Next >> |
চর্যা সংগ্রহটিতে সর্বসমেত কয়টি চর্যাগীতি ছিল? | উঃ ৫১ টি। | |||
চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিস্কার করেন? | উঃ ডঃ প্রবোধচন্দ্র বাগচী। | |||
চর্যাপদের ভাষায় কোন অঞ্চলের নমুনা পরিলক্ষিত হয়? | উঃ পশ্চিম বাংলার প্রাচীনতম কথ্য ভাষার। | |||
ডঃ সুনীতি কুমার চট্টোপাধ্যয় কবে চর্যাপদে ভাষা বাংলা বলে প্রমান করেন? | উঃ ১৯২৬ সালে। | |||
চর্যাপদের প্রতিপাদ্য বিষয় কি? | উঃ চর্যাপদের মূল প্রতিপাদ্য বিষয় বৌদ্ধ সহজিয়া সিদ্ধাদের গুহ্য সাধনতত্ত্ব এবং তৎকালীন সমাজ ও জীবনের পরিচয়। |
|||
চর্যাপদ কোন ছন্দে রচিত? | উঃ মাত্রাবৃত্তে ছন্দে। | |||
চর্যাপদের পুঁথি নেপালে যাবার কারন কি? | উঃ তুর্কী আক্রমনকারীদের ভয়ে পন্ডিতগণ তাদের পুুথি নিয়ে নেপালে পালিয়ে গিয়ে শরনার্থী হয়েছিলেন। | |||
কীর্তিলতা, পুরুষ পরীক্ষা, বিভাগসার প্রভৃতি সাহিত্যকর্মের রচয়িতা কে? | উঃ মিথিলার কবি বিদ্যাপতি। | |||
কবীন্দ্রবচন সমুচ্চয় ও সদুক্তি কর্ণামৃত কাব্য কোন যুগে রচিত? | উঃ সেনযুগে। | |||
সর্বসমেত কয়টি চর্যাগীতি পাওয়া গিয়েছে? | উঃ সাড়ে ছেচল্লিশটি। | |||
সবচেয়ে বেশী পদ কে রচনা করেছেন? | উঃ কাহ্নপা, ১৩ টি। | |||
চর্যাপদের রচয়িতা কে বা কারা? | উঃ কাহ্নপা, লুইপা, কুক্কুরীপা, ভুসুকু, সরহপাদ সহ মোট ২৪ জন। | |||
চর্যাপদ কোন সময়ে রচিত হয়? | উঃ সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে। | |||
চর্যাপদের পদগুলো কোন কোন ভাষায় রচিত বলে দাবি করা হয়? | উঃ বাংলা, হিন্দী, মৈথিলী, অসমীয় ও উড়িয়া ভাষায়। | |||
রাজা লক্ষন সেনের রাজসভার পঞ্চরত্ন কে কে ছিলেন? | উঃ উমাপতিধর, শরণ, ধোয়ী, গোবর্ধন আচার্য ও জয়দেব। | |||
বাংলা ছাড়া কোন কোন বাব্যগ্রন্থে বাঙালী জীবনের চিত্র রয়েছে? | উঃ গাথা সপ্তপদী ও প্রাকৃত পৈঙ্গলের। | |||
চন্ডীদাস সমস্যা কি? | উঃ বাংলা সাহিত্য একাধিক পদকর্তা নিজেকে চন্ডীদাস পরিচয় দিয়ে সৃষ্ট সমস্যা। | |||
বাংলা সাহিত্যে স্বীকৃত চন্ডীদাস কয়জন? | উঃ তিনজন। বড়ু চন্ডিদাস, দীন চন্ডিদাস এবং দ্বীজ চন্ডিদাস। | |||
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়? | উঃ পশ্চিম বঙ্গের বাকুড়া জেলার কাকিলা গ্রামের এক গৃহস্থ বাড়ীর গোয়ালঘর থেকে উদ্ধার করেন। | |||
বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? | উঃ বড়ু চন্ডিদাস। | |||
