বাঙালী জাতির অভ্যুদ্বয়


  • বাঙ্গালী জাতির পরিচয় কি?
  • উঃ শংকর জাতি হিসেবে।
  • বাংলা ভুমি খন্ডের প্রাচীন জনপদগুলোর নাম কি কি?
  • উঃ গৌড় -(পুন্ড্রু, বরেন্দ্রীয়, রাঢ়), 
    সুহ্ম-(তাম্র, লিপ্পি, সমতট), বঙ্গ-(বঙ্গাল, হরিকেল)
  • রাজা শশাঙ্কের শাসনামলের পর বঙ্গ দেশ কয়টি জনপদে বিভিক্ত ছিল?
  • উঃ ৩টি । যথাঃ পুন্ড্রু, গৌড়, বঙ্গ।
  • প্রাচীন জনপদ পুন্ড্রের রাজধানীর ধ্বংশাবশেষ বর্তমান বাংলাদেশের কোথায় পাওয়া যায়?
  • উঃ বগুড়া জেলার মহাস্থানগড়ে।
  • দেশবাচক নাম হিসেবে বাংলা শব্দের ব্যবহার কখন প্রয়োগ হয় ?
  • উঃ মুসলিম শাসনামলের প্রথম দিকে।
  • সম্রাট আকবরের আমলে সমগ্র বঙ্গদেশ কি নামে পরিচিতি ছিল ?
  • উঃ সুবহ-ই-বাঙ্গালাহ নামে।
  • Bengal এবং Bangla কোন শব্দের রুপান্তর?
  • উঃ ফারসী ‘বাঙ্গালহ্’ শব্দের।
  • কোন গ্রন্থে বাংলা শব্দের প্রথম ব্যবহার হয়েছে?
  • উঃ আইন-ই-আকবরী গ্রন্থে।
  • সমগ্র বাংলাদেশ ‘বঙ্গ’ নামে ঐক্যবদ্ধ হয় কোন আমলে?
  • উঃ পাঠান আমলে।
  • প্রাচীন কর্ণসুবর্ণ বলতে কোন অঞ্চলকে বুঝায়?
  • উঃ আধুনিক মুর্শিদাবাদ জেলার রাঙামাটি গ্রামকে।
  • আর্যগণ কবে বাংলাদেশে আগমন করে?
  • উঃ ২০০০ খ্রিঃ পূর্বাব্দে।
  • আর্যগণ আগমনের পূর্বে এ দেশে কাদের বসবাস ছিল?
  • উঃ অনার্যদের
  • চীনা পরিব্রাজক হিউ-এন-স্যঙ কবে বাংলায় আগমন করেন ?
  • উঃ সপ্তম শতকে।
  • বাংলার শাসন পদ্ধতি সুষ্পষ্ট বিবরণ পাওয়া যায় কোন যুগে ?
  • উঃ গুপ্ত যুগে।
  • কোন সম্রাটের আমলে এ দেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে ?
  • উঃ সম্রাট অশোকের আমলে।
  • প্রাচীন সভ্যতার অভ্যুদয় ঘটে কোথায়?
  • উঃ এশিয়া ও আফ্রিকা মহাদেশ।
  • প্রাচীন বাংলাদেশে কয়টি জনপদ বিভক্ত ছিল ?
  • উঃ তিনটি জনপদে।
  • আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ?
  • উঃ বেদ।
  • বৈদিক যুগের শিক্ষার ভাষা কি ছিল ?
  • উঃ সংস্কৃত।
  • বাংলার আদি জনগোষ্ঠীর কোন ভাষাভাষা ছিল ?
  • উঃ অষ্ট্রিক।
  • সিন্ধু সভ্যতা কোন যুগের?
  • উঃ তাম্র যুগের।
  • সিন্ধু সভ্যতা কখন আবিস্কার হয়?
  • উঃ ১৯২২ সালে।
  • গৌতম বুদ্ধের জন্ম স্থান কোথায়?
  • উঃ লুম্বিনী (নেপাল)।