়ে রোঁ প্রহসনটি রচনা করেন কে? উঃ মাইকেল মধুসূদন দত্ত।
বিয়ে পাগল বুড়ো প্রহসনের রচয়িতা কে? উঃ দীনবন্ধু মিত্র।
বাংলা সাহিত্যে প্রথম সার্থক গীতি কবিতা রচনা করেন কে? উঃ বিহারী লাল চক্রবর্তী।
বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস বলে স্বীকৃত গ্রন্থের নাম কি? উঃ আলালের ঘরে দুলাল।
ব্যাথার দান গ্রন্থটির রচয়িতা কে? উঃ কাজী নজরুল ইসলাম।
বাঁধনহারা উপন্যাসটির রচয়িতা কে? উঃ কাজী নজরুল ইসলাম।
বাতায়ন পাশে গুবাক তরুর সারি কবিতাটির রচযিতা কে? উঃ কাজী নজরুল ইসলাম।
বেতাল পঞ্চ বিংশগতি রচনা করেন কে? উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
বিষের বাঁশি গ্রন্থের রচয়িতা কে? উঃ কাজী নজরুল ইসলাম।
বিলেতে সাড়ে সাতশ দিন গ্রন্থের রচয়িতা কে? উঃ মুহম্মদ আব্দুল হাই।
বিধ্বস্ত নীলিমা কাব্য গ্রন্থের রচয়িতা কে? উঃ শামসুর রাহমান।
বাংলা ছাড়ো গ্রন্থের রচয়িতা কে? উঃ সিকান্দার আবু জাফর।
বন্দী শিবির থেকে গ্রন্থের রচয়িতা কে? উঃ শামসুর রাহমান।
বঙ্কিম চন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি? উঃ দুর্গেশ নন্দিনী (১৮৬৫)।
বঙ্কিম চন্দ্র মৃত্যু কবে বরণ করেন? উঃ ১৮৯৪ সালে।
বসন্তকুমারী নাটকটি কে রচনা করেন? উঃ মীর মোশাররফ হোসেন।
বিশ শতকের মেয়ে গ্রন্থের রচয়িতা কে? উঃ নীলিমা ইব্রাহিম।
বন্দির বাঁশি কাব্যগ্রন্থের রচয়িতা কে? উঃ বেনজির আহমেদ।
বাঙ্গালীর ইতিহাস গ্রন্থটির রচয়িতা কে? উঃ নীহাররঞ্জন রায়।
ভদ্রার্জুন গ্রন্থের রচয়িতা কে? উঃ তারাচরন সিকদার।
ভবিষত্যের বাঙ্গালী গ্রন্থের রচয়িতা কে? উঃ এস. ওয়াজেদ আলী।
মনীষা মঞ্জুষা গ্রন্থের রচয়িতা কে? উঃ ডঃ মুহাম্মদ এনামুল হক।
মনসামঙ্গলের আদি রচয়িতা কে? উঃ কানাহরি দত্ত।
মধুমালতী কাব্য গ্রন্থের রচয়িতা কে? উঃ মুহম্মদ কবির।
মৃত্যুক্ষুধা উপন্যাসটির রচয়িতা কে? উঃ কাজী নজরুল ইসলাম।
মাইকেল মধুসূদন দত্তের কৃতিত্ব সবচেয়ে কি রচনার জন্য? উঃ চর্তুদশপদী কবিতা।
মামলার ফল গল্পটির রচয়িতা কে? উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
মুক্তধারা কোন জাতীয় নাটক? উঃ রূপক।
মাটির পৃথিবী গ্রন্থটির রচয়িতা কে? উঃ আবুল ফজল।
Next >>
এ বিভাগের অন্যান্য টপিক
বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন সাহিত্যের পৃষ্ঠপোষকগণ প্রাচীন সাহিত্যে ধারা লোক সাহিত্য বৈষ্ণব পদাবলী মঙ্গলকাব্য মর্সিয়া সাহিত্য পুঁথি সাহিত্য নাথ সাহিত্য রোমান্টিক প্রণয়োপখ্যান কবিওয়ালা বা কবিগান সাহিত্যিকদের উপাধি/ছদ্মনাম মহাকবি ও মহাকাব্য গীতিকবি ও গীতিকাব্য বিখ্যাত বাংলা প্রহসন বিখ্যাত বাংলা উপন্যাস বিখ্যাত বাংলা ছোটগল্প বিখ্যাত বাংলা নাটক বিখ্যাত ঐতিহাসিক নাটক বিখ্যাত সামাজিক নাটক বিখ্যাত কবিয়াল ও বাউলগণ বিখ্যাত মঙ্গলকাব্যের কবি বাংলা সাহিত্যের ছন্দ বাংলা সাহিত্যের ভাষাতত্ত্ব ভাষা বিষয়ক গ্রন্থ ও ভাষাতাত্ত্বিক প্রাচীন বাংলা সাময়িকীপত্র আরাকান রাজসভায় বাংলা সাহিত্য বাংলা পত্রিকা/ সাময়িকী ও সম্পাদক বাংলা মূদ্রণশিল্প ও ভাষা উন্নয়ন আলোচিত সাহিত্য ও স্রষ্টা আলোচিত চরিত্র ও স্রষ্টা আলোচিত পঙতি ও স্রষ্টা বাংলা সাহিত্যে প্রথম কবি / সাহিত্যেকদের প্রথম গ্রন্থ