| সারেং বৌ গ্রন্থের লেখক কে? |
উঃ শহীদুল্লাহ কায়সার। |
| একাত্তরের দালালেরা গ্রন্থের রচয়িতা কে? |
উঃ শফিক আহমেদ। |
| খেলারাম খেলে যা উপন্যাসের রচয়িতা কে? |
উঃ সৈয়দ শামসুল হক। |
| চিলেকোঠার সেপাই উপন্যাসের রচয়িতা কে? |
উঃ আখতারুজ্জমান ইলিয়াস। |
| তোতা ইতিহাস গ্রন্থটির রচয়িতা কে? |
উঃ চন্ডীচরণ মুনশী। |
| দ্যা লিবেরেশন অব বাংলাদেশ গ্রন্থটির রচনা করেন কে ? |
উঃ মেজর জেনারেল সুখওয়ান্ত সিং। |
| দ্যা রেপ অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? |
উঃ এ্যান্থনি ম্যাককারেনহাস। |
| ধুসর পান্ডুলিপি গ্রন্থের রচয়িতা কে? |
উঃ জীবনানন্দ দাশ। |
| পূর্ণিমার চাদঁ যেন ঝলসানো রুটি রচিত কবিতার পংতি? |
উঃ সুকান্ত ভট্টাচার্য। |
| ফারসী ভাষায় রচিত শাহনামা গ্রন্থের রচয়িতা হলেন? |
উঃ মহাকবি ফেরদৌসি। |
| বৈঞ্চব পদাবলীর আদি রচয়িতা কে? |
উঃ কবি চন্ডীদাস। |
| ভানুসিংহ ঠাকুরের পদাবলী র রচয়িতা কে? |
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর। |
| মতিচুর গ্রন্থের রচয়িতা কে? |
উঃ বেগম রোকেয়া। |
| শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির রচয়িতা কে? |
উঃ কবি বড়– চন্ডীদাস। |
| হুতোম প্যাঁচার নকশার রচয়িতা কে? |
উঃ কালীপ্রসন্ন সিংহ। |
| সোনালী কাবিন গ্রন্থের রচয়িতা কে? |
উঃ আল মাহমুদ। |
| বাংলা গদ্যে যতি চিহ্নাদি প্রথম কে প্রয়োগ করেন? |
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। |