| মানচিত্র গ্রন্থটির রচয়িতা কে ? |
উঃ আলাউদ্দিন আল আজাদ। |
| মানচিত্র নাটকটির রচয়িতা কে? |
উঃ আনিস চৌধুরী। |
| রক্তাক্ত প্রান্তর নাটকটির ্উপজীব্য বিষয় কি ? |
উঃ পানিপথের যুদ্ধ। |
| মেঘনাথ বধ কাব্যর ছন্দ কি ? |
উঃ অমিত্রাক্ষর। |
| ময়নামতির চর কাব্যগ্রন্থের রচয়িতা কে ? |
উঃ বন্দে আলী মিয়া। |
| রক্তকবরী গ্রন্থের রচয়িতা কে ? |
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর। |
| রাজর্ষি উপন্যাসটির রচয়িতা কে ? |
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর। |
| রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসটি প্রকাশিত হয় কত সালে ? |
উঃ ১৮৮৩ সালে। |
| রিক্তের বেদন গল্পগ্রন্থের রচয়িতা কে ? |
উঃ কাজী নজরুল ইসলাম। |
| রৌদ্র করোটিতে গ্রন্থটির রচয়িতা কে ? |
উঃ শামসুর রহমান। |
| রবীন্দ্রনাথের রচিত প্রথম সার্থক ছোটগল্প কোনটি ? |
উঃ দেনা- পাওনা। |
| চিত্রাঙ্গদা রবীন্দ্রনাথের কোন শ্রেণীর রচনা? |
উঃ নৃত্যনাট্য। |
| রাইফেল রুটি আওরাত গ্রন্থটির রচনা করেন কে ? |
উঃ আনোয়ার পাশা। |
| রূপসী বাংলা গ্রন্থের রচয়িতা কে? |
উঃ জীবনানন্দ দাস। |
| রবীন্দ্রনাথের প্রথম কাব্যের নাম কি ? |
উঃ বনফুল। |
| বনফুল কাব্য কোন পত্রিকায় প্রকাশিত হয়? |
উঃ জ্ঞানাঙ্কুর। |
| রবীন্দ্রনাথের গীতাঞ্জলী কাব্যগ্রন্থের ইংরেজী অনুবাদ করেন কে কে ? |
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর ও W.B Yeats. |
| রাশিয়ার চিঠি রবীন্দ্রনাথের কোন শ্রেনীর রচনা ? |
উঃ ভ্রমন কাহিনী। |
| রবীন্দ্রনাথের জুতা আবিস্কার কোন শ্রেনীর কবিতা ? |
উঃ বিদ্রুপাত্মক। |
| রৌদ্র করোটিতে শামসুর রাহমানের কোন ধরনের রচনা? |
উঃ কাব্যগ্রন্থ। |
| রূপছন্দা কাব্যগ্রন্থের রচয়িতা কে ? |
উঃ শাহাদাৎ হোসেন। |
| শূন্যপূরণ এর রচয়িতা কে? |
উঃ রামাই পন্ডিত। |
| শেষের কবিতা রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা? |
উঃ উপন্যাস। |
| শরৎচন্দ্রের আত্মচরিত্রমুলক গ্রন্থ কোনটি? |
উঃ শ্রীকান্ত। |
| শকুন্তলা গ্রন্থের রচয়িতা কে? |
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। |
| শর্মিষ্ঠা নাটকের রচয়িতা কে? |
উঃ মাইকেল মধুসূদন দত্ত। |
| জননী উপন্যাসের রচয়িতা কে? |
উঃ শওকত ওসমান। |
| মসনদের মোহ নাটকের রচয়িতা কে? |
উঃ শাহাদৎ হোসেন। |
| সংশপ্তক গ্রন্থের রচয়িতা কে? |
উঃ শহীদুল্লাহ কায়সার। |
|
|