|
|
নরুল দীনের সারাজীবন নাটকের রচয়িতা কে? |
উঃ সৈয়দ শাসসূল হক। |
নির্জন স্বাক্ষর গ্রন্থটির রচয়িতা কে? |
উঃ বুদ্ধদেব বসু। |
নুরনামা কাব্যগ্রন্থের রচয়িতা কে? |
উঃ আব্দুল হাকিম। |
পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতা কে ? |
উঃ মানিক বন্দোপাধ্যয়। |
পথের পাচালী উপন্যাসের রচয়িতা কে? |
উঃ বিভূতিভূষন বন্দোপাধ্যায়। |
পথের পাঁচালী উপন্যাসের উপজীব্য বিষয় কি? |
উঃ গ্রামীন জীবন। |
পথের দাবী উপন্যাসটির রচয়িতা কে? |
উঃ শরৎচন্দ্র চট্টপ্যাধায়। |
প্রসন্ন প্রহর গ্রন্থের রচয়িতা কে? |
উঃ সিকান্দর আবু জাফর। |
প্রেমের সমাধির রচয়িতা কে? |
উঃ মোহাম্মদ নজীবর রহমান। |
পদ্মা-মেঘনা-যমুনা উপন্যাসের রচয়িতা কে? |
উঃ আবু জাফর শামসুদ্দিন। |
পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের রচয়িতা কে? |
উঃ সৈয়দ শামসুল হক। |
পদ্মরাগ গ্রন্থটির রচয়িতা কে? |
উঃ বেগম রোকেয়া। |
পারস্য প্রতিভা গ্রন্থের রচয়িতা কে? |
উঃ মুহাম্মদ বরকতউল্লাহ। |
পথে প্রবাসে গ্রন্থের রচয়িতা কে? |
উঃ অন্নদাশঙ্কর রায়। |
পলাশীর য্দ্ধু গ্রন্থের লেখক কে? |
উঃ নবীন চন্দ্র সেন। |
প্রভাবতী সম্ভাষণ এর রচয়িতা কে? |
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। |
ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থের রচয়িতা কে? |
উঃ শ্রীমতি ক্যাথেরিনা। |
ফকির গরীবুল্লাহর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের রচয়িতা কে? |
উঃ জঙ্গনামা। |
ফুড কনফারেন্স গ্রন্থটির রচয়িতা কে? |
উঃ আবূল মুনসুর আহমেদ। |
ফররুখ আহমেদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? |
উঃ সাত সাগরের মাঝি। |
বীরবলের হালখাতার রচয়িতা কে? |
উঃ প্রমথ চৌধুরী। |
বনলতা সেন কবিতাটি লিখেছেন কে? |
উঃ জীবনানন্দ দাশ। |
বেদের মেয়ে নাটকটির রচয়িতা কে? |
উঃ জসীম উদ্দিন। |
বরফগলা নদী উপন্যাসের রচয়িতা কে? |
উঃ জহির রায়হান। |
বঙ্গসুন্দরী কাব্যর রচয়িতা কে? |
উঃ বিহারী লাল চক্রবর্তী। |
বং থেকে বাংলা উপন্যাসের রচয়িতা কে? |
উঃ ফজলুর রহমান। |
বেদান্ত গ্রন্থটির রচয়িতা কে? |
উঃ রাজা রামমোহন রায়। |
বাংলা ভাষার প্রথম সামাজিক নাটক কোনটি? |
উঃ কুলীনকুল সর্বস্ব। |
বত্রিশ সিংহাসন গ্রন্থের রচয়িতা কে? |
উঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। |
বেদান্ত চন্দ্রিকা ও প্রবোধ চন্দ্রিকা গ্রন্থদুটির রচয়িতা কে? |
উঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। |
|
|