|
|
গোলাম মোস্তফার বিখ্যাত গ্রন্থ কোনটি? |
উঃ বিশ্বনবী। |
চৈতন্যদেব জন্মগ্রহণ করেন কোথায়? |
উঃ নবদ্বীপে। |
চোখের বালী উপন্যাসটি লিখেছেন কে? |
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর। |
চাচা কাহিনী গ্রন্থের রচিয়তা কে? |
উঃ সৈয়দ মুজতবা আলী। |
চ-ীমঙ্গল কাব্যের কবি কে? |
উঃ কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। |
জমিদার দর্পন নাটক রচনা করেছেন কে? |
উঃ মীর মোশারফ হোসেন। |
জিব্রাইলের ডানার গল্পকার কে? |
উঃ শাহেদ আলী। |
আরেক ফা-ুন, হাজার বছর ধরে, বরফ গলা নদী এগুলো কার রচিত উপন্যাস? |
উঃ জহির রায়হান। |
তোতা ইতিহাস গ্রন্থটি কোন ভাষা থেকে অনূদিত? |
উঃ ফারসি। |
তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাসের রচিয়তা কে? |
উঃ ডঃ আলাউদ্দিন আল-আজাদ। |
তিতাস একটি নদীর নাম উপন্যাসের রচয়িতা কে? |
উঃ অদ্বৈত মল্লবর্মণ। |
তারাবাঈ নাটকটির রচিয়াত কে? |
উঃ দ্বিজেন্দ্রলাল রায়। |
দেওয়ানা মদিনা পালার রচয়িতা কে ? |
উঃ মনসুর বয়াতী। |
The Captive Lady-র রচয়িতা কে ? |
উঃ মাইকেল মধুসূদন দত্ত। |
দুই বোন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন শ্রেনীর রচনা ? |
উঃ উপন্যাস। |
দুধে ভাতে উৎপাত প্রন্থের রচয়িতা কে? |
উঃ আখতারুজ্জামান ইলিয়াস। |
দত্তা উপন্যাসটির লেখক কে? |
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। |
দেশে বিদেশে গ্রন্থটির রচয়িতা কে? |
উঃ সৈয়দ মুজতবা আলী। |
দন্ডকারন্য গ্রন্থটির রচয়িতা কে? |
উঃ মুনীর চৌধুরী। |
ধন ধান্যে পুষ্পে ভরা- দেশাত্মবোধক গানটির রচয়িতা কে? |
উঃ দ্বিজেন্দ্রলাল রায়। |
ধন্যবাদ কবিতাটি কার রচিত? |
উঃ আহসান হাবিব। |
নৈবেদ্য গ্রন্থটির রচয়িতা কে? |
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর। |
নবী কাহিনী গ্রন্থের রচয়িতা কে? |
উঃ কাজী ইমদাদুল হক। |
নয়া খান্দান নাটকের রচয়িতা কে? |
উঃ নূরুল মোমেন। |
নীল দর্পন নাটকের রচয়িতা কে? |
উঃ দীনবন্ধু মিত্র। |
নকশী কাঁথার মাঠ কাব্যটির রচয়িতা কে? |
উঃ জসিম উদ্দিন। |
নকশী কাঁথার মাঠ কাব্যটির ইংরেজি অনুবাদক কে? |
উঃ E. M. Milford. |
নবীন মাধক কোন নাটকের চরিত্র? |
উঃ নীল দর্পন নাটকের। |
নারীর মূল্য প্রবন্ধের রচয়িতা কে? |
উঃ শরৎচন্দ্র চট্টপাধ্যায়। |
নৌকাডুবি উপন্যাসের রচয়িতা কে? |
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর। |
|
|