পাকিস্তান আমল (১৯৪৭-৭১)

Pakistani Rules (1947-71)
  • পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
  • উঃ লিয়াকত আলী খান।
  • পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
  • উঃ ইস্কান্দার মির্জা।
  • পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
  • উঃ মুহম্মদ আলী জিন্নাহ।
  • পূর্ব পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী কে হন?
  • উঃ খাজা নাজিমউদ্দিন।
  • পাকিস্তানের প্রথম গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে?
  • উঃ করাচিতে।
  • পাকিস্তানে গন পরিষদের প্রথম অধিবেশন কবে বসে?
  • উঃ ২৩ ফেব্রুয়ারী ১৯৪৮।
  • বাংলাদেশ কত বছর পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল?
  • উঃ ২৪ বৎসর।
  • বাংলাদেশ আওয়ামী লীগ কবে প্রতিষ্ঠিত হয়?
  • উঃ ২৩ জুন, ১৯৪৯ সালে।
  • আওয়ামী লীগের প্রথম সভাপতি কে হন?
  • উঃ মাওলানা আবদুল হামিদ খান ভাসানী।
  • আইয়ুব খানের সহচর ও পূর্ব পাকিস্তানে দীর্ঘকালীন গর্ভনর কে ছিলেন?
  • উঃ মোনায়েম খান
  • নূরুল আমিনের মুখ্যমন্ত্রীত্বের মেয়াদকাল কত?
  • উঃ ১৪ সেপ্টেম্বর, ১৯৪৮ থেকে মার্চ, ১৯৫৪।
  • যুক্তফ্রন্ট কবে গঠিত হয়?
  • উঃ ০৪ ডিসেম্বর, ১৯৫৩।
  • যুক্তফ্রন্ট মন্ত্রীসভা কবে কার নেতৃত্বে গঠিত হয়?
  • উঃ ০২ এপ্রিল, ১৯৫৪। এ. কে. ফজলুল হকের।
  • যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল ঘোষনা করা হয় কবে?
  • উঃ ৩০ মে ১৯৫৪।
  • এ,কে, ফজলুল হকের পর পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হন কে?
  • উঃ আবু হোসেন সরকার।
  • আতাউর রহমান কবে মুখ্যমন্ত্রী হন?
  • উঃ ০৬ সেপ্টেম্বর, ১৯৫৬।
  • কবে পাকিস্তান গণ পরিষদ বাতিল করা হয়?
  • উঃ ২৪ অক্টোবর ১৯৫৪।
  • পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র কবে গ্রহীত হয়?
  • উঃ ২৯ ফেব্রুয়ারী, ১৯৫৬।
  • পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র কবে কার্যকর হয়?
  • উঃ ২৩ মার্চ ১৯৫৬।
  • পূর্ব বাংলার নাম কবে পূর্ব পাকিস্তান হয়?
  • উঃ ২৩ মার্চ ১৯৫৬।
  • শহীদ সোহওয়ার্দি কবে পকিস্তানের প্রধানমন্ত্রি হন?
  • উঃ ১২ সেপ্টেম্বর, ১৯৫৬।
  • মালিক ফিরোজ খান নুন কবে প্রধানমন্ত্রি হন?
  • উঃ ১৬ ডিসেম্বর, ১৯৫৭ সালে।
  • পাকিস্তানের জাতীয় পরিষদের প্রথম অধিবেশন কোথায় হয়?
  • উঃ ঢাকায়।
  • গভর্নর এ, কে ফজলুল হক কবে আতাউর রহমান মন্ত্রিসভা বরখাস্ত করেন?
  • উঃ ৩১ মার্চ, ১৯৫৮।
  • পাকিস্তানের প্রথম শাসনতন্ত্রের কে, কবে বাতিল করেন?
  • উঃ ইস্কান্দার মির্জা, ৮ অক্টোবর, ১৯৫৮।
  • পাকিস্তানে প্রথম কে কবে সামরিক আইন জারী করে?
  • উঃ ইস্কান্দার মির্জা, ৮ অক্টোবর, ১৯৫৮।
  • আইয়ুব খান কবে ইস্কান্দার মির্জার স্থলাভিসিক্ত হন?
  • উঃ ২৭ অক্টোবর ১৯৫৮।
  • মৌলিক গণতন্ত্রীদের আস্থা ভোটে আইয়ুর খান কবে প্রেসিডেন্ট নির্বাচিত হন?
  • উঃ ফেব্রুয়ারী, ১৯৬০ সালে।
  • ১৯৬১ সালে পূর্ব পাকিস্তানের গর্ভনর কে ছিলেন?
  • উঃ জেনারেল আযম খান।
  • পাকিস্তানের দ্বিতীয় শাসনতন্ত্রের ঘোষনা দেন কে, কবে?
  • উঃ প্রেসিডেন্ট আইয়ুব খান, মার্চ ,১৯৬২।
  • ১৯৫৪ সালের পরে কবে প্রাদেশিক নির্বাচন হয়?
  • উঃ ৭ মে, ১৯৬২।
  • ১৯৬২ সালের নির্বাচনের পরে পূর্ব পাকিস্তানের আইন পরিষদের স্পীকার কে ছিলেন?
  • উঃ আবদুল হামিদ চৌধুরী।
  • ১৯৬২ সালের পর কবে প্রাদেশিক নির্বাচন হয়?
  • উঃ ১৬ মে, ১৯৬৫।
  • কোন নির্বাচনে প্রেসিডেন্ট আইয়ুব খানের বিপক্ষে ফাতেমা জিন্নাহ দাড়িয়ে ছিলেন?
  • উঃ ১৯৬৫ সালের জানুয়ারী মাসের রাষ্ট্রপতি নির্বাচনে।
  • প্রথম পাক-ভারত যুদ্ধ কবে শুরু হয়?
  • উঃ ৬ ই সেপ্টেম্বর, ১৯৬৫।
  • প্রথম পাক-ভারতের যুদ্ধের কারণ কি?
  • উঃ পাকিস্তান কর্তৃক ভারত অধিকৃত কাশ্মীর দখলের প্রচেষ্টা।
এ বিভাগের অন্যান্য টপিক
বাঙালী জাতির অভ্যুদ্বয় প্রাক সুলতানী আমল - মৌর্য বংশ প্রাক সুলতানী আমল -গুপ্ত বংশ প্রাক সুলতানী আমল -গৌড় বংশ প্রাক সুলতানী আমল -পাল বংশ প্রাক সুলতানী আমল -চন্দ্র বংশ প্রাক সুলতানী আমল -দেব বংশ প্রাক সুলতানী আমল -সেন বংশ সুলতানী আমল/ মুসলিম রাজত্ব মুঘল আমল উপনিবেশিক শাসন স্বাধীকার আন্দোলন ও ইংরেজ শাসনের অবসান পাকিস্তান আমল (১৯৪৭-৭১) ৫২-এর ভাষা আন্দোলন যুক্তফ্রন্ট গঠন ও ৫৪-এর নির্বাচন ৬ দফা ও গন অভ্যুথান প্রতীক, পতাকা ও সংগীত মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা জাতীয় দিবস সমূহ স্বীকৃতি প্রদানকারী দেশ আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশ আর্ন্তজাতিক সংস্থায় সদস্যপদ লাভ বাংলাদেশের ভৌগলিক অবস্থান আবহাওয়া ও জলবায়ু বাংলাদেশের নদ-নদী নদী সংশ্লিষ্ট স্থাপনা জেলাভিত্তিক নদ-নদী নদী তীরবর্তী শহর ঐতিহাসিক গুরুত্বপূর্ন স্থান বাংলাদেশের জাতীয় বিষয়াবলী গুরুত্বপূর্ন সীমান্ত বাংলাদেশের কৃষি বাংলাদেশের বনাঞ্চল বাংলাদেশের মৎস্য সম্পদ বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বাংলাদেশের শিক্ষা তথ্য বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল বাংলাদেশের শিল্প ও বানিজ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংসদ ও সংবিধান সংসদ ও মেয়াদকাল সরকারী কর্মকমিশন প্রশাসনিক কাঠামো প্রধানমন্ত্রী ও মেয়াদকাল প্রধান নির্বাচন কমিশনার সামরিক ও প্রতিরক্ষা তথ্য শিল্প সংস্কৃতি ও চলচিত্র গ্যাস ক্ষেত্রসমূহ বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি প্রশাসনিক/সাংবিধানিক প্রধান বাংলাদেশের বিচার বিভাগ রাষ্ট্রপতি ও মেয়াদকাল বাংলাদেশে প্রথম বাংলাদেশে বৃহত্তম/সর্বোচ্চ/দীর্ঘতম বাংলাদেশের স্থাপত্য ও ভাস্কর্য জনপদের পরিবর্তিত নাম বাংলাদেশের উপজাতীয় সম্প্রদায়