আলোচিত সাহিত্য ও স্রষ্টা-৬

মানচিত্র গ্রন্থটির রচয়িতা কে ? উঃ আলাউদ্দিন আল আজাদ।
মানচিত্র নাটকটির রচয়িতা কে? উঃ আনিস চৌধুরী।
রক্তাক্ত প্রান্তর নাটকটির ্উপজীব্য বিষয় কি ? উঃ পানিপথের যুদ্ধ।
মেঘনাথ বধ কাব্যর ছন্দ কি ? উঃ অমিত্রাক্ষর।
ময়নামতির চর কাব্যগ্রন্থের রচয়িতা কে ? উঃ বন্দে আলী মিয়া।
রক্তকবরী গ্রন্থের রচয়িতা কে ? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
রাজর্ষি উপন্যাসটির রচয়িতা কে ? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসটি প্রকাশিত হয় কত সালে ? উঃ ১৮৮৩ সালে।
রিক্তের বেদন গল্পগ্রন্থের রচয়িতা কে ? উঃ কাজী নজরুল ইসলাম।
রৌদ্র করোটিতে গ্রন্থটির রচয়িতা কে ? উঃ শামসুর রহমান।
রবীন্দ্রনাথের রচিত প্রথম সার্থক ছোটগল্প কোনটি ? উঃ দেনা- পাওনা।
চিত্রাঙ্গদা রবীন্দ্রনাথের কোন শ্রেণীর রচনা? উঃ নৃত্যনাট্য।
রাইফেল রুটি আওরাত গ্রন্থটির রচনা করেন কে ? উঃ আনোয়ার পাশা।
রূপসী বাংলা গ্রন্থের রচয়িতা কে? উঃ জীবনানন্দ দাস।
রবীন্দ্রনাথের প্রথম কাব্যের নাম কি ? উঃ বনফুল।
বনফুল কাব্য কোন পত্রিকায় প্রকাশিত হয়? উঃ জ্ঞানাঙ্কুর।
রবীন্দ্রনাথের গীতাঞ্জলী কাব্যগ্রন্থের ইংরেজী অনুবাদ করেন কে কে ? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর ও W.B Yeats.
রাশিয়ার চিঠি রবীন্দ্রনাথের কোন শ্রেনীর রচনা ? উঃ ভ্রমন কাহিনী।
রবীন্দ্রনাথের জুতা আবিস্কার কোন শ্রেনীর কবিতা ? উঃ বিদ্রুপাত্মক।
রৌদ্র করোটিতে শামসুর রাহমানের কোন ধরনের রচনা? উঃ কাব্যগ্রন্থ।
রূপছন্দা কাব্যগ্রন্থের রচয়িতা কে ? উঃ শাহাদাৎ হোসেন।
শূন্যপূরণ এর রচয়িতা কে? উঃ রামাই পন্ডিত।
শেষের কবিতা রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা? উঃ উপন্যাস।
শরৎচন্দ্রের আত্মচরিত্রমুলক গ্রন্থ কোনটি? উঃ শ্রীকান্ত।
শকুন্তলা গ্রন্থের রচয়িতা কে? উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
শর্মিষ্ঠা নাটকের রচয়িতা কে? উঃ মাইকেল মধুসূদন দত্ত।
জননী উপন্যাসের রচয়িতা কে? উঃ শওকত ওসমান।
মসনদের মোহ নাটকের রচয়িতা কে? উঃ শাহাদৎ হোসেন।
সংশপ্তক গ্রন্থের রচয়িতা কে? উঃ শহীদুল্লাহ কায়সার।


Next >>
এ বিভাগের অন্যান্য টপিক
বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন সাহিত্যের পৃষ্ঠপোষকগণ প্রাচীন সাহিত্যে ধারা লোক সাহিত্য বৈষ্ণব পদাবলী মঙ্গলকাব্য মর্সিয়া সাহিত্য পুঁথি সাহিত্য নাথ সাহিত্য রোমান্টিক প্রণয়োপখ্যান কবিওয়ালা বা কবিগান সাহিত্যিকদের উপাধি/ছদ্মনাম মহাকবি ও মহাকাব্য গীতিকবি ও গীতিকাব্য বিখ্যাত বাংলা প্রহসন বিখ্যাত বাংলা উপন্যাস বিখ্যাত বাংলা ছোটগল্প বিখ্যাত বাংলা নাটক বিখ্যাত ঐতিহাসিক নাটক বিখ্যাত সামাজিক নাটক বিখ্যাত কবিয়াল ও বাউলগণ বিখ্যাত মঙ্গলকাব্যের কবি বাংলা সাহিত্যের ছন্দ বাংলা সাহিত্যের ভাষাতত্ত্ব ভাষা বিষয়ক গ্রন্থ ও ভাষাতাত্ত্বিক প্রাচীন বাংলা সাময়িকীপত্র আরাকান রাজসভায় বাংলা সাহিত্য বাংলা পত্রিকা/ সাময়িকী ও সম্পাদক বাংলা মূদ্রণশিল্প ও ভাষা উন্নয়ন আলোচিত সাহিত্য ও স্রষ্টা আলোচিত চরিত্র ও স্রষ্টা আলোচিত পঙতি ও স্রষ্টা বাংলা সাহিত্যে প্রথম কবি / সাহিত্যেকদের প্রথম গ্রন্থ