আলোচিত সাহিত্য ও স্রষ্টা-৩



গোলাম মোস্তফার বিখ্যাত গ্রন্থ কোনটি? উঃ বিশ্বনবী।
চৈতন্যদেব জন্মগ্রহণ করেন কোথায়? উঃ নবদ্বীপে।
চোখের বালী উপন্যাসটি লিখেছেন কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
চাচা কাহিনী গ্রন্থের রচিয়তা কে? উঃ সৈয়দ মুজতবা আলী।
চ-ীমঙ্গল কাব্যের কবি কে? উঃ কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী।
জমিদার দর্পন নাটক রচনা করেছেন কে? উঃ মীর মোশারফ হোসেন।
জিব্রাইলের ডানার গল্পকার কে? উঃ শাহেদ আলী।
আরেক ফা-ুন, হাজার বছর ধরে, বরফ গলা নদী এগুলো কার রচিত উপন্যাস? উঃ জহির রায়হান।
তোতা ইতিহাস গ্রন্থটি কোন ভাষা থেকে অনূদিত? উঃ ফারসি।
তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাসের রচিয়তা কে? উঃ ডঃ আলাউদ্দিন আল-আজাদ।
তিতাস একটি নদীর নাম উপন্যাসের রচয়িতা কে? উঃ অদ্বৈত মল্লবর্মণ।
তারাবাঈ নাটকটির রচিয়াত কে? উঃ দ্বিজেন্দ্রলাল রায়।
দেওয়ানা মদিনা পালার রচয়িতা কে ? উঃ মনসুর বয়াতী।
The Captive Lady-র রচয়িতা কে ? উঃ মাইকেল মধুসূদন দত্ত।
দুই বোন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন শ্রেনীর রচনা ? উঃ উপন্যাস।
দুধে ভাতে উৎপাত প্রন্থের রচয়িতা কে? উঃ আখতারুজ্জামান ইলিয়াস।
দত্তা উপন্যাসটির লেখক কে? উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
দেশে বিদেশে গ্রন্থটির রচয়িতা কে? উঃ সৈয়দ মুজতবা আলী।
দন্ডকারন্য গ্রন্থটির রচয়িতা কে? উঃ মুনীর চৌধুরী।
ধন ধান্যে পুষ্পে ভরা- দেশাত্মবোধক গানটির রচয়িতা কে? উঃ দ্বিজেন্দ্রলাল রায়।
ধন্যবাদ কবিতাটি কার রচিত? উঃ আহসান হাবিব।
নৈবেদ্য গ্রন্থটির রচয়িতা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
নবী কাহিনী গ্রন্থের রচয়িতা কে? উঃ কাজী ইমদাদুল হক।
নয়া খান্দান নাটকের রচয়িতা কে? উঃ নূরুল মোমেন।
নীল দর্পন নাটকের রচয়িতা কে? উঃ দীনবন্ধু মিত্র।
নকশী কাঁথার মাঠ কাব্যটির রচয়িতা কে? উঃ জসিম উদ্দিন।
নকশী কাঁথার মাঠ কাব্যটির ইংরেজি অনুবাদক কে? উঃ E. M. Milford.
নবীন মাধক কোন নাটকের চরিত্র? উঃ নীল দর্পন নাটকের।
নারীর মূল্য প্রবন্ধের রচয়িতা কে? উঃ শরৎচন্দ্র চট্টপাধ্যায়।
নৌকাডুবি উপন্যাসের রচয়িতা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

Next >>
এ বিভাগের অন্যান্য টপিক
বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন সাহিত্যের পৃষ্ঠপোষকগণ প্রাচীন সাহিত্যে ধারা লোক সাহিত্য বৈষ্ণব পদাবলী মঙ্গলকাব্য মর্সিয়া সাহিত্য পুঁথি সাহিত্য নাথ সাহিত্য রোমান্টিক প্রণয়োপখ্যান কবিওয়ালা বা কবিগান সাহিত্যিকদের উপাধি/ছদ্মনাম মহাকবি ও মহাকাব্য গীতিকবি ও গীতিকাব্য বিখ্যাত বাংলা প্রহসন বিখ্যাত বাংলা উপন্যাস বিখ্যাত বাংলা ছোটগল্প বিখ্যাত বাংলা নাটক বিখ্যাত ঐতিহাসিক নাটক বিখ্যাত সামাজিক নাটক বিখ্যাত কবিয়াল ও বাউলগণ বিখ্যাত মঙ্গলকাব্যের কবি বাংলা সাহিত্যের ছন্দ বাংলা সাহিত্যের ভাষাতত্ত্ব ভাষা বিষয়ক গ্রন্থ ও ভাষাতাত্ত্বিক প্রাচীন বাংলা সাময়িকীপত্র আরাকান রাজসভায় বাংলা সাহিত্য বাংলা পত্রিকা/ সাময়িকী ও সম্পাদক বাংলা মূদ্রণশিল্প ও ভাষা উন্নয়ন আলোচিত সাহিত্য ও স্রষ্টা আলোচিত চরিত্র ও স্রষ্টা আলোচিত পঙতি ও স্রষ্টা বাংলা সাহিত্যে প্রথম কবি / সাহিত্যেকদের প্রথম গ্রন্থ