জ্যামিতি

  • কোন দেশে সর্বপ্রথম জ্যামিতি আলোচনা শুরু হয়?
  • উঃ মিশর।
  • এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলে?
  • উঃ স্থূলকোণ।
  • এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলে?
  • উঃ সূক্ষ্মকোণ।
  • কোন তিনটি মাত্রা জ্যামিতি ঘনবস্তু তৈরি করে?
  • উঃ দৈর্ঘ্য, প্রস্থ ও ভেদ।
  • যার দৈর্ঘ্য প্রস্থ ও ভেদ কিছুই নেই শুধুমাত্র অবস্থান আছে তাকে বলে?
  • উঃ বিন্দু।
  • রেখায় কয়টি প্রান্ত বিন্দু আছে?
  • উঃ কোন প্রান্ত বিন্দু নেই।
  • রেখাংশের কয়টি প্রান্ত বিন্দু আছে?
  • উঃ দুইটি।
  • দুটি সমান্তরাল সরলরেখার মধ্যকার দূরত্ব কেমন?
  • উঃ সমান।
  • দুটি রেখার কোন ছেদবিন্দু না থাকলে তাদেরকে কি বলে?
  • উঃ সমান্তরাল সরলরেখা।
  • কয়েকটি সরলরেখার যদি একটি সাধারন বিন্দু থাকে তাকে বলে?
  • উঃ সমবিন্দু।
  • দুইটি রশ্মির একটি প্রান্ত বিন্দু থাকলে তাকে কি বলে?
  • উঃ শীর্ষবিন্দু।
  • দুটি রেখা পরস্পর ছেদ করলে কয়টি কোণ উৎপন্ন হয়?
  • উঃ ৪টি।
  • একটি সরলরেখার সাথে আরেকটি রেখাংশ মিলিত হলে যে দুটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি?
  • উঃ ১৮০ ডিগ্রী।
  • রশ্মির কয়টি প্রান্ত বিন্দু থাকে?
  • উঃ একটি।
  • একটি আয়তনিক ঘনবস্তুর কয়টি তল দ্বারা সীমাবদ্ধ থাকে?
  • উঃ ৬ টি
  • দুটি কোণের একই শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকলে এবং কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থিত হলে তাদেরকে বলে?
  • উঃ সন্নিহিত কোণ।
  • দুটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটি অপরটির-
  • উঃ পূরক কোণ।



  • দুটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান হলে তাদের একটি অপরটির-
  • উঃ সম্পূরক কোণ।



  • সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির কে বলে?
  • উঃ সূক্ষ্মকোণ।
  • দুই সমকোণের চেয়ে বড় কোন কে বলে?
  • উঃ প্রবৃদ্ধ কোণ।