পদার্থ বিজ্ঞান-গতিবিদ্যা-২

  • ১ সেকেন্ডে ১ জুল কাজ করাকে কি বলে?
  • উঃ ওয়াট।



  • ক্ষমতার একক কি?
  • উঃ ওয়াট।
  • এক কিলোওয়াট-ঘন্টা সমান কত জুল?
  • উঃ 36x105 জুল।



  • একজন মাঝি নৌকা চালানোর সময় নিউটনের কোন সূত্র প্রয়োগ করে?
  • উঃ নিউটনের তৃতীয় সূত্র।
  • পৃথিবী এবং তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান, তাকে কি বলে?
  • উঃ অভিকর্ষ।
  • আর্গ কি?
  • উঃ কাজের একক। (সিজিএস পদ্ধতি)



  • কাজের একক কোনটি?
  • উঃ জুল। (এমকেএস পদ্ধতি)
  • আমাদের মাথার উপরে বিদ্যমান বায়ু স্তম্ভের পরিমাণ কত?
  • উঃ ১ টন।
  • কোন অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি?
  • উঃ মেরু অঞ্চলে।
  • বাতাস থেকে পানি কত গুণ ভারী?
  • উঃ ৭৭৫ গুন।
  • শক্তি রূপান্তরের সময় কি হয়?
  • উঃ কিছু পরিমাণ শক্তি অপচয় হয়।
  • প্রযুক্ত বল এবং বলের অভিমুখে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কি বলা হয়?
  • উঃ কাজ।
  • শক্তির মাত্রা কোনটি?
  • উঃ MLT-2



  • ক্ষমতার যান্ত্রিক ব্যবহারিক একক কি?
  • উঃ অশ্ব ক্ষমতা বা হর্সপাওয়ার।
  • ১ অশ্বক্ষমতা (HP) মান কত?
  • উঃ ৭৪৬ ওয়াট।



  • ১ অশ্ব ক্ষমতা (HP) মান কত?
  • উঃ ৫৫০ ফুট-পাউন্ড/সেকেন্ড।
  • গতিশক্তি নির্ণয় সূত্র কোনটি?
  • উঃ ১/২ x ভর x (বেগ)



  • শব্দ
  • .



  • শব্দের শ্রাব্যতার সীমা কত?
  • উঃ ২০-২০০০০ হার্জ।
  • শব্দের স্মৃতি পূর্ব সীমা কত?
  • উঃ ২০ হার্জ এর নিচে।
  • শব্দের শ্রবণোত্তর সীমা কত?
  • উঃ ২০০০০ হার্জ এর উপর।
  • কুকুরের শ্রাব্যতার সীমা কত?
  • উঃ ৩৫০০০ হার্জ।
  • বানরের শ্রাব্যতার সীমা কত?
  • উঃ এক লক্ষ হার্জের বেশি।
  • বাদুড় কিভাবে রাতের বেলা পথ চলে?
  • উঃ শ্রবণোত্তর সীমার শব্দ উৎপন্ন করে।
  • শব্দের উৎস কি?
  • উঃ বস্তুর কম্পন।
  • চন্দ্রপৃষ্ঠে কোন শব্দ না শোনা যাবার কারন কি?
  • উঃ বাতাস না থাকা।
  • প্রতিধ্বনি শোনার নূন্যতম দূরত্ব কত?
  • উঃ ১৬.৬ মিটার বা ৫৪.৫ ফুট। 



  • কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? 
  • উঃ কঠিন মাধ্যমে।