বাংলাদেশের বনাঞ্চল


  • বাংলাদেশে জনপ্রতি বনভুমির পরিমান কত?
  • উঃ ০.০১৮ হেক্টর।
  • বাংলাদেশের বন এলাকা কটি অঞ্চলে বিভক্ত ও কি কি ?
  • উঃ ৪টি। যথা- 
         ১। পাহাড়ী বনাঞ্চল ২। ম্যনাগ্রোভ বনাঞ্চল 
         ৩। সমতল এলাকার শাল বনাঞ্চল ৪। গ্রামীন বন।
  • পাহাড়ী বনাঞ্চলের আয়তন কত ?
  • উঃ ১৫,৬৬,৯৩৫ একর।
  • ম্যানগ্রোভ বনের আয়তন কত ?
  • উঃ ১৪,০৫,০০০ একর।
  • শাল বনাঞ্চলের আয়তন কত ?
  • উঃ ২,৮১,৯৫৩ একর।
  • বাংলাদেশের মোট আয়তনের কত অংশ বনাঞ্চল?
  • উঃ প্রায় ১৭ শতাংশ।
  • বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি?
  • উঃ পার্বত্য চট্টগ্রামের বনভূমি।
  • বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনভুমি কোনটি ?
  • উঃ সুন্দরবন। (একক হিসেবে বৃহত্তম)
  • বাংলাদেশের তৃতীয় বনাঞ্চল কোনটি ?
  • উঃ মধুপুর জঙ্গল।
  • সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটি?
  • উঃ সুন্দরী।
  • কোন কাঠ থেকে বাক্স ও দিয়াশলাইয়ের কাঠি প্রস্তুত হয়?
  • উঃ গেওয়া।
  • ধুন্দল গাছের কাঠ থেকে কি প্রস্তুত করা হয়?
  • উঃ পেন্সিল।
  • কোন গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয় ?
  • উঃ গরান।
  • কোন জাতীয় গাছ সবচেয়ে বেশী বৃদ্ধি পায়?
  • উঃ বাঁশ জাতীয় গাছ।
  • ভাওয়াল বনাঞ্চল কোথায় অবস্থিত?
  • উঃ গাজীপুর জেলায়।
  • মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ কি?
  • উঃ শাল বা গজারী।
  • কোন গাছ কে সুর্যের কন্যা বলা হয়?
  • উঃ তুলা গাছকে।
  • দেশের কোন বনাঞ্চলকে চিরহরিৎ বন বলা হয়?
  • উঃ পার্বত্য বনাঞ্চল।
  • বরেন্দ্র ভুমিতে কোন গাছ সবচেয়ে বেশি ?
  • উঃ শাল গাছ।
  • দেশের প্রথম ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেন কবে কোথায় উদ্ধোধন করা হয় ?
  • উঃ ১৭ জানু ২০০১, চন্দ্রনাথ পাহাড়ে।
  • সুন্দরবন কোন দুটি দেশে বিস্তৃত?
  • উঃ বাংলাদেশ-ভারত।
  • বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি ?
  • উঃ বৈলাম গাছ।
  • সুন্দরবনের মোট আয়তন কত ?
  • উঃ ৬০১৭ বর্গ কি. মি।
  • বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় ?
  • উঃ চট্টগ্রামে।
  • উপকুলীয় সবুজ বেষ্টনীয় বনাঞ্চলে সৃজন করা হয়েছে ?
  • উঃ ১০টি জেলায়।
  • ক্রান্তীয় বনাঞ্চলের প্রধান গাছ হল কোনটি?
  • উঃ শাল বা গজারী।
  • পরিবেশ রক্ষার ক্ষেত্রে কোন গাছটি ক্ষতিকারক?
  • উঃ ইউক্লিপটাস।
  • কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল থাকা প্রয়োজন মোট ভুমির?
  • উঃ ২৫ শতাংশ।
  • বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভুমির কত শতাংশ?
  • উঃ ১৭%।
  • বাংলাদেশের জাতীয় বননীতি কোন সালে প্রনীত হয়?
  • উঃ ১৯৭৯ সালে।
এ বিভাগের অন্যান্য টপিক
বাঙালী জাতির অভ্যুদ্বয় প্রাক সুলতানী আমল - মৌর্য বংশ প্রাক সুলতানী আমল -গুপ্ত বংশ প্রাক সুলতানী আমল -গৌড় বংশ প্রাক সুলতানী আমল -পাল বংশ প্রাক সুলতানী আমল -চন্দ্র বংশ প্রাক সুলতানী আমল -দেব বংশ প্রাক সুলতানী আমল -সেন বংশ সুলতানী আমল/ মুসলিম রাজত্ব মুঘল আমল উপনিবেশিক শাসন স্বাধীকার আন্দোলন ও ইংরেজ শাসনের অবসান পাকিস্তান আমল (১৯৪৭-৭১) ৫২-এর ভাষা আন্দোলন যুক্তফ্রন্ট গঠন ও ৫৪-এর নির্বাচন ৬ দফা ও গন অভ্যুথান প্রতীক, পতাকা ও সংগীত মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা জাতীয় দিবস সমূহ স্বীকৃতি প্রদানকারী দেশ আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশ আর্ন্তজাতিক সংস্থায় সদস্যপদ লাভ বাংলাদেশের ভৌগলিক অবস্থান আবহাওয়া ও জলবায়ু বাংলাদেশের নদ-নদী নদী সংশ্লিষ্ট স্থাপনা জেলাভিত্তিক নদ-নদী নদী তীরবর্তী শহর ঐতিহাসিক গুরুত্বপূর্ন স্থান বাংলাদেশের জাতীয় বিষয়াবলী গুরুত্বপূর্ন সীমান্ত বাংলাদেশের কৃষি বাংলাদেশের বনাঞ্চল বাংলাদেশের মৎস্য সম্পদ বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বাংলাদেশের শিক্ষা তথ্য বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল বাংলাদেশের শিল্প ও বানিজ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংসদ ও সংবিধান সংসদ ও মেয়াদকাল সরকারী কর্মকমিশন প্রশাসনিক কাঠামো প্রধানমন্ত্রী ও মেয়াদকাল প্রধান নির্বাচন কমিশনার সামরিক ও প্রতিরক্ষা তথ্য শিল্প সংস্কৃতি ও চলচিত্র গ্যাস ক্ষেত্রসমূহ বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি প্রশাসনিক/সাংবিধানিক প্রধান বাংলাদেশের বিচার বিভাগ রাষ্ট্রপতি ও মেয়াদকাল বাংলাদেশে প্রথম বাংলাদেশে বৃহত্তম/সর্বোচ্চ/দীর্ঘতম বাংলাদেশের স্থাপত্য ও ভাস্কর্য জনপদের পরিবর্তিত নাম বাংলাদেশের উপজাতীয় সম্প্রদায়