ত্রিকোণমিতি

  • রেডিয়ান কি?
  • উঃ রেডিয়ান একটি ধ্রুব কোণ।
  • এক রেডিয়ান কত?
  • উঃ 1 রেডিয়ান =2/π সমকোণ।
  • ষাটমূলক পদ্ধতিতে কোনটিকে কোণ পরিমাপের একক ধরা হয়?
  • উঃ সমকোণকে।
  • গ্রিক অক্ষর π এর মান কত?
  • উঃ 22/7
  • গোলকের আয়তন কত?
  • উঃ 4π/3 ঘন একক।
  • অধিকতর শুদ্ধ উত্তর জন্য π এর আসন্ন মান কত?
  • উঃ 3.1416
  • π দিবস কবে?
  • উঃ ১৪ মার্চ।
  • যেকোনো দুটি বৃত্তের স্ব স্ব পরিধি ও ব্যাসের অনুপাত হবে?
  • উঃ সমান।
  • Trigon শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  • উঃ গ্রিক।
  • ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি a হয় তাহলে ক্ষেত্রফল হবে?
  • উঃ 6a2 বর্গ একক।



  • ত্রিকোণমিতিকে কয়টি শাখায় বিভক্ত করা হয়?
  • উঃ দুইটি।
  • বৃত্তের কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ঐ বৃত্তের বৃত্তচাপের-
  • উঃ সমানুপাতিক।
  • কোন রশ্মি যদি প্রথম অবস্থান হতে ঘড়ির কাটার দিকে আবর্তনের ফলে যে কোণ উৎপন্ন হয় তা হলো-
  • উঃ ঋনাত্মক কোণ।



  • π এর মান কে 22/7 বলে স্বীকার করে নেন কোন বিজ্ঞানী?
  • উঃ ভারতীয় বিজ্ঞানী ভাস্করাচার্য।
  • কোন সমীকরণের নিশ্চায়কের মান শূন্য হলে মূলগুলো কিরূপ হবে?
  • উঃ সমান।
  • ax2+ bx+c=0 সমীকরণের দুটি মূল α ও β হলে  α+β=কত?
  • উঃ -b/a



  • ax2+ bx+c=0 সমীকরণের দুটি মূল α ও β হলে αβ=কত?
  • উঃ c/a



  • সমীকরণের দুটি মন
  • উঃ