চিকিৎসা ও পুষ্টি বিজ্ঞান-২

  • অগ্নাশয় ইনসুলিন উৎপাদন প্রয়োজনের তুলনায় কম হলে কি রোগ হয়?
  • উঃ ডায়াবেটিস।
  • বিশ্রামরত অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের হৃদস্পন্দন মিনিটে কতবার?
  • উঃ ৭২ বার।
  • মূত্রে ইউরিয়ার পরিমাণ কত?
  • উঃ ২%
  • AIDS অর্থ কি?
  • উঃ Acquired Immune Deficiency Syndrome.
  • কিডনি বা বৃক্কের মাধ্যমে প্রস্রাবের সঙ্গে কি কি বেরোয়?
  • উঃ ইউরিক অ্যাসিড, ইউরিয়া ও লবণ।
  • রিকেট রোগ কি?
  • উঃ হাড় বেঁকে গিয়ে শিশু বিকলাঙ্গ হয়ে যাওয়া।
  • রক্ত লাল হয় কেন?
  • উঃ রক্তে হিমোগ্লোবিন নামক রক্ত কণিকা থাকে।
  • এ্যানাটমী কি?
  • উঃ প্রাণী দেহের গঠন কাঠামো।
  • কৃত্রিম হৃদপিণ্ড তৈরীর উপাদান কি?
  • উঃ পলিইউরিথেন নামক একটি পলিমার।
  • মানুষের শরীরের স্বাভাবিক রক্তচাপ কত?
  • উঃ সিস্টোলিক ১১০-১৪০ ও ডায়োস্টোলিক ৬০-৯০ মিলিমিটার অব মার্কারী
  • ব্লাড গ্রুপ কত প্রকার ও কি কি?
  • উঃ চার প্রকার। যথা- A, B, AB ও O
  • মানুষের রক্তের পিএইচ কত?
  • উঃ 7.35 - 7.4
  • জ্বরে পিএইচ এর পরিবর্তন কি হয়?
  • উঃ পিএইচ কমে যায়।
  • পুরুষ ও স্ত্রী সেক্স ক্রোমোজোমের সিম্বল কি?
  • উঃ পুরুষের XY ও স্ত্রীলোকের XX
  • মানুষের ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম কি কি?
  • উঃ যক্ষা, টাইফয়েড, নিউমোনিয়া, কলেরা ইত্যাদি।
  • মানুষের ভাইরাস ঘটিত রোগের নাম কি কি?
  • উঃ বসন্ত, হাম ও ইনফ্লুয়েঞ্জা।
  • কোন গ্রুপের রক্তকে সর্বজনীন গ্রহীতা বলে?
  • উঃ AB গ্রুপ।



  • কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে?
  • উঃ O গ্রুপকে।
  • ব্যান্ডেজ এর কাজে কি ব্যবহৃত হয়?
  • উঃ প্যারিস প্লাস্টার বা প্লাস্টার অব প্যারিস।
  • রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন?
  • উঃ ল্যান্ড স্টাইনার। এজন্য ১৯৩০ সালে নোবেল পুরস্কার পান।
  • সিরোসিস কি?
  • উঃ শরীরের বিভিন্ন অঙ্গ ফোলা এবং টিস্যুগুলো কঠিন হয়ে পড়ে।
  • সাধারন কোন অঙ্গে সিরোসিস হয়?
  • উঃ লিভার বা যকৃৎ।
  • প্রধানত প্লেগ জীবাণু বহন করে কোন কোন প্রাণী?
  • উঃ র‍্যাট ফ্লি, ইঁদুর, কাঠবিড়ালি খরগোশ বিড়াল কুকুর ও মানুষ।