আলোচিত সাহিত্য ও স্রষ্টা-৪



নরুল দীনের সারাজীবন নাটকের রচয়িতা কে? উঃ সৈয়দ শাসসূল হক।
নির্জন স্বাক্ষর গ্রন্থটির রচয়িতা কে? উঃ বুদ্ধদেব বসু।
নুরনামা কাব্যগ্রন্থের রচয়িতা কে? উঃ আব্দুল হাকিম।
পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতা কে ? উঃ মানিক বন্দোপাধ্যয়।
পথের পাচালী উপন্যাসের রচয়িতা কে? উঃ বিভূতিভূষন বন্দোপাধ্যায়।
পথের পাঁচালী উপন্যাসের উপজীব্য বিষয় কি? উঃ গ্রামীন জীবন।
পথের দাবী উপন্যাসটির রচয়িতা কে? উঃ শরৎচন্দ্র চট্টপ্যাধায়।
প্রসন্ন প্রহর গ্রন্থের রচয়িতা কে? উঃ সিকান্দর আবু জাফর।
প্রেমের সমাধির রচয়িতা কে? উঃ মোহাম্মদ নজীবর রহমান।
পদ্মা-মেঘনা-যমুনা উপন্যাসের রচয়িতা কে? উঃ আবু জাফর শামসুদ্দিন।
পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের রচয়িতা কে? উঃ সৈয়দ শামসুল হক।
পদ্মরাগ গ্রন্থটির রচয়িতা কে? উঃ বেগম রোকেয়া।
পারস্য প্রতিভা গ্রন্থের রচয়িতা কে? উঃ মুহাম্মদ বরকতউল্লাহ।
পথে প্রবাসে গ্রন্থের রচয়িতা কে? উঃ অন্নদাশঙ্কর রায়।
পলাশীর য্দ্ধু গ্রন্থের লেখক কে? উঃ নবীন চন্দ্র সেন।
প্রভাবতী সম্ভাষণ এর রচয়িতা কে? উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থের রচয়িতা কে? উঃ শ্রীমতি ক্যাথেরিনা।
ফকির গরীবুল্লাহর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের রচয়িতা কে? উঃ জঙ্গনামা।
ফুড কনফারেন্স গ্রন্থটির রচয়িতা কে? উঃ আবূল মুনসুর আহমেদ।
ফররুখ আহমেদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? উঃ সাত সাগরের মাঝি।
বীরবলের হালখাতার রচয়িতা কে? উঃ প্রমথ চৌধুরী।
বনলতা সেন কবিতাটি লিখেছেন কে? উঃ জীবনানন্দ দাশ।
বেদের মেয়ে নাটকটির রচয়িতা কে? উঃ জসীম উদ্দিন।
বরফগলা নদী উপন্যাসের রচয়িতা কে? উঃ জহির রায়হান।
বঙ্গসুন্দরী কাব্যর রচয়িতা কে? উঃ বিহারী লাল চক্রবর্তী।
বং থেকে বাংলা উপন্যাসের রচয়িতা কে? উঃ ফজলুর রহমান।
বেদান্ত গ্রন্থটির রচয়িতা কে? উঃ রাজা রামমোহন রায়।
বাংলা ভাষার প্রথম সামাজিক নাটক কোনটি? উঃ কুলীনকুল সর্বস্ব।
বত্রিশ সিংহাসন গ্রন্থের রচয়িতা কে? উঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
বেদান্ত চন্দ্রিকা ও প্রবোধ চন্দ্রিকা গ্রন্থদুটির রচয়িতা কে? উঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।

Next >>
এ বিভাগের অন্যান্য টপিক
বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন সাহিত্যের পৃষ্ঠপোষকগণ প্রাচীন সাহিত্যে ধারা লোক সাহিত্য বৈষ্ণব পদাবলী মঙ্গলকাব্য মর্সিয়া সাহিত্য পুঁথি সাহিত্য নাথ সাহিত্য রোমান্টিক প্রণয়োপখ্যান কবিওয়ালা বা কবিগান সাহিত্যিকদের উপাধি/ছদ্মনাম মহাকবি ও মহাকাব্য গীতিকবি ও গীতিকাব্য বিখ্যাত বাংলা প্রহসন বিখ্যাত বাংলা উপন্যাস বিখ্যাত বাংলা ছোটগল্প বিখ্যাত বাংলা নাটক বিখ্যাত ঐতিহাসিক নাটক বিখ্যাত সামাজিক নাটক বিখ্যাত কবিয়াল ও বাউলগণ বিখ্যাত মঙ্গলকাব্যের কবি বাংলা সাহিত্যের ছন্দ বাংলা সাহিত্যের ভাষাতত্ত্ব ভাষা বিষয়ক গ্রন্থ ও ভাষাতাত্ত্বিক প্রাচীন বাংলা সাময়িকীপত্র আরাকান রাজসভায় বাংলা সাহিত্য বাংলা পত্রিকা/ সাময়িকী ও সম্পাদক বাংলা মূদ্রণশিল্প ও ভাষা উন্নয়ন আলোচিত সাহিত্য ও স্রষ্টা আলোচিত চরিত্র ও স্রষ্টা আলোচিত পঙতি ও স্রষ্টা বাংলা সাহিত্যে প্রথম কবি / সাহিত্যেকদের প্রথম গ্রন্থ