আলোচিত সাহিত্য ও স্রষ্টা-২

আলোচিত সাহিত্য ও স্রষ্টা
Next >>
  • ইসমাইল হোসেন সিরাজী যে কাব্যগ্রন্থের জন্য কারাবরণ করেন তার নাম কি?
  • উঃ অনল প্রবাহ (১৯০০ সালে প্রকাশিত, ১৯০৮ বর্ধিত সংস্করণ 
        প্রকাশিত হলে সরকার বাজেয়াপ্ত করে ২ বছর কারাদণ্ড হয়)



  • উমর ফারুক কবিতা কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অর্ন্তভূক্ত?
  • উঃ জিঞ্জির।
  • উদাসিন পথিকের মনের কথা উপন্যাসের রচয়িতা কে?
  • উঃ মীর মর্শারফ হোসেন।
  • উত্তম-পুরুষ উপন্যাসের রচয়িতা কে?
  • উঃ রশীদ করিম; ১৯৬১ সাল।
  • এ গ্রামার অব দ্য বেঙ্গলী ল্যাঙ্গুয়েজ এর রচিয়তা কে?
  • উঃ ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড; ১৭৭৮ সাল।
  • একেই কি বলে সভ্যতা প্রহসণটি কার রচনা?
  • উঃ মাইকেল মধুসুদন দত্ত, ১৮৬০ সাল।
  • এসো বিজ্ঞানের রাজ্যে গ্রন্থটির রচিয়তা কে?
  • উঃ আবদুল্লাহ আল মুর্তী শরফুদ্দিন; ১৯৫৫ সাল।
  • ওরা কদম আলী নাটকের রচিয়তা কে?
  • উঃ মামুনুর রশিদ।
  • ওজারতির দুই বছর গ্রন্থটির রচিয়তার নাম কি?
  • উঃ আতাউর রহমান খান; ১৯৬৩ সাল।



  • প্রধানমন্ত্রীত্বের নয় মাস গ্রন্থটির রচিয়তার নাম কি?
  • উঃ আতাউর রহমান খান।
  • স্বৈরাচারের দশ বছর গ্রন্থটির রচিয়তার নাম কি?
  • উঃ আতাউর রহমান খান।
  • কড়ি দিয়ে কিনলাম উপন্যাসটি রচনা করেন কে?
  • উঃ বিমল মিত্র।



  • কড়ি ও কোমল গ্রন্থের রচিয়তা কে?
  • উঃ রবীন্দ্রনাথ ঠাকুর; ১৮৮৬ সাল।
  • কমলাকান্তের দপ্তর গ্রন্থের রচিয়তা কে?
  • উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।



  • কমলাকান্তের দপ্তর কোন ধরনের রচনা?
  • উঃ র্তীযক ব্যঙ্গাত্মক।
  • কৃষ্ণকান্তের উইল উপন্যাসের রচিয়তা কে?
  • উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
  • ক্রীতদাসের হাসি উপন্যাসের রচিয়তা কে?
  • উঃ শওকত ওসমান।
  • কুলীনকুল সর্বস্ব নাটকের রচিয়তা কে?
  • উঃ রামনারায়ন তর্করত্ন।
  • কাফেলা নাটকের রচিয়তার নাম কি?
  • উঃ ইব্রাহিম খাঁ।
  • কামাল পাশা ও আনোয়ার পাশা গ্রন্থ দুটির রচয়িতার নাম কি?
  • উঃ ইব্রাহিম খাঁ।
  • কবর নাটকটির রচিয়তা কে?
  • উঃ মুনীর চৌধুরী।
  • কবর নাটকের পটভুমি কি?
  • উঃ ৫২-এর ভাষা আন্দোলন।
  • কবর নাটকটি প্রথম কোথায় মঞ্চায়িত হয়?
  • উঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
  • কবর কাবিতাটির রচয়িতা কে?
  • উঃ জসীম উদ্দিন।
  • কবর কাবিতাটি যে কাব্যগ্রন্থের অর্ন্তগত?
  • উঃ রাখালী।
  • কৃষ্ণপক্ষ গ্রন্থটির রচিয়তা কে?
  • উঃ আব্দুল গাফ্ফার চৌধুরী।
  • কাদোঁ নদী কাঁদো উপন্যাসের রচিয়তা কে?
  • উঃ সৈয়দা ওয়ালী উল্লাহ।
  • খেয়া রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
  • উঃ কাব্য রচনা।
  • খেলা রাম খেলে যারে কার রচনা?
  • উঃ সৈয়দ শামসুল হক।
  • গ্রানাডার শেষ বীর গ্রন্থটির রচয়িতা কে?
  • উঃ এস. ওয়াজেদ আলী।
এ বিভাগের অন্যান্য টপিক
বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন সাহিত্যের পৃষ্ঠপোষকগণ প্রাচীন সাহিত্যে ধারা লোক সাহিত্য বৈষ্ণব পদাবলী মঙ্গলকাব্য মর্সিয়া সাহিত্য পুঁথি সাহিত্য নাথ সাহিত্য রোমান্টিক প্রণয়োপখ্যান কবিওয়ালা বা কবিগান সাহিত্যিকদের উপাধি/ছদ্মনাম মহাকবি ও মহাকাব্য গীতিকবি ও গীতিকাব্য বিখ্যাত বাংলা প্রহসন বিখ্যাত বাংলা উপন্যাস বিখ্যাত বাংলা ছোটগল্প বিখ্যাত বাংলা নাটক বিখ্যাত ঐতিহাসিক নাটক বিখ্যাত সামাজিক নাটক বিখ্যাত কবিয়াল ও বাউলগণ বিখ্যাত মঙ্গলকাব্যের কবি বাংলা সাহিত্যের ছন্দ বাংলা সাহিত্যের ভাষাতত্ত্ব ভাষা বিষয়ক গ্রন্থ ও ভাষাতাত্ত্বিক প্রাচীন বাংলা সাময়িকীপত্র আরাকান রাজসভায় বাংলা সাহিত্য বাংলা পত্রিকা/ সাময়িকী ও সম্পাদক বাংলা মূদ্রণশিল্প ও ভাষা উন্নয়ন আলোচিত সাহিত্য ও স্রষ্টা আলোচিত চরিত্র ও স্রষ্টা আলোচিত পঙতি ও স্রষ্টা বাংলা সাহিত্যে প্রথম কবি / সাহিত্যেকদের প্রথম গ্রন্থ