মানবদেহ-২

  • মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি?
  • উঃ যকৃত
  • চোখের জল কোথা থেকে নিঃসৃত হয়?
  • উঃ ল্যাক্রিমাল গ্রন্থি
  • নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি কত?
  • উঃ ১২৫ মিটার/ সেকেন্ড
  • একজন সুস্থ মানুষের একটি হৃদকম্পন হতে কত সময় লাগে?
  • উঃ ০.৪ সেকেন্ড
  • শরীর থেকে বর্জ পদার্থ বের করে দেয় কোন অঙ্গ?
  • উঃ কিডনী
  • একজন মহিলার জননকালে প্রতিমাসে কয়টি ডিম্ব উৎপাদন করে?
  • উঃ ১টি
  • মূত্র প্রস্তুত হয় কোথায়?
  • উঃ কিডনীতে
  • থাইরয়েড হতে নিঃসৃত প্রাণরসের নাম কি?
  • উঃ থাইরক্সিন
  • চক্ষুর মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি?
  • উঃ রেটিনা
  • বহিঃকর্ণ ও মধ্যকর্ণের সংযোগ স্থলের পর্দাটির নাম কি?
  • উঃ টিম্পানিক পর্দা (Tympanic Membrane)
  • জীবদেহের ওজনের প্রায় ২৪ ভাগ কোন পদার্থ?
  • উঃ কার্বন
  • যকৃত বা পেশী কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কি রূপে?
  • উঃ গ্লাইকোজেন রূপে
  • প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি?
  • উঃ দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধন
  • ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের অভাবে?
  • উঃ অ্যাড্রেনালিন (Adrenaline)
  • কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশীর অস্থিরতা বেড়ে যায় ও পেশীর খিচুনী শুরু হয়?
  • উঃ প্যারাথরমোন (Parathormone or Parathyrin)
  • দাড়ি গোফ গজায় কোন হরমোনের কারণে?
  • উঃ টেস্টোস্টেরন (Testosterone)
  • জীবন রক্ষাকারী হরমোন কোনটি?
  • উঃ অ্যালডোস্টেরন (Aldosterone)
  • ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে?
  • উঃ অস্থিতে
  • খাদ্য দ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় পোস্টিক নালীর কোন অংশে?
  • উঃ ক্ষুদ্রান্ত্রে
  • মহিলাদের পরিনত জনন কোষকে কি বলে?
  • উঃ ডিম্বাণু
  • মানুষের করোটিতে কতটি অস্থি থাকে?
  • উঃ ২৪ টি