বিখ্যাত খাল সমূহ

খালের নাম অবস্থান দৈর্ঘ্য (কিঃমিঃ) প্রস্থ (মি.) উদ্বোধন
গ্রান্ড খালচীন ১১২৭ - ৭ম শতক
গোটা খাল সুইডেন ১৮৫ ১৪ ১৮৩২
সুয়েজ খাল মিশর ১৬৮ ৬০ ১৮৯৬
পানাম খাল আমেরিকা ৮১ ৯১ ১৯১৪
এলক ট্রেড খালজার্মানী৬৬২২১৯০০
ম্যানচেস্টার খাল ইংল্যান্ড ৫৭ ৩৭ ১৮৯৪
উইল্যান্ড হাল কানাডা ৪৩ ৬১ ১৮৮৭
জুলিয়ানা হল্যান্ড ৩২ ১৬ ১১৩৫
আমস্টারডাম খাল হল্যান্ড ২৬.৫৫ ২৭ ১৮৭৬
কিয়েল খাল জার্মানী ২৫.৭৫ ৪৬ ১৮৯৫


খাল বিষয়ক প্রশ্নোত্তর

  • বিশ্বের দীর্ঘতম খাল কোনটি?
  • উঃ গ্রান্ড খাল।
  • বিশ্বের কৃত্রিম দীর্ঘতম খাল কোনটি?
  • উঃ সুয়েজ খাল।
  • বিশ্বের গভীরতম খাল কোনটি?
  • উঃ পানামা খাল।
  • পানামা খাল কোন দুটি মহা সাগরকে সংযুক্ত করেছে?
  • উঃ প্রশান্ত মহাসাগরকে।
  • সুয়েজ খাল সংযুক্ত করেছে?
  • উঃ লোহিত সাগর ও ভূমধ্য সাগর।
  • পৃথিবীর বৃহত্তম কৃত্রিম জলপথ কোনটি?
  • উঃ সুয়েজ খাল।
  • বনভূমি কেটে কোন খাল তৈরী করা হয়েছে?
  • উঃ পানামা খাল।
  • পানামা খাল কবে খনন করা হয়?
  • উঃ ১৯১৩ সালে।
  • সুয়েজ খাল খনন কাজ সম্পন্ন হয় কবে?
  • উঃ ১৮৬৯ সালে।
  • সুয়েজ খালকে জাতীয়করণ করা হয় কবে?
  • উঃ ১৯৫৬ সালে।