দৈনন্দিন বিজ্ঞান-৮

  • তাপ সঞ্চালন কি?
  • উঃ তাপের স্থান পরিবর্তন
  • তাপ সঞ্চালন কতটি পদ্ধতিতে হয়?
  • উঃ ৩ টি (পরিচলন, পরিবহন ও বিকিরণ পদ্ধতি)
  • সুর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে?
  • উঃ বিকিরণ পদ্ধতি
  • কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে পরিবাহিত হয়?
  • উঃ পরিবহন পদ্ধতি
  • তরল পদার্থে তাপ কোন পদ্ধতিতে পরিবাহিত হয়?
  • উঃ পরিচলন পদ্ধতি
  • গ্রীষ্মকালে কোন রঙের কাপড় ব্যবহার করা ভাল?
  • উঃ সাদা রঙের
  • শীতকালে কোন রঙের কাপড় ব্যবহার করা ভাল?
  • উঃ কালো রঙের
  • রেল লাইনে দুই পাতের মধ্যে কেন ফাঁকা রাখা হয়?
  • উঃ তাপ বৃদ্ধির ফলে প্রসারিত হয়ে যেন বেকে না যায়
  • শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন?
  • উঃ বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে
  • কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশী?
  • উঃ কঠিন মাধ্যমে।
  • কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম?
  • উঃ শূন্য মাধ্যমে
  • চাঁদে কোন শব্দ করলে শোনা যাবে না কেন?
  • উঃ বাতাস নেই বলে
  • খালি ঘরে শব্দ জোরালো হয় কেন?
  • উঃ খালি ঘরে শব্দের শোষন ক্ষমতা কম
  • সমুদ্রের গভীরতা কি দিয়ে পরিমাপ করে?
  • উঃ প্রতিধ্বনি দিয়ে
  • কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্মতা?
  • উঃ বাড়ে
  • তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে শব্দের তীক্ষ্মতা?
  • উঃ কমে
  • বিদ্যুৎ চমকানোর কিছু সময় পরে শব্দ শোনা যায় কেন?
  • উঃ আলোর গতি শব্দের গতির চেয়ে বেশী
  • আকাশ নীল দেখায় কেন?
  • উঃ নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি
  • মূখ্য রঙ কোন ৩টি?
  • উঃ লাল, নীল ও সবুজ
  • দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর?
  • উঃ বেগুনী
  • দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর?
  • উঃ লাল
  • সূর্য থেকে পৃথিবীতে আলো আস্তে সময় লাগে?
  • উঃ ৮ মিনিট ১৯ সেকেন্ড
  • বায়ু মন্ডলের ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী?
  • উঃ ক্লোরো ফ্লোরো কার্বন (সিএফসি)