জ্যামিতি

  • কোন কোণকে সাধারণত কোণ পরিমাপের একক ধরা হয়?
  • উঃ সমকোণ।
  • সমকোণের ৯০ ভাগের এক ভাগকে বলে?
  • উঃ ১ ডিগ্রী
  • 1 ডিগ্রি তে কত মিনিট?
  • উঃ 60 মিনিট।
  • এক সরল কোণ সমান কত?
  • উঃ ১৮০ ডিগ্রী।
  • কোন বৃত্তের উপর অবস্থিত বিন্দু থেকে কয়টি স্পর্শক আঁকা যায়?
  • উঃ একটি।
  • কোন ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পর সমান হলে ত্রিভুজটি?
  • উঃ সমবাহু।
  • তিন কোণ দেয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদেরকে বলে?
  • উঃ সদৃশ ত্রিভুজ।
  • কোন ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলি পরস্পর সমান হলে ত্রিভুজটি-
  • উঃ সমদ্বিবাহু।



  • ত্রিভুজের শিরঃকোণের সমদ্বিখন্ডক রেখা ভূমিকে সামদ্বিখন্ডিত করলে ত্রিভূজটি হবে?
  • উঃ সমদ্বিবাহু।
  • ত্রিভুজের যেকোনো দুইটি বহিঃস্থ কোণের সমষ্টি হবে?
  • উঃ দুই সমকোণের বৃহত্তম।
  • একটি ত্রিভুজের তিনটি কোণ অপর ত্রিভুজের তিনটি কোণের সমান হলে তাকে বলে?
  • উঃ সদৃশকোণী ত্রিভুজ।
  • ত্রিভুজের যেকোনো দুই বাহুর অন্তর কত?
  • উঃ তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর।
  • ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি কত?
  • উঃ তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।
  • যে ত্রিভুজের পরিকেন্দ্র, অন্তকেন্দ্র, ভরকেন্দ্র এবং বিন্দুলম্ব এক সেটিকে কি বলে?
  • উঃ সমবাহু ত্রিভুজ।
  • ত্রিভুজের দুইটি সমদ্বিখণ্ডকদ্বয় সমান হলে ত্রিভুজটি হবে?
  • উঃ সমদ্বিবাহু।
  • ত্রিভুজের তিন কোণের সমষ্টি?
  • উঃ 180°
  • কোন ত্রিভুজের শিরঃকোণের সমদ্বিখণ্ডক যদি ভূমির উপর লম্ব হয়, তাকে বলে?
  • উঃ সমদ্বিবাহু ত্রিভুজ।
  • সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাপ কত?
  • উঃ 60 ডিগ্রি।
  • অতিভুজ এর বিপরীতে থাকে কোন কোণ?
  • উঃ সমকোণ।
  • সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ এর সমষ্টি কত?
  • উঃ 90° বা এক সমকোণ।