দৈনন্দিন বিজ্ঞান-৭

  • লেখার চক কি দিয়ে তৈরি?
  • উঃ ক্যালসিয়াম সালফেট
  • কোন ধাতু সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়?
  • উঃ তামা
  • গ্যালভানাইজিং কি?
  • উঃ লোহার উপর দস্তার প্রলেপ দেয়া
  • এসিড নীল লিটমাস পেপারকে কি রঙ করে?
  • উঃ লাল
  • ক্ষার লাল লিটমাস পেপারকে কি রঙ করে?
  • উঃ নীল
  • ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশী পাওয়া যায়?
  • উঃ অ্যালুমিনিয়াম
  • কোন অধাতু বিদ্যুৎ পরিবাহী?
  • উঃ গ্রাফাইট
  • পরমানুর চার্জ নিরপেক্ষ কণিকা কোনটি?
  • উঃ নিউট্রন
  • পরমানুর পজেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি?
  • উঃ প্রোটন
  • পরমানুর নেগেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি?
  • উঃ ইলেকট্রন
  • হীরক উজ্জ্বল দেখায় কেন?
  • উঃ আলোর সম্পূর্ন অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য।
  • জীবদেহ সংরক্ষণ ও পচন নিবারণের জন্য কি ব্যবহার করা হয়?
  • উঃ ফরমালিন
  • কাঁদুনে গ্যাসের রাসায়নিক নাম কি?
  • উঃ ক্লোরোপিক্রিন
  • পৃথিবীতে মোট মৌলিক পদার্থ কতটি?
  • উঃ ১১৮টি (নভেম্বর, ২০১৬)
  • প্রকৃতিতে প্রাপ্ত মোট মৌলের সংখ্যা কতটি?
  • উঃ ৯২টি
  • প্রকৃতিতে প্রাপ্ত মোট মৌলের মধ্যে ধাতুর সংখ্যা কতটি?
  • উঃ ৭০টি
  • ক্লোরিন প্রকৃতিতে কিভাবে থাকে?
  • উঃ গ্যাসীয় অবস্থায়
  • আয়োডিন প্রকৃতিতে কিভাবে থাকে?
  • উঃ কঠিন অবস্থায়
  • লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি?
  • উঃ নাইট্রাস অক্সাইড
  • মাধ্যাকর্ষণ বল সবচেয়ে বেশি কোথায়?
  • উঃ ভূ-পৃষ্ঠে
  • নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি?
  • উঃ সূর্যরশ্মি
  • প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ কি?
  • উঃ উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি
  • আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন?
  • উঃ মেঘ ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণে রাধা দেয়া বলে
  • পৃথিবীর কেন্দ্রস্থলে বস্তুর ওজন কেমন?
  • উঃ শূন্য
  • পাহাড়ে ওঠা কষ্টকর কেন?
  • উঃ অভিকর্ষ বলের বিপরীতে কাজ করার জন্য।