আদি যুগে লোকজীবনের কথা বিধৃত সর্বপ্রথম সাহিত্যক নিদর্শন কোনটি? | উঃ ডাক খনার বচন। | |||
মধ্যযুুগের বাংলা সাহিত্যর প্রধান দুটি ধারা কি ? | উঃ ১। কাহিনীমূলক ও ২। গীতিমূলক। | |||
শ্রী চৈতন্যর নামানুসারে মধ্যযুগের বিভাজন কিরূপ? | উঃ চৈতন্য পূর্ববর্তী যুগ (১২০১-১৫০০ খ্রিঃ), চৈতন্য যুগ (১৫০১-১৬০০) ও চৈতন্য পরবর্তী যুগ (১৬০১-১৮০০) | |||
গীত গোবিন্দ কাব্যগ্রন্থের রচয়িতার নাম কি? | উঃ জয়দেব। | |||
ব্রজবুলি ভাষার বিখ্যাত সাহিত্যিকের/শ্রেষ্ঠ কবি নাম কি? | উঃ বিদ্যাপতি এবং জয়দেব। | |||
চৈতন্য পরবর্তী যুগ বা মধ্যযুগের শেষ কবি কে? | উঃ ভারতচন্দ্র রায় গুনাকর। | |||
আধুনিক যুগের উদগাতা কে? | উঃ মাইকেল মধুসুদন দত্ত। | |||
কোন যুগকে অবক্ষয়ের যুগ বলা হয়? | উঃ ১৭৬০-১৮৬০ সাল পর্যন্ত। | |||
বাংলা সাহিত্যর আধুনিক যুগের সময়কাল কয়পর্বে বিভক্ত ও কি কি? | উঃ চারটি পর্বে বিভক্ত। যেমন- ১. প্রস্তুতি পর্ব (১৮০১-১৮০৫)খ্রিঃ, ২. বিকাশ পর্ব (১৮৫১-১৯০০) খ্রিঃ, ৩.রবীন্দ্র পর্ব (১৯০১-১৯৪০) খ্রিঃ ও ৪.অতি-আধুনিক যুগ (১৯০১ বর্তমান কালসীমা)। |
|||
আধুনিক যুগ কোন সময় পর্যন্তু বিস্তৃত? | উঃ ১৮০১ সাল থেকে বর্তমান। | |||
যুগ সন্ধিক্ষনের কবি কে ? | উঃ ঈশ্বরচন্দ্র দত্ত। | |||
ব্রজবুলী ভাষার উদ্ভব কখন হয়? | উঃ কবি বিদ্যাপতি যখন মৈথিল ভাষায় রাধাকৃষ্ণ লীলার গীতসমূহ রচনা করেন। | |||
ব্রজবুলি ভাষা কোন জাতীয় ভাষা? | উঃ মৈথলী এবং বাংলা ভাষার মিশ্রনে যে ভাষার সৃষ্টি হয়। | |||
ব্রজবুলি কোন স্থানের উপভাষা ? | উঃ মিথিলার উপভাষা। | |||
বাংলা ভাষায় রামায়ন কে অনুবাদ করেন? | উঃ কৃত্তিবাস। | |||
রামায়নের আদি রচয়িতা কে? | উঃ কবি বাল্মীকি। | |||
বাংলা ভাষায় মহাভারত কে অনুবাদ করেন? | উঃ কাশীরাম দাস। | |||
মহাভারতের আদি রচয়িতা কে? | উঃ বেদব্যাস। | |||
গীতি কাব্যের রচয়িতা কে? | উঃ গোবিন্দ্রচন্দ্র দাস। | |||
পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবি কে? | উঃ ফকির গরিবুল্লাহ। | |||
মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে? | উঃ মুকুন্দরাম চক্রবর্তী। | |||
বাংলা ভাষা ও সাহিত্যর প্রাচীনতম শাখা কোনটি? | উঃ কাব্য। | |||
বাংলা গদ্য সাহিত্য কখন শুরু হয়? | উঃ আধুনিক যুগে। | |||
আলাওল কোন যুগের কবি? | উঃ মধ্য যুগের। | |||
মধ্যযুগের অবসান ঘটে কখন? | উঃ ঈশ্বর গুপ্তের মৃত্যুর সঙ্গে। | |||
উনিশ শতকের সবচেয়ে খ্যাতনামা বাউল শিল্পী কে? | উঃ লালন শাহ। |