বিখ্যাত হ্রদ সমূহ

হ্রদের নাম মহাদেশ আয়তন
 (বর্গ মাইল)
সর্বোচ্চ গভীরতা
 (ফুট)
সর্বোচ্চ উচ্চতা
 (ফুট)
কাস্পিয়ান সাগর এশিয়া-ইউরোপ ১,৪৩,২৪৪ ৩,৩৬৩ -৯২
সুপিরিয়র উত্তর আমেরিকা ৩১,৭০০ ১৩৩০ ৬০০
ভিক্টোরিয়া আফ্রিকা ২৬,৮২৮ ২৭০ ৩৭২০
হুরন উত্তর আমেরিকা ২৩,০০০ ৭৫০ ৫৭৯
মিসিগান উত্তর আমেরিকা ২২,৩০০ ৯২৩ ৫৯৯
আরল হ্রদ এশিয়া ১৩,০০০ ২২০ ১২৫
ট্যাঙ্গানিকা  আফ্রিকা ১২,৭০০ ৪৮২৩ ২৫৩৪
বৈকাল হ্রদ এশিয়া ১২,১৬২ ৫৩১৫ ১৪৯৩
গ্রেট বিয়ার উত্তর আমেরিকা ১২,০৯৬ ১৪৬৩ ৫১২
নায়াসা আফ্রিকা ১১,১৫০ ২২৮০ ১৫৫০
গ্রেট স্নেভ উত্তর আমেরিকা ১১,০৩১ ২০১৫ ৫১৩
ইরি হ্রদ উত্তর আমেরিকা ৯,৯১০ ২১০ ৫৭০
ইউনিপেগ হ্রদ উত্তর আমেরিকা ৯,৪১৭ ৬০ ৭১৩
অন্টারিও হ্রদ উত্তর আমেরিকা ৭,৩৪০ ৮০২ ২৪৫
বেলকাশ এশিয়া ৭,১১৫ ৮৫ ১১১৫
লেগোডা ইউরোপ ৬,৮৩৫ ৭৩৮ ১৩
ওনেগা ইউরোপ ৩৭১০ ৩২৮ ১০৮
টিটিকাকা দক্ষিণ আমেরিকা ৩২০০ ৯২২ ১২৫০০


হ্রদ বিষয়ক প্রশ্নোত্তর

  • হ্রদ কাকে বলে?
  • উঃ চারদিকে স্থল দ্বারা বেষ্টিত জলরাশি।
  • পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
  • উঃ বৈকাল হ্রদ।
  • পৃথিবীর বৃহত্তম সুপেয় পানির হ্রদ কোনটি?
  • উঃ সুপিরিয়র।
  • বিশ্বেও বৃহত্তম হ্রদ কোনটি?
  • উঃ কাস্পিয়ান সাগর।
  • সুপিরিয়র হ্রদটি কোথায় অবস্থিত?
  • উঃ যুক্তরাষ্ট্র ও কানাডা।
  • জর্ডানের ডেড সি কোন ধরনের হ্রদ?
  • উঃ সুপেয় পানির হ্রদ।
  • কাস্পিয়ানের সাগর কোথায় অবস্থিত ?
  • উঃ আজারবাইজান ও ইরান।
  • ভিক্টোরিয়া হ্রদটির অবস্থান কোথায়?
  • উঃ উগান্ডা, কেনিয়া ও তাঞ্জানিয়া।
  • আরল হ্রদটি কোথায় অবস্থিত?
  • উঃ রাশিয়া।
  • গুরন হ্রদটি কোথায় অবস্থিত?
  • উঃ যুক্তরাষ্ট্র ও কানাডা।
  • মিসিগান হ্রদটি কোথায় অবস্থিত?
  • উঃ যুক্তরাষ্ট্র।
  • বৈকাল হ্রদটি কোথায় অবস্থিত?
  • উঃ দক্ষিণ সাইবেরিয়া।
  • টাঙ্গানিকা হ্রদের অবস্থান কোথায়?
  • উঃ কঙ্গো, জাম্বিয়া, তাঞ্জানিয়া ও বুরুন্ডি।
  • গ্রেট বিয়ার হ্রদ কোথায় অবস্থিত?
  • উঃ কানাডা।
  • গ্রেট স্নেভ হ্রদটি কোথায় অবস্থিত?
  • উঃ কানাডা।
  • নায়াসা হ্রদ কোথায় অবস্থিত?
  • উঃ মালাবি, জাম্বিয়া, তাঞ্জানিয়া ও বুরুন্ডি।
  • ইরি হ্রদটি কোথায় অবস্থিত?
  • উঃ যুক্তরাষ্ট্র ও কানাডা